Who wrote Amerika?
A
Chinua Achebe
B
Wole Soyinka
C
Leo Tolstoy
D
Franz Kafka
উত্তরের বিবরণ
Amerika
-
লেখক: Franz Kafka
-
লেখা: ১৯১২–১৯১৪
-
প্রকাশ: লেখকের মৃত্যুর ৩ বছর পর
-
অবস্থা: অসমাপ্ত উপন্যাস
-
মূল শিরোনাম: Der Verschollene (“The Lost One”)
Franz Kafka
-
Novelist, short story writer, existentialist
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: The Metamorphosis, The Trial, The Castle, Amerika

0
Updated: 12 hours ago
'The Sun Also Rises' is first major novel by -
Created: 1 day ago
A
G.B Shaw
B
Ernest Hemingway
C
Charles Dickens
D
William Shakespeare
The Sun Also Rises হলো Ernest Hemingway রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তার প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত। এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির অপর নাম Fiesta, যা লন্ডনে প্রকাশিত হয়। এটি প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ের “Lost Generation” বা সেই সময়ের তরুণ প্রজন্মের ওপর যুদ্ধের প্রভাবকে ফুটিয়ে তোলে। কাহিনী স্পেন ও প্যারিসের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
আমেরিকার ইলিনয় রাজ্যে জন্মগ্রহণ করেন।
-
মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
-
সংক্ষিপ্ত ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০শ শতাব্দীর American এবং British সাহিত্যে শক্তিশালী প্রভাব ফেলেছে।
-
The Sun Also Rises তার প্রথম উপন্যাস, যা তাকে Novelist হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রখ্যাত রচনা:
-
The Sun Also Rises
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য: The Sun Rising হলো John Donne লিখিত একটি কবিতা, Hemingway-এর উপন্যাসের সঙ্গে মিলিত নয়।
উৎস:

0
Updated: 1 day ago
'The Rainbow' is-
Created: 4 months ago
A
a poem by Wordsworth
B
a short story by Somerst Maugham
C
a novel by D. H. Lawrence
D
a verse by Coleridge
The Rainbow
-
D. H. Lawrence-এর লেখা The Rainbow উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই উপন্যাসটি তীব্র বিতর্কের সৃষ্টি করে, কারণ এতে যৌন উপাদানের বিস্তার ছিল। এই কারণে উপন্যাসটিকে Obscene (অশ্লীল) এবং আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে এটি নিষিদ্ধ করা হয়।
-
উপন্যাসটিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের কারণে মানব মনের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহের মতো প্রতিষ্ঠিত প্রথাকে তার লেখার মাধ্যমে ব্যর্থ ও অপ্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করেছেন বলে অনেকে মনে করেন।
-
এই উপন্যাসের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে Brangwen পরিবার এবং তাদের তিন প্রজন্মের জীবনকাহিনী।
D. H. Lawrence
-
D. H. Lawrence ছিলেন একাধারে একজন ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তার লেখা উপন্যাস Sons and Lovers, The Rainbow, ও Women in Love—এই তিনটি তাকে বিশ শতকের অন্যতম প্রভাবশালী ইংরেজ সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা দেয়।
His Most Famous Novels Are:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি।
'The Rainbow' as a Poem
-
William Wordsworth-এর লেখা একটি বিখ্যাত কবিতা হলো My Heart Leaps Up, যা The Rainbow নামেও পরিচিত।
-
এই সংক্ষিপ্ত lyric poem-টি ১৮০২ সালে রচিত হয়।
-
তবে, যেহেতু কবিতাটির মূল নাম My Heart Leaps Up, তাই “The Rainbow” বলতে সাধারণত D. H. Lawrence-এর উপন্যাসকেই বোঝানো হয়।
Source:
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
Encyclopædia Britannica

0
Updated: 4 months ago
Adela Quested and Mrs. Moore are characters from the novel-
Created: 2 weeks ago
A
David Copperfield
B
The Return of the Native
C
A Passage to India
D
Adam Bede
‘A Passage to India’ উপন্যাসের পরিচয় ও চরিত্রসমূহ
-
উপন্যাস: A Passage to India
-
লেখক: E. M. Forster
-
প্রকাশকাল: ১৯২৪
-
মূল বিষয়বস্তু: ভারত ও ব্রিটিশদের মধ্যকার সম্পর্ক, উপনিবেশবাদ (colonialism) এবং বর্ণবাদের (racism) প্রভাব।
-
কেন্দ্রীয় চরিত্র: Dr. Aziz ও Adela Quested।
প্রধান চরিত্রসমূহ:
-
Dr. Aziz: উপন্যাসের কেন্দ্রীয় ভারতীয় চরিত্র।
-
Adela Quested: তরুণ ইংরেজী নারী, যিনি Mrs. Moore-এর সঙ্গে ভারতে ভ্রমণে আসেন।
-
Mrs. Moore: Adela-এর বয়স্ক সঙ্গী এবং Ronny Heaslop-এর মা।
-
Ronny Heaslop: Mrs. Moore-এর ছেলে, চন্দ্রপুরে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট।
-
Cyril Fielding: চন্দ্রপুরের সরকারী কলেজের প্রধান ও Dr. Aziz-এর বন্ধু।
-
Stella Moore: Mrs. Moore-এর মেয়ে, যিনি ইংল্যান্ডে বসবাস করতেন।
E. M. Forster-এর অন্যান্য উল্লেখযোগ্য কাজ:
-
Aspects of the Novel
-
The Longest Journey
-
A Room with a View
-
Howards End
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago