Who wrote Things Fall Apart?
A
Chinua Achebe
B
Jean Pearl Satre
C
Fyodor Dostoevsky
D
R. K Narayan
উত্তরের বিবরণ
Things Fall Apart হলো Chinua Achebe রচিত প্রথম উপন্যাস, যা ১৯৫৮ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে Igbo সম্প্রদায়ের নেতা Okonkwo-র জীবনকাহিনী তুলে ধরা হয়েছে। গল্পের সূচনা হয় তখন, যখন Okonkwo ভুলবশত একজন ক্ল্যানম্যাকে হত্যা করার কারণে সম্প্রদায় থেকে বিতাড়িত হন। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং প্রোটাগনিস্ট হলো Okonkwo।
Chinua Achebe একজন Nigerian লেখক, যিনি বিশেষভাবে আফ্রিকার উদীয়মান সমাজ এবং তার সংকট মুহূর্তগুলোর দিকে মনোযোগ দিয়েছেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
A Man of the People
-
Anthills of the Savannah
-
Arrow of God
-
Home and Exile
-
Hopes and Impediments
-
No Longer at Ease
-
The Education of a British-Protected Child
-
Things Fall Apart
0
Updated: 1 month ago
Which kind of literary creation is Things Fall Apart?
Created: 1 month ago
A
Play
B
Novel
C
Short story
D
Poem
Things Fall Apart হলো Chinua Achebe-এর রচিত প্রথম উপন্যাস, যা ১৯৫৮ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে Okonkwo নামের একজন Igbo সম্প্রদায়ের নেতা ও তার ব্যক্তিগত ও সামাজিক জীবনকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে। গল্পটি আফ্রিকার প্রথাগত সমাজ ও সংস্কৃতির সঙ্গে পশ্চিমা প্রভাবের সংঘাতের দিকগুলোও প্রতিফলিত করে।
-
Things Fall Apart হলো Chinua Achebe-এর প্রথম উপন্যাস।
-
প্রকাশিত হয়েছে ১৯৫৮ সালে।
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো Okonkwo, যিনি Igbo সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা।
-
গল্প শুরু হয় যখন Okonkwo সম্প্রদায় থেকে বিতাড়িত হন, কারণ তিনি ভুলবশত একজন clansmanকে হত্যা করে ফেলেন।
-
উপন্যাসে Okonkwo-এর জীবন, তার সমাজে প্রভাব, ব্যক্তিগত সংকট ও সংস্কৃতির পরিবর্তনের প্রভাব দেখানো হয়েছে।
-
Chinua Achebe ছিলেন একজন Nigerian author, যিনি আফ্রিকার উদীয়মান সমাজের সঙ্কটময় মুহূর্ত নিয়ে লিখেছেন।
-
Chinua Achebe-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
A Man of the People
Anthills of the Savannah
Arrow of God
Home and Exile
Hopes and Impediments
No Longer at Ease
The Education of a British-Protected Child
Things Fall Apart
0
Updated: 1 month ago
Things Fall Apart is written by -
Created: 1 month ago
A
Charlotte Bronte
B
Emily Bronte
C
Rudyard Kipling
D
Chinua Achebe
Things Fall Apart হলো Chinua Achebe-এর প্রথম উপন্যাস, যা 1958 সালে প্রকাশিত হয়। এটি মূলত Igbo সম্প্রদায়ের নেতা Okonkwo-এর জীবন ও তার সংগ্রামের কাহিনী বর্ণনা করে। গল্পের সূচনা হয় যখন Okonkwo ভুলবশত একজন clansman-কে হত্যা করেন এবং এর ফলে তাকে সম্প্রদায় থেকে বিতাড়িত হতে হয়।
-
লেখক: Chinua Achebe, একজন Nigerian author।
-
তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন ক্রমবর্ধমান আফ্রিকার সংকটময় মুহূর্তগুলিতে।
-
প্রধান চরিত্র: Okonkwo
-
ঘটনা: Okonkwo সম্প্রদায় থেকে বিতাড়িত হন একজন clansman হত্যা করার কারণে।
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Man of the People
-
Anthills of the Savannah
-
Arrow of God
-
Home and Exile
-
Hopes and Impediments
-
No Longer at Ease
-
The Education of a British-Protected Child
-
Things Fall Apart
উৎস:
0
Updated: 1 month ago