বিশ্বে প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার হিসেবে কোনটিকে গণ্য করা হয়?
A
ENIAC
B
MARK-I
C
Abacus
D
IBM 1401
উত্তরের বিবরণ
বিশ্বের প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার হিসেবে ENIAC-কে গণ্য করা হয়। এটি ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল এবং মূলত সেনাবাহিনীর গোলাবারুদের গতি নিরূপণ করার জন্য ব্যবহৃত হতো। ENIAC ছিল একটি পূর্ণ ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে দ্রুত গণনা করতে সক্ষম ছিল। যদিও MARK-I আগে তৈরি হয়েছিল, সেটি ছিল আংশিক ইলেক্ট্রোমেকানিক্যাল। অন্যদিকে Abacus একটি প্রাচীন হাতিয়ার বা গণনা যন্ত্র এবং IBM 1401 একটি পরবর্তী বাণিজ্যিক কম্পিউটার। ENIAC-এর উদ্ভাবন কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী ধাপ হিসেবে বিবেচিত হয় এবং এটি আধুনিক কম্পিউটার প্রযুক্তির ভিত্তি স্থাপন করে।
ENIAC:
-
১৯৪৬ সালে আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের জন মাউচলি (John Mauchly) এবং জে. প্রেসপার একার্ট (J. Presper Eckert) যৌথভাবে বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন।
-
এর নামকরণ করা হয় ENIAC (Electronic Numerical Integrator and Computer), যা বিশ্বের প্রথম পূর্ণ ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে স্বীকৃত।
-
এটি সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য ছিল এবং আধুনিক কম্পিউটারের ভিত্তি গড়ে তোলে।
-
ENIAC-এ ব্যবহৃত যন্ত্রাংশের মধ্যে ছিল প্রায় ১৯ হাজার ডায়োড ও ট্রায়োড, ৭০ হাজার রেজিস্টার, ৬০ হাজার সুইচ এবং ১০ হাজার ক্যাপাসিটার।
-
এর সাহায্যে প্রতি সেকেন্ডে প্রায় ৫০০০ যোগ অথবা ৩৫০ গুণ সম্পাদন করা যেত।
অপশন বিশ্লেষণ:
-
IBM 1401: একটি ব্যবসা-ভিত্তিক কম্পিউটার, যা ১৯৫৯ সালে চালু হয়।
-
MARK-I: ১৯৪৪ সালে তৈরি একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার। ENIAC-এর আগে তৈরি হলেও এটি পূর্ণ ইলেকট্রনিক ছিল না।
-
Abacus: একটি প্রাচীন যান্ত্রিক গণনা যন্ত্র, ইলেকট্রনিক কম্পিউটার নয়।
0
Updated: 1 month ago
IBM 1620-এর মাধ্যমে বাংলাদেশে কম্পিউটারের সূচনা ঘটে কোন সালে?
Created: 2 months ago
A
১৯৭৬ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৬৪ সালে
বাংলাদেশে কম্পিউটারের সূচনা
-
১৯৬৪ সালে IBM 1620 কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ব্যবহার শুরু হয়
-
এটি দেশের প্রথম বৈজ্ঞানিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত কম্পিউটার
-
শিক্ষামূলক ও বৈজ্ঞানিক হিসাবের জন্য ডিজাইন করা হয়েছিল
-
প্রথমে সরকারি ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে
-
IBM 1620-এর আগমনে দেশে তথ্যপ্রযুক্তির ভিত্তি গড়ে ওঠে
-
কম্পিউটারটি স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র)
-
বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল
0
Updated: 2 months ago
কোনটি সহায়ক মেমোরি নয়?
Created: 2 months ago
A
ফ্লপি ডিস্ক
B
হার্ড ডিস্ক
C
সিডি
D
রম
কম্পিউটারের স্মৃতি
কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার:
-
প্রধান স্মৃতি (Main Memory / Primary Memory)
-
সহায়ক স্মৃতি (Auxiliary Memory / Secondary Memory)
১. প্রধান স্মৃতি (Main Memory)
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযুক্ত, তাই অভ্যন্তরীণ স্মৃতি বলেও পরিচিত।
-
প্রক্রিয়াকরণের জন্য তথ্যসমূহ এখানে রাখা হয়।
-
যতক্ষণ প্রক্রিয়াকরণ চলছে, তথ্যগুলো এখানে অবস্থান করে।
-
প্রতিটি স্থান চিহ্নিত থাকে ঠিকানা (Address) দ্বারা।
-
প্রধান স্মৃতির ধরনসমূহ:
-
চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
-
চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
-
অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory): RAM, ROM
-
পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
-
চার্জ কাপল স্মৃতি (Charge Coupled Memory)
-
২. সহায়ক স্মৃতি (Auxiliary Memory)
-
প্রধান স্মৃতিতে থাকা তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
ধারণক্ষমতা প্রধান স্মৃতির তুলনায় বহুগুণ বেশি।
-
স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যায় না।
-
উদাহরণ:
-
ফ্লপি ডিস্ক (Floppy Disc)
-
হার্ড ডিস্ক (Hard Disc)
-
সিডি (CD-Compact Disc)
-
চৌম্বক ফিতা (Magnetic Tape / Disc)
-
চৌম্বক ড্রাম (Magnetic Drum)
-
0
Updated: 2 months ago
কোন অপারেশনটি একটি ALU দ্বারা সম্পাদিত হয় না?
Created: 1 month ago
A
Addition
B
Subtraction
C
Multiplication
D
File storage
ALU (Arithmetic Logic Unit) হলো CPU-এর একটি অংশ যা গণিতীয় ও যৌক্তিক অপারেশন সম্পাদন করে, যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং AND, OR, NOT লজিক অপারেশন। তবে ফাইল সংরক্ষণ বা File storage ALU-এর কাজের মধ্যে পড়ে না। এটি মূলত মেমরি বা স্টোরেজ ডিভাইসের কাজ।
-
মূল পয়েন্টসমূহ:
-
ALU গণিত এবং যৌক্তিক অপারেশন সম্পাদন করে।
-
ফাইল সংরক্ষণ বা ডেটা স্টোরেজ সরাসরি ALU-এর কাজ নয়।
-
ALU ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে রাখতে পারে, কিন্তু স্থায়ী সংরক্ষণ করে না।
-
-
মাইক্রোপ্রসেসরের প্রধান তিনটি অংশ:
১. Control Unit (নিয়ন্ত্রণ অংশ) – নির্দেশনা ডিকোড ও কার্যকর করা।
২. Arithmetic Logic Unit (গাণিতিক যুক্তি অংশ) – গণিত ও যৌক্তিক অপারেশন।
৩. Registers (রেজিস্টার) – অস্থায়ী ডেটা সংরক্ষণ।
0
Updated: 1 month ago