Othello হলো the Moor of Venice, যাকে Iago ধোঁকায় ফেলে Desdemona-র বিরুদ্ধে। Iago Othello-কে বিশ্বাস করায় যে Desdemona তার প্রতি বিশ্বাসঘাতক, ফলে Othello ঈর্ষান্বিত হয়ে অবশেষে হিংসার অন্ধে Desdemona-কে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করে। Othello তার প্রেমিকার প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে একটি হ্যান্ডকর্চিফ উপহার দিয়েছিলেন।
William Shakespeare-এর জন্ম Stratford-upon-Avon-এ। তিনি একজন English কবি, নাট্যকার ও অভিনেতা। তাকে English national poet এবং Bard of Avon বলা হয়। অনেকেই তাঁকে সর্বকালের মহান নাট্যকার হিসেবে মনে করেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night's Dream
প্রসিদ্ধ কবিতা:
-
Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis