A
show surprise or disapproval
B
show agreement
C
show happiness
D
show indifference
উত্তরের বিবরণ
অভিব্যক্তি: Raise your eyebrows
ইংরেজি অর্থ: চোখের ভ্রু উঁচু করে অবাক হওয়া প্রকাশ করা।
বাংলা অর্থ: বিস্ময় প্রকাশ করা বা চোখ কপালে ওঠা।
অপশনসমূহ:
-
Show agreement: সম্মতি প্রকাশ করা।
-
Show happiness: আনন্দ প্রকাশ করা।
-
Show indifference: উদাসীনতা প্রদর্শন করা।
-
Show surprise or disapproval: বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা।
অপশনগুলো যাচাই করলে বোঝা যায়, এখানে সঠিক অর্থ হবে — বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা (Show surprise or disapproval)।

0
Updated: 2 weeks ago
I took a map with me, as I didn't want to _____ my way on the journey.
Created: 1 week ago
A
loose
B
lose
C
lost
D
loss
• সঠিক শব্দ lose শূন্যস্থানে বসবে।
-
সম্পূর্ণ বাক্য: I took a map with me, as I didn't want to lose my way on the journey.
-
বাংলা অর্থ: আমি আমার সঙ্গে একটি মানচিত্র নিয়েছিলাম, কারণ আমি যাত্রাপথে নিজের দিক হারাতে চাইনি।
• to-এর পর মূল verb-এর Present form বসে।
-
এখানে lose একটি verb, যার অর্থ হারিয়ে ফেলা বা মৃত্যুবরণ করা, যা এই বাক্যের প্রেক্ষাপটে যথাযথ।
• অন্য শব্দগুলোর ব্যবহার:
ক) loose (adjective/verb): অর্থ ঢিলা, বাঁধনহীন, মুক্ত বা ছাড়া দেওয়া—এই বাক্যে প্রাসঙ্গিক নয়।
খ) lost: এটি lose এর past tense ও past participle, যা এখানে প্রয়োজনীয় নয় কারণ বাক্যটি একটি নির্দিষ্ট grammatically structured expression ব্যবহার করছে।
গ) loss (noun): এর অর্থ ক্ষতি, হানি, বা লোকসান—এটি একটি noun এবং ক্রিয়ার জায়গায় ব্যবহার করা যায় না।
তথ্যসূত্র:
বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary

0
Updated: 1 week ago
I have not heard from him _______.
Created: 5 days ago
A
long since
B
for a long time
C
since long
D
for long
🔹 প্রশ্নে “for a long time” এবং “for long” — দুটি উত্তরই সঠিক হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
🔹 কারণ ব্যাখ্যা:
-
“for long” সাধারণত নেতিবাচক বাক্যে (negative sentence) ব্যবহার হয়।
-
“for a long time” ব্যবহার করা যায় উভয় ক্ষেত্রেই — ইতিবাচক ও নেতিবাচক বাক্যে।
🔹 উদাহরণ:
-
I have not heard from him for a long time.
-
I have not heard from him for long.
বাংলায় অর্থ: আমি অনেক দিন ধরে তার কোনো খোঁজ পাইনি।

0
Updated: 5 days ago
"I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
Created: 5 days ago
A
desire
B
hope
C
dream
D
wish
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dream.
- Complete sentence: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
- Speech by the Rev. Martin Luther King At the ''March on Washington''.
- উপরিউক্ত উক্তিটি মার্কিন বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর বক্তৃতা থেকে উদ্ধৃত।
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
Source: Britannica.

0
Updated: 5 days ago