What phrase symbolises Prufrock’s trivial social gestures in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“The taking of a toast and tea”
B
“The singing of the morning bird”
C
“The lighting of a candle bright”
D
“The playing of a gentle tune”
উত্তরের বিবরণ
Eliot বারবার চা এবং কেকের উল্লেখ করেছেন। “The taking of a toast and tea” আসলে আধুনিক নগরজীবনের ক্ষুদ্রতা এবং সামাজিক আচার–আচরণের প্রতীক। Prufrock মনে করে তার জীবন অর্থহীন ভদ্রতা আর সামাজিক অনুষ্ঠানের মধ্যেই আটকে গেছে।
মানুষ বড় কোনো আবেগ বা সৃষ্টিশীলতা প্রকাশ করছে না, বরং একঘেয়ে নিয়মে চলেছে। Eliot এই সাধারণ চিত্র ব্যবহার করে দেখিয়েছেন, আধুনিক জীবনের নিষ্ক্রিয়তা ও একঘেয়েমি কিভাবে মানুষকে বন্দি করে রাখে।
0
Updated: 1 month ago
Which king is connected with the fertility myth of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Oedipus
B
Fisher King
C
Arthur
D
Lear
"The Waste Land" কবিতায় মুলত Fisher King আহত হয়ে আছে, ফলে তার দেশ শুকিয়ে গেছে। Eliot এই মিথ ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের প্রতীক হিসেবে। আধ্যাত্মিক আঘাতের কারণে সমাজও উর্বরতা হারিয়েছে। Fisher King–এর সুস্থতা মানে হবে পুনর্জন্ম।
0
Updated: 1 month ago
What Christian figure is briefly alluded to in “What the Thunder Said” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Christ at Emmaus
B
St. Peter
C
St. Augustine
D
Virgin Mary
Eliot Emmaus–এ যীশুর উপস্থিতির উল্লেখ করেছেন। এটি আশা ও পুনর্জন্মের প্রতীক। যদিও Waste Land হতাশাজনক, খ্রিষ্টের উপস্থিতি মানুষের আধ্যাত্মিক পুনর্জন্মের সম্ভাবনা বোঝায়। Eliot খ্রিষ্টধর্ম ও প্রাচ্য দর্শন একত্রে ব্যবহার করে মুক্তির ইঙ্গিত দিয়েছেন।
0
Updated: 1 month ago
What sound is associated with dryness in The Waste Land?
Created: 1 month ago
A
The rattle of dry bones
B
The whisper of dead leaves
C
The silence of broken stones
D
The cry of thirsty birds
"The Waste Land" কবিতায় শুকনো হাড়ের ঝনঝন শব্দ Eliot–এর Waste Land–এ শূন্যতা ও মৃত্যুর প্রতীক। এই শব্দ জীবনহীনতার প্রতিচ্ছবি। মানুষ যেন আত্মাহীন হয়ে হাড়ের মতো দাঁড়িয়ে আছে। Eliot এর মাধ্যমে আধ্যাত্মিক শূন্যতা প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago