The expression 'Lingua franca' means ____.
A
The common language
B
The first language
C
International language
D
The French language
উত্তরের বিবরণ
Lingua Franca
ইংরেজি অর্থ
১. একটি সাধারণ ভাষা যা মূলত ইতালিয়ান ভাষার সঙ্গে ফরাসি, স্প্যানিশ, গ্রীক এবং আরবি মিশ্রিত হয়ে ভূমধ্যসাগরীয় বন্দরের ভাষা হিসেবে ব্যবহৃত হত।
২. বিভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগাযোগ বা বাণিজ্যের জন্য ব্যবহৃত যেকোনো ভাষা।
বাংলায় অর্থ:
বহুভাষী অঞ্চলগুলোতে যেই ভাষাটি যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে।
উদাহরণ বাক্য:
১. অনেক এয়ারলাইন পাইলটের মধ্যে ইংরেজি lingua franca হিসেবে ব্যবহৃত হয়।
২. TikTok-এ গল্প বলার ধরন যেন এখন একটি lingua franca হয়ে উঠেছে।
উৎস:
১. Merriam-Webster Dictionary
২. বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 2 months ago
"Keep the wolf from the door" means:
Created: 6 days ago
A
Not to let go of.
B
Remain on good terms with someone.
C
Somehow survive.
D
Used to encourage someone
ChatGPT said:

0
Updated: 6 days ago
Which of the following is closest in meaning to “Imbue”?
Created: 1 week ago
A
Weaken
B
Neglect
C
Instill
D
Erase
• The closest in meaning to 'Imbue' is - Instill.
• Imbue (verb)
English Meaning: to inspire or permeate with a feeling, quality, or idea.
Bangla Meaning: প্রভাবিত করা; প্রবাহিত করা; সঞ্চার করা।
অপশন আলোচনা:
- Weaken - দুর্বল করা; শক্তি কমানো।
- Neglect - অবহেলা করা; উপেক্ষা করা।
- Instill - ঢালা; প্রবাহিত করা; প্রয়োগ করা।
- Erase - মুছে ফেলা; ধ্বংস করা।

0
Updated: 1 week ago
What does Refractory mean?
Created: 3 weeks ago
A
Open to suggestions
B
Easy to treat or heal
C
Difficult to control to obey
D
Willing to follow rules
The correct answer is - গ) Difficult to control; to obey.
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
-
একগুঁয়ে; অবাধ্য (যেমন: as refractory as a mule)
-
(রোগব্যাধি) দুশ্চিকিৎসা; দুরারোগ্য
-
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণরূপে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ
Synonyms (সমার্থক শব্দ):
-
Stubborn (একগুঁয়ে; জেদি)
-
Disobedient (অবাধ্য)
-
Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য)
-
Obstinate (অনড়)
-
Tenacious (অনমনীয়)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য)
-
Manageable (নিয়ন্ত্রণসাধ্য)
-
Subservient (অধীনস্ত)
-
Loyal (আজ্ঞাবহ)
-
Subordinate (অধস্তন)
Other Forms:
-
Refractory (noun): অবাধ্য ব্যক্তি বা বস্তু
-
Refractorily (adverb): অবাধ্যভাবে
-
Refractoriness (noun): অবাধ্য স্বভাব
Example Sentences:
-
A refractory child is very hard to control.
-
The patient died of refractory heart failure one month later.
Source: Live MCQ Lecture, Accessible Dictionary

0
Updated: 3 weeks ago