বিশ্বে প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার হিসেবে কোনটিকে গণ্য করা হয়?
A
ENIAC
B
MARK-I
C
Abacus
D
IBM 1401
উত্তরের বিবরণ
বিশ্বের প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার হিসেবে ENIAC-কে গণ্য করা হয়। এটি ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল এবং মূলত সেনাবাহিনীর গোলাবারুদের গতি নিরূপণ করার জন্য ব্যবহৃত হতো। ENIAC ছিল একটি পূর্ণ ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে দ্রুত গণনা করতে সক্ষম ছিল। যদিও MARK-I আগে তৈরি হয়েছিল, সেটি ছিল আংশিক ইলেক্ট্রোমেকানিক্যাল। অন্যদিকে Abacus একটি প্রাচীন হাতিয়ার বা গণনা যন্ত্র এবং IBM 1401 একটি পরবর্তী বাণিজ্যিক কম্পিউটার। ENIAC-এর উদ্ভাবন কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী ধাপ হিসেবে বিবেচিত হয় এবং এটি আধুনিক কম্পিউটার প্রযুক্তির ভিত্তি স্থাপন করে।
ENIAC:
-
১৯৪৬ সালে আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের জন মাউচলি (John Mauchly) এবং জে. প্রেসপার একার্ট (J. Presper Eckert) যৌথভাবে বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন।
-
এর নামকরণ করা হয় ENIAC (Electronic Numerical Integrator and Computer), যা বিশ্বের প্রথম পূর্ণ ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে স্বীকৃত।
-
এটি সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য ছিল এবং আধুনিক কম্পিউটারের ভিত্তি গড়ে তোলে।
-
ENIAC-এ ব্যবহৃত যন্ত্রাংশের মধ্যে ছিল প্রায় ১৯ হাজার ডায়োড ও ট্রায়োড, ৭০ হাজার রেজিস্টার, ৬০ হাজার সুইচ এবং ১০ হাজার ক্যাপাসিটার।
-
এর সাহায্যে প্রতি সেকেন্ডে প্রায় ৫০০০ যোগ অথবা ৩৫০ গুণ সম্পাদন করা যেত।
অপশন বিশ্লেষণ:
-
IBM 1401: একটি ব্যবসা-ভিত্তিক কম্পিউটার, যা ১৯৫৯ সালে চালু হয়।
-
MARK-I: ১৯৪৪ সালে তৈরি একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার। ENIAC-এর আগে তৈরি হলেও এটি পূর্ণ ইলেকট্রনিক ছিল না।
-
Abacus: একটি প্রাচীন যান্ত্রিক গণনা যন্ত্র, ইলেকট্রনিক কম্পিউটার নয়।

0
Updated: 11 hours ago
কোন ডিভাইসটি কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত?
Created: 4 weeks ago
A
RAM
B
হার্ড ডিস্ক
C
মাদারবোর্ড
D
প্রিন্টার
হার্ড ডিস্ক কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত।
• হার্ড ডিস্ক:
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ক হলো কম্পিউটারের জন্য একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- আবার কম্পিউটারের বাইরেও হার্ড ডিস্ক রেখে কাজ করা যায়।
- হার্ডডিস্ক স্থানান্তরযোগ্য।
- ফ্লপি ডিস্কের ন্যায় একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে হার্ডডিস্ক ঢুকিয়ে কাজ করে তা অন্য একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে ঢুকিয়ে অবশিষ্ট কাজ সম্পাদন করে।
সূত্র: ১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

0
Updated: 4 weeks ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 4 weeks ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 4 weeks ago
প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার 'EDSAC' এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
Electronic Delay Storage Automatic Calculator
B
Electronic Data System for Advanced Computing
C
Extended Digital Storage and Arithmetic Computer
D
Electronic Device for Scientific and Academic Calculation
EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) হলো বিশ্বের প্রথম stored-program electronic computer, যা সংরক্ষিত প্রোগ্রামের ভিত্তিতে কাজ করতে সক্ষম।
EDSAC:
-
EDSAC কম্পিউটার প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
-
পূর্ণরূপ: Electronic Delay Storage Automatic Calculator।
-
নির্মিত হয় ১৯৪৯ সালে।
-
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস নেতৃত্বে একদল বিজ্ঞানী EDSAC তৈরি করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পিউটার:
-
ENIAC: বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
-
UNIVAC: প্রথম বাণিজ্যিক কম্পিউটার, তৈরি ১৯৫১ সালে।
-
EDVAC: ENIAC-এর পরবর্তী সংস্করণ, তৈরি ১৯৪৯ সালে।

0
Updated: 1 week ago