বিশ্বের দীর্ঘতম একক রেলপথ কোনটি?
A
ট্রান্স-ইউরোপিয়ান
B
ইউরোস্টার এক্সপ্রেস
C
ট্রান্স সাইবেরিয়ান
D
কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড
উত্তরের বিবরণ
ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ হলো বিশ্বের দীর্ঘতম একক রেল ব্যবস্থা, যা রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভোস্টক পর্যন্ত বিস্তৃত।
-
মূল দৈর্ঘ্য: ৫,৭৭১ মাইল (৯,২৮৮ কিমি)
-
নাখোদকার বন্দর স্টেশনের সংযোগসহ মোট দৈর্ঘ্য: ৫,৮৬৭ মাইল (৯,৪৪১ কিমি)
-
প্রভাব: সাইবেরিয়া অঞ্চলের উপর গভীর প্রভাব ফেলে
-
গুরুত্ব: রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে

0
Updated: 12 hours ago
IUCN এর ক্ষেত্রে 'Red List' হচ্ছে -
Created: 5 days ago
A
বিপন্ন ভাষার তালিকা
B
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
C
বিরল খনিজের তালিকা
D
পরিবেশ দূষণকারী দেশের তালিকা
IUCN Red List হলো একটি বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত আন্তর্জাতিক তালিকা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয়।
-
IUCN-এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফন্টেনব্লিউতে
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
গ্লোবাল অংশগ্রহণ: বিশ্বের ১৬০টির অধিক দেশ এতে কাজ করছে
-
ঐতিহাসিক অধিবেশন: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে IUCN-এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়
-
উদ্দেশ্য: প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি ঝুঁকি মূল্যায়ন এবং সংরক্ষণ উদ্যোগে সহায়তা প্রদান

0
Updated: 5 days ago
কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
Created: 1 week ago
A
নায়াগ্রা জলপ্রপাত
B
ভিক্টোরিয়া জলপ্রপাত
C
অ্যাঞ্জেল জলপ্রপাত
D
ক্যাইয়েট্যুর জলপ্রপাত
জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।

0
Updated: 1 week ago
২০২৬ সালের FIFA বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি?
Created: 1 week ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি
Federation Cup, World Cup, All away International Trophy and Challenge Cup
FIFA
আন্তর্জাতিক বিষয়াবলী
ফুটবল -Football
সাধারণ জ্ঞান
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।

0
Updated: 1 week ago