Lions Clubs International-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
নিউ ইয়র্ক
B
ইলিনয়
C
ক্যালিফোর্নিয়া
D
ওয়াশিংটন
উত্তরের বিবরণ
Lions Clubs International হলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৭ সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্রুত শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যার মোকাবেলায় শিকাগোর ব্যবসায়ী মেলভিন জোন্স আমেরিকার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িক ক্লাবগুলিকে একটি সভায় আমন্ত্রণ জানান এবং এর মাধ্যমে অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব গঠন করা হয়।
-
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন: ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত
-
সদর দপ্তর: ইলিনয়, যুক্তরাষ্ট্র
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
লন্ডন
B
মুম্বাই
C
দুবাই
D
মেলবোর্ন
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (The International Cricket Council-ICC) ১৯০৯ সালের ১৫ জুন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়।
- ICC এর বর্তমান মোট সদস্য ১০৬টি। এর মধ্যে পূর্ণাঙ্গ সদস্য ১২টি এবং সহযোগী সদস্য ৯৪টি।
- ICC এর সদরদপ্তর অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
- বর্তমান চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বারক্লে।
(তথ্যসূত্র: ICC ওয়েবসাইট)
0
Updated: 1 day ago
IMF-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নিউ ইয়র্ক
B
ওয়াশিংটন ডিসি
C
জেনেভা
D
ভার্জিনিয়া
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF (The International Monetary Fund) হলো একটি বৈশ্বিক আর্থিক সংস্থা, যা আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা জোরদারে কাজ করে।
-
পূর্ণরূপ: The International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
বর্তমান সদস্যসংখ্যা: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি—মার্কিন ডলার (USD), ব্রিটিশ পাউন্ড (GBP), জাপানি ইয়েন (JPY), ইউরো (EUR), এবং চীনা ইউয়ান (CNY)
0
Updated: 1 month ago
'গার্ডিয়া সিভিল' সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
স্পেন
B
জাপান
C
ফিনল্যান্ড
D
রাশিয়া
বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী
-
স্পেন: গার্ডিয়া সিভিল
-
গঠিত: ১৮৪৪
-
সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
-
ভারত: BSF (Border Security Force)
-
রাশিয়া: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া
-
ইতালি: গার্ডিয়া ডি ফিনাজা
-
ফিনল্যান্ড: ফিনিস বর্ডার গার্ড
-
জার্মানি: জার্মান ফেডারেল পুলিশ
-
যুক্তরাষ্ট্র: ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল
-
পাকিস্তান: রেঞ্জার্স
-
মিয়ানমার: বর্ডার গার্ড পুলিশ
-
বাংলাদেশ: বর্ডার গার্ড বাংলাদেশ
0
Updated: 1 month ago