"The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep."
- Who wrote it?
A
William Wordsworth
B
John Keats
C
William Butler Yeats
D
Robert Frost
উত্তরের বিবরণ
"The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep." এই লাইনটি Robert Frost-এর বিখ্যাত কবিতা 'Stopping by Woods on a Snowy Evening' থেকে নেওয়া হয়েছে। কবিতাটি 1923 সালে Frost-এর poetry collection 'New Hampshire'-এ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। এটি তার সবচেয়ে পরিচিত ও ব্যাপকভাবে বিশ্লেষণকৃত কবিতাগুলোর মধ্যে একটি। কবিতায় একটি একাকী যাত্রীর চিত্র তুলে ধরা হয়েছে, যে ঘোড়ার গাড়িতে বসে একদিকে তার দৈনন্দিন কাজের দিকে মনোযোগী, অন্যদিকে শীতের জঙ্গল দৃশ্যে মুগ্ধ।
-
এখানে 'And miles to go before I sleep' আপাতভাবে বোঝায় যে কবিকে ঘুমানোর আগে অনেক পথ পেরোতে হবে।
-
তবে metaphorically, এটি মানুষের জীবনের দীর্ঘ যাত্রা ও দায়বদ্ধতার ইঙ্গিত দেয়।
-
'Sleep' এখানে প্রতীকী অর্থে মৃত্যু নির্দেশ করছে।
Robert Frost একজন আমেরিকান কবি, যিনি নিউ ইংল্যান্ডের গ্রামীণ জীবনের চিত্রায়ন, আমেরিকান কথ্যভাষার ব্যবহার এবং দৈনন্দিন মানুষের বাস্তবধর্মী বর্ণনার জন্য সুপরিচিত।
তার কিছু উল্লেখযোগ্য কবিতা:
-
Road Not Taken
-
Mending Wall
-
Stopping by Woods on a Snowy Evening
-
After Apple-Picking
-
Home Burial
-
A Tree at My Window
0
Updated: 1 month ago
About whom was "the Road Not Taken " Written?
Created: 1 month ago
A
Frost'mother
B
Frost's wife
C
Frost's friend
D
Frost's daughter
0
Updated: 1 month ago
“But I have promises to keep, And miles to go before I sleep” is a famous line by -
Created: 1 month ago
A
Robert Browning
B
Robert Frost
C
William Wordsworth
D
T.S. Eliot
Stopping by Woods on a Snowy Evening হলো Robert Frost-এর লেখা কবিতা।
কবিতার সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৯২৩ সালে, New Hampshire কাব্যগ্রন্থে।
-
বিষয়: একাকী ভ্রমণকারী ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তার কাজের পথে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বরফে ঢাকা বনের সৌন্দর্যে মোহিত হচ্ছেন।
-
কবিতার মূল ভাব: প্রকৃতির সৌন্দর্য ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা।
Robert Frost (1874–1963)
-
একজন বিশিষ্ট আমেরিকান কবি।
-
নিউ ইংল্যান্ড অঞ্চলের গ্রামীণ জীবন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চিত্র কবিতায় ফুটিয়ে তোলেন।
-
আমেরিকান কথ্য ভাষার সহজ এবং নিখুঁত ব্যবহার তার কবিতার বৈশিষ্ট্য।
-
২০শ শতকের সবচেয়ে সম্মানিত আমেরিকান কবি, চারবার Pulitzer পুরস্কার জয়ী।
প্রধান রচনাসমূহ:
-
A Boy’s Will
-
A Further Range
-
A Witness Tree
-
After Apple-Picking
-
In the Clearing
-
Mending Wall
-
Mountain Interval
উল্লেখযোগ্য দিক: তার কবিতায় বাস্তব জীবন ও গভীর দার্শনিক চিন্তাভাবনা সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
0
Updated: 1 month ago
When was the poem "Birches" by Robert Frost published?
Created: 1 month ago
A
1945
B
1915
C
1879
D
1987
0
Updated: 1 month ago