William Shakespeare was born in -
A
1654 AD
B
1664 AD
C
1554 AD
D
1564 AD
উত্তরের বিবরণ
William Shakespeare
-
English dramatist এবং poet।
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon।
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬।
-
উপাধি: The Bard of Avon, National Poet of England, The Great Dramatist of All Time, Poet of Human Nature।
-
সাহিত্যকর্ম: ১৫৪টি Sonnet, ৩৭টি Drama।
1
Updated: 1 month ago
Why does Malcolm describe himself as worse than Macbeth when speaking to Macduff?
Created: 2 months ago
A
To see if Macduff will still support him
B
To gain sympathy
C
To mislead the English army
D
To insult Macbeth
Malcolm মিথ্যা বলে যে সে লোভী, অসৎ ও নীতিহীন, যেন দেখে Macduff কেবল ক্ষমতার জন্য তাকে সমর্থন করছে কি না। Macduff তার প্রতি ঘৃণা প্রকাশ করলে Malcolm বুঝতে পারে সে সত্যিই দেশপ্রেমিক।
0
Updated: 2 months ago
What weakness of Cassio does Iago exploit?
Created: 2 months ago
A
His drinking problem
B
His gambling
C
His dishonesty
D
His greed
Cassio সাধারণত সৎ ও বিশ্বস্ত হলেও মদ খেতে পারে না। Iago এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে মাতাল অবস্থায় ঝগড়ায় ফেলে। এর ফলে Cassio পদ হারায় এবং নাটকের কাহিনি এগোয়। এই ঘটনাই ওথেলোর সন্দেহ বাড়ানোর পথ তৈরি করে।
1
Updated: 2 months ago
Who is sitting in Macbeth's chair at the banquet, visible only to Macbeth?
Created: 1 month ago
A
The ghost of Duncan
B
The ghost of Banquo
C
The ghost of King Hamlet
D
The ghost of his father
This famous scene occurs in Act 3, Scene 4 of Macbeth, যেখানে Macbeth নতুন রাজা হয়েছেন এবং witches-এর ভবিষ্যদ্বাণীর কারণে তিনি Banquo এবং তার ছেলে Fleance কে হত্যা করার পরিকল্পনা করেছেন।
-
Context: Macbeth fears that Banquo's descendants will inherit the throne, তাই তিনি কিছু murderers কে নিযুক্ত করেন। তারা Banquo কে হত্যা করতে সক্ষম হলেও, Fleance পালাতে সক্ষম হয়।
-
The Scene: Macbeth একটি উত্সবমূলক banquet আয়োজন করেন Scottish lords-এর জন্য। তিনি যখন নিজের আসনে বসতে যান, তখন তিনি দেখতে পান Banquo-এর রক্তাক্ত ভূত তার চেয়ারে বসে আছে।
-
Significance: ভূতটি Macbeth-এর অপরিমেয় guilt এবং paranoia-এর প্রতিফলন। Macbeth-এর ভূতের প্রতি ভয় ও আতঙ্ক, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না, তার মনোবলহীনতা প্রকাশ করে এবং nobles-এর সামনে তার সর্বজনীন পতনের সূচনা নির্দেশ করে।
0
Updated: 1 month ago