রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
A
থমাস এডিসন
B
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
C
পিটার বেনেনসন
D
পল হ্যারিস
উত্তরের বিবরণ
Rotary International প্রতিষ্ঠা করেন পল হ্যারিস, যিনি শিকাগোর আইনজীবী ছিলেন এবং ২৩ ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন। ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International-এর বৈশ্বিক কার্যক্রম শুরু হয়। এটি সংস্থার সর্বাধিক পরিচিত বৈশ্বিক প্রকল্প। সদর দপ্তর: ইলিনয়িস, মার্কিন যুক্তরাষ্ট্র।
Rotary International-এর কার্যক্রম:
-
শান্তি প্রচার করা
-
রোগের বিরুদ্ধে লড়াই করা
-
পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করা
-
মা ও শিশুদের বাঁচানো
-
শিক্ষা সহায়তা প্রদান করা
-
স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটানো
-
পরিবেশ রক্ষা করা
0
Updated: 1 month ago
সম্প্রতি চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
জাপান
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি
-
উদ্দেশ্য: চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন
-
প্রতিষ্ঠাকাল: ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্য, নাসা কর্তৃক
-
বিদ্যুৎ উৎপাদন: প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট
-
প্রয়োগ:
-
চাঁদে আবাসস্থল ও জীবনধারণ
-
খনিজ সম্পদ আহরণের সরঞ্জাম পরিচালনা
-
অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ
-
-
মূল উদ্দেশ্য:
-
চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখা
-
চীন ও রাশিয়ার সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকা
-
0
Updated: 1 month ago
গ্রিন ক্রস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
রবার্ট এ সাইট্রন
B
লেস্টার ব্রাউন
C
বব হান্টার
D
মিখাইল গর্বাচেভ
Green Cross International:
- গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ১৮ এপ্রিল, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে ৩০টি দেশে সদস্য সংস্থা রয়েছে।
⇒ এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের আর্থ সামিটের মাধ্যমে শুরু করা কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
- ৬ জুন, ১৯৯২ তারিখে, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
- একই সময়ে সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'ওয়ার্ল্ড গ্রিন ক্রস' প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে ১৯৯৩ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠিত হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে জাপানের কিয়োটোতে চালু হয়।
0
Updated: 1 month ago
রামসার কনভেনশনের উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
বন্যপ্রাণী সংরক্ষণ
B
মরুভূমি সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
মহাসাগর রক্ষা করা
রামসার কনভেনশন (১৯৭১)
-
পূর্ণনাম: Ramsar Convention on Wetlands
-
প্রতিষ্ঠা ও কার্যকর: গৃহীত ১৯৭১ সালে, ইরানের রামসার শহরে; কার্যকর ১৯৭৫ সালে
-
সদস্য রাষ্ট্র: বিশ্বের প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃত; বর্তমান সদস্য দেশ সংখ্যা ১৭৩টি (২০২৪ সাল পর্যন্ত)
-
উদ্দেশ্য:
-
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ
-
সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত
-
-
সাম্প্রতিক কার্যক্রম:
-
২রা এপ্রিল ২০২৫: সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে যোগদানের দলিল জমা দেয়
-
২রা আগস্ট ২০২৫: কনভেনশন দেশের জন্য কার্যকর হবে, যা সৌদি আরবকে ১৭৩তম চুক্তিকারী পক্ষ হিসেবে স্বীকৃতি দেবে
-
0
Updated: 1 month ago