He parted ______ his friends in tears.
A
with
B
from
C
against
D
beside
উত্তরের বিবরণ
Part from
- English meaning: “to leave someone”/ “to separate from someone
- Bangla Meaning: আলাদা হওয়া।
• Part যদি আলাদা হওয়া অর্থে ব্যবহৃত হয় তবে এরপর সাধারণত preposition from বসে।
Complete Sentence: He parted from his friends in tears.

0
Updated: 2 months ago
At least one of the students ____ full marks every time.
Created: 1 month ago
A
get
B
are getting
C
gets
D
have got
শূন্যস্থানটি পূরণে সঠিক ক্রিয়া হলো gets
-
সম্পূর্ণ বাক্য: At least one of the students gets full marks every time.
• One of the দ্বারা সাধারণত বোঝানো হয় — একটি বড় দলের মধ্য থেকে একজনকে।
-
এ ধরনের বাক্যে গঠন হয়ঃ
One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular)। -
সুতরাং, এখানে one of the-এর পরে বহুবচন রূপ students ব্যবহৃত হয়েছে, এবং এর সঙ্গে একবচন ক্রিয়া gets যুক্ত হয়েছে।

0
Updated: 1 month ago
The bad news struck him like a bolt from the________.
Created: 1 month ago
A
sky
B
heavens
C
firmament
D
blue
সঠিক উত্তর: blue
সম্পূর্ণ বাক্য: The bad news struck him like a bolt from the blue.
বাংলা অর্থ: খারাপ খবরটি তাকে হঠাৎ করে খুবই আশ্চর্যের সঙ্গে আঘাত করেছিল।
Bolt from the blue মানে কী?
English Meaning 1: A sudden and unexpected event or news.
Bangla Meaning 1: হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা বা খবর, যা একদমই অপ্রত্যাশিত।
Example Sentence:
-
The news of his accident was like a bolt from the blue.
-
(তার দুর্ঘটনার খবরটি ছিল একেবারে অপ্রত্যাশিত।)
English Meaning 2: A complete surprise.
Bangla Meaning 2: একদম বিস্ময়কর বা চমকে যাওয়ার মতো কোনো কিছু।
Example Sentence:
-
The job came like a bolt from the blue.
-
(চাকরিটা একেবারে হঠাৎ করেই হয়ে গেল – এটি ছিল খুব বিস্ময়ের বিষয়।)
উৎস: Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
The path _____ paved, so we were able to walk through the path.
Created: 2 months ago
A
was
B
had been
C
has been
D
being
• Complete sentence: The path had been paved, so we were able to walk through the path.
- Bangla meaning: পথটি বাঁধানো ছিল, তাই আমরা সহজেই পথে হাঁটতে পেরেছি।
• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
- অর্থাৎ, পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved).
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।

0
Updated: 2 months ago