The synonym for 'Obdurate'-
A
Deceitful
B
Stubborn
C
Sly
D
Swindler
উত্তরের বিবরণ
Obdurate শব্দের অর্থ হচ্ছে: অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এমনভাবে কোনো কাজ করা এবং অন্য কেউ যা বলুক না কেন, নিজের মনোভাব পরিবর্তন না করা।
বাংলায় এর অর্থ হতে পারে: একগুঁয়ে, অনমনীয়, অনুশোচনাহীন।
প্রশ্নের অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ হলো:
-
Deceitful: কপট, ছলনাপর, প্রতারণাময়।
-
Stubborn: একগুঁয়ে, জেদি, সংকল্পবদ্ধ, শক্ত মনোভাবসম্পন্ন, কঠোরচেতা।
-
Sly: গোপনীয়তা রক্ষা করে এমন, চতুর, ধূর্ত, গোপনে কিছু করা বা জানার চেষ্টা করা।
-
Swindler: প্রতারক, ঠকিয়ে টাকা বা জিনিস নেওয়া ব্যক্তি।
উপরোক্ত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, ‘Obdurate’ শব্দের সমার্থক শব্দ হবে ‘Stubborn’।
তথ্যসূত্র: Accessible Dictionary।
0
Updated: 3 months ago
Synonym of 'Mendacious' -
Created: 1 month ago
A
Dishonest
B
Veracious
C
Petrify
D
Inactive
Mendacious (adjective) শব্দের অর্থ হলো এমন ব্যক্তি বা তথ্য যা সত্য বলছে না; মিথ্যা বলছে। বাংলায় এর অর্থ হতে পারে (আনুষ্ঠানিক) মিথ্যা, মিথ্যাবাদী – যেমন: mendacious reports।
সমার্থক শব্দসমূহ: Untruthful (মিথ্যাবাদী), Dishonest (অসাধু), Deceitful (প্রতারণাপূর্ণ), Lying (মিথ্যা), Fraudulent (ধোঁকাবাজি)।
বিপরীতার্থক শব্দসমূহ: Truthful (সত্যনিষ্ঠ), Honest (সৎ), Veracious (সত্যনিষ্ঠ), Frank (নির্ভীক), Sincere (একনিষ্ঠ)।
উদাহরণ বাক্য:
-
সেই প্রতিশ্রুতি মিথ্যাবাদী এবং অর্থহীন হিসেবে প্রকাশিত হয়েছে।
-
সংবাদপত্রের কাহিনী মিথ্যাবাদী এবং কষ্টদায়ক ছিল।
অপশন বিশ্লেষণ:
-
Petrify (প্রস্তরীভূত বা কঠিন করা) → সঠিক নয়।
-
Inactive (নিষ্ক্রিয়) → সঠিক নয়।
উৎস:
0
Updated: 1 month ago
The antonym of 'Truculence' is:
Created: 1 month ago
A
Belligerence
B
Irascible
C
Irresolute
D
Submission
Truculence একটি Noun। এটি বোঝায় ঝগড়া বা লড়াই করার প্রবণতা, এছাড়াও এমন আচরণ যা অপ্রিয় এবং প্রায়ই বিতর্ক সৃষ্টি করে।
-
বাংলা অর্থ: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ
-
সমার্থক শব্দ: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুধ্যমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক), Militancy (জঙ্গিপনা), Hostility (শত্রুতা)
-
বিপরীতার্থক শব্দ: Nonaggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ), Submission (আত্মসমর্পন), Truce (সন্ধি), Ceasefire (যুদ্ধবিরতি)
-
অন্য রূপ:
-
Truculent (Adjective): যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী
-
Truculently (Adverb): যুযুৎসুভাবে
-
-
উদাহরণ বাক্য:
১. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
২. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.
0
Updated: 1 month ago
'Emulate' is a/an:
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Verb
D
Adverb
Emulate একটি Verb (Transitive)। এটি বোঝায় কাউকে প্রশংসা করে তার মতো দক্ষতা অর্জনের চেষ্টা করা বা তার কৃতিত্বের সমান করার চেষ্টা করা।
-
বাংলা অর্থ: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
সমার্থক শব্দ: Compete (পাল্লা দেয়া, প্রতিযোগিতা করা), Imitate (অনুসরণ করা), Mimic (নকল করা), Follow (অনুগমন করা), Mirror (প্রতিফলিত করা)
-
বিপরীতার্থক শব্দ: Being original (মৌলিক হওয়া বা করা), Contradict (বিরোধী হওয়া), Neglect (অবজ্ঞা করা), Originate (স্বকীয়তা বজায় রাখা), Differ (আলাদা হওয়া)
-
অন্য রূপ:
-
Emulation (Noun)
-
Emulative (Adjective)
-
-
উদাহরণ বাক্য:
১. She hopes to emulate her sister's sporting achievements.
২. She grew up emulating her sports heroes.
0
Updated: 1 month ago