নিম্নে কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
A
ASEAN
B
BIMSTEC
C
BRICS
D
APEC
উত্তরের বিবরণ
BRICS হলো একটি অর্থনৈতিক জোট, যা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদীয়মান অর্থনীতির দেশগুলো নিয়ে গঠিত। মূলত ২০০৮ সালের ১৬ মে BRIC হিসেবে গঠিত হলেও, দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদানের পর নামকরণ হয় BRICS।
-
সদর দপ্তর নেই: তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালিত হয়
-
BRICS উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক: NDB (New Development Bank)
-
ব্যাংকের সদর দপ্তর: সাংহাই, চীন
-
সর্বশেষ সম্মেলন: জুন, ২০২২, বেইজিং, চীন (গ্রেট হল অব দ্য পিপলে)
অন্যান্য অর্থনৈতিক জোটের সদর দপ্তর:
-
ASEAN: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
BIMSTEC: ঢাকা, বাংলাদেশ
-
APEC: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর

0
Updated: 12 hours ago
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত?
Created: 3 weeks ago
A
ASEAN
B
BRICS
C
BIMSTEC
D
G-20
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (New Development Bank – NDB):-
-
একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক, প্রতিষ্ঠিত BRICS দেশসমূহ দ্বারা।
-
পূর্বে পরিচিত ছিল ‘BRICS Development Bank’ নামে।
-
প্রতিষ্ঠা: ৭ জুলাই, ২০১৫।
-
সদর দপ্তর: সাংহাই, চীন।
-
প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি দেশ – ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা।
-
দাপ্তরিক ভাষা: ইংরেজি।
-
বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।
🔹 প্রতিষ্ঠার প্রেক্ষাপট:
-
২০১২, ভারতে অনুষ্ঠিত ৪র্থ BRICS সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
-
২০১৩, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে সম্মতি হয়।
-
১৫ জুলাই, ২০১৪, ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ষষ্ঠ BRICS সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয় (Fortaleza Declaration)।
-
৭ জুলাই, ২০১৫, Fortaleza Declaration কার্যকর হয়ে NDB আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
🔹 বাংলাদেশের সদস্যপদ:
-
বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে NDB-এর সদস্যপদ লাভ করে।
উৎস: New Development Bank ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago
BRICS ধারণাটির প্রস্তাবক কে?
Created: 3 weeks ago
A
অমর্ত্য সেন
B
জোসেফ স্টিগ্লিটজ
C
জিম ও'নিল
D
পল ক্রুগম্যান
BRICS
-
সংজ্ঞা: BRICS একটি আর্থ-রাজনৈতিক জোট, যা দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করে।
-
প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি দেশ — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
-
সদরদপ্তর: নেই
-
বর্তমান সভাপতি দেশ: ব্রাজিল
উদ্দেশ্য ও লক্ষ্য:
-
সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা জোরদার করা।
-
আন্তর্জাতিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ দেশগুলোর প্রভাব বৃদ্ধি করা।
-
UN, IMF, World Bank, WTO-এর মতো প্রতিষ্ঠানগুলোর বৈধতা ও অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা ও দক্ষতা উন্নত করা।
-
টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার।
পরিসংখ্যান:
-
বিশ্বের প্রায় ৪৬% জনসংখ্যা BRICS-ভুক্ত দেশগুলোয় বসবাস করে।
-
বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬% এর বেশি।
-
ক্রয়ক্ষমতা সমতার (PPP) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।
উৎপত্তি:
-
ধারণাটি প্রস্তাব করেন আমেরিকান বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্সের (Goldman Sachs) অর্থনীতিবিদ জিম ও’নিল (Jim O’Neill)।
-
তিনি “BRICS” শব্দটি ব্যবহার করে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেছিলেন।
-
ও’নিলের মতে, এই দেশগুলোর দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।
উৎস:
i) BRICS ওয়েবসাইট
ii) BBC

0
Updated: 3 weeks ago
ব্রিকস এর ১৭ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 week ago
A
ব্রাজিল
B
চীন
C
ভারত
D
দক্ষিণ আফ্রিকা
BRICS
-
১৬ মে ২০০৮ সালে BRICS গঠিত হয়।
-
এটি একটি অর্থনৈতিক জোট।
-
সদস্য দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
-
দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগ দেওয়ার পর BRIC থেকে নাম হয় BRICS।
-
এর কোনো স্থায়ী সদর দপ্তর নেই; যে দেশে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখান থেকেই অস্থায়ীভাবে কাজ পরিচালিত হয়।
-
BRICS-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক: NDB (New Development Bank)।
-
NDB-এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
-
সর্বশেষ (১৭তম) শীর্ষ সম্মেলন ২০২৫ সালের জুনে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
-
১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে।

0
Updated: 1 week ago