চা-এর আদি নিবাস কোথায়?
A
চীন
B
রাশিয়া
C
ব্রিটেন
D
ভারত
উত্তরের বিবরণ
চায়ের ইতিহাস শুরু হয় চীন এবং দূরপ্রাচ্যে। সপ্তদশ শতাব্দীতে রানী ইংল্যান্ডের মাধ্যমে চা পরিচিত হয় এবং দেখা যায় যে বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা ব্যবসা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আঠারো শতকে চায়ের অসাধারণ জনপ্রিয়তা বিস্তৃত চোরাচালান ও ভেজালের দিকে পরিচালিত করেছিল। এছাড়া, ১৭৭৩ সালের বোস্টন টি পার্টি আমেরিকান বিপ্লবের সূত্রপাত ঘটায়।
-
চায়ের অদ্ভুত সূচনা: চীন ও দূরপ্রাচ্যে
-
সপ্তদশ শতাব্দীতে চা ইংল্যান্ডে পরিচিত
-
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
-
আঠারো শতকে চায়ের জনপ্রিয়তার ফলে চোরাচালান ও ভেজাল বৃদ্ধি
-
১৭৭৩ সালের বোস্টন টি পার্টি আমেরিকান বিপ্লবের সূত্রপাত

0
Updated: 12 hours ago
উইঘুর মুসলিম জনগোষ্ঠী প্রধানত কোন দেশে বসবাস করে?
Created: 1 month ago
A
ইরান
B
চীন
C
ইন্দোনেশিয়া
D
মিয়ানমার
উইঘুর মুসলিম সম্প্রদায়
-
উইঘুররা হলো অন্তর্দেশীয় এশিয়ার একটি তুর্কি ভাষাভাষী জাতিগোষ্ঠী।
-
প্রধানত বসবাস: চীনের উত্তর-পশ্চিমাঞ্চল, জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল।
-
পূর্বে অঞ্চলটি স্বাধীন রাষ্ট্র পূর্ব তুর্কিস্থান নামে পরিচিত ছিল।
-
১৮৮৪ সালে চীনের মাঞ্চু রাজবংশের সঙ্গে আট বছরের যুদ্ধের পর স্বাধীনতা হারায় পূর্ব তুর্কিস্তান; এরপর অঞ্চলটির নামকরণ করা হয় জিনজিয়াং।
ঐতিহাসিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট:
-
চীনের কাছে স্বাধীনতা হারানোর পর উইঘুররা ধীরে ধীরে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য হারাতে শুরু করে।
-
১৯১১ সালে মাঞ্চু সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়; ১৯৩৩–৪৪ সালে উইঘুররা দুইবার স্বাধীনতা লাভ করে।
-
এই সময় গঠন করা হয় পূর্ব তুর্কিস্তান রিপাবলিক নামে স্বাধীন দেশ।
-
১৯৪৯ সালে কমিউনিস্ট বিপ্লবের পর আবারও স্বাধীনতা হারায় উইঘুররা।
-
২০১৭ সাল থেকে উইঘুররা চীনের দমননীতি ও দমনমূলক কার্যক্রমের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট

0
Updated: 1 month ago
'ম্যাকাও' কোন দেশের বিশেষ প্রশাসনিক অঞ্চল?
Created: 1 month ago
A
স্পেন
B
চীন
C
ফ্রান্স
D
তিব্বত
ম্যাকাও
-
ম্যাকাও হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত।
-
ভৌগলিক অবস্থান: চীনের গুয়াংডং প্রদেশের দক্ষিণ-পশ্চিম কোণে, পার্ল (ঝু) নদীর মোহনায়।
-
এটি পূর্বে পর্তুগীজ উপনিবেশ ছিল।
-
হস্তান্তর: ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করে।
-
হংকং অবস্থান: ম্যাকাওয়ের প্রায় ৬০ কিলোমিটার পূর্বে।
-
ভৌগলিক বৈশিষ্ট্য: ম্যাকাও মূলত একটি সরু উপদ্বীপ, যার অন্তর্ভুক্ত দুটি দ্বীপ—টাইপা ও কোলওয়ান।
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 month ago
’লাইন অব একচুয়াল কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা বিভক্তকারী রেখা?
Created: 1 month ago
A
পাকিস্তান - চীন
B
ভারত - পাকিস্তান
C
পাকিস্তান - আফগানিস্তান
D
ভারত - চীন
• ভারত–চীন–পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত বিভাজক রেখা
-
ম্যাকমেহান লাইন: ভারত–চীন সীমান্ত
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC): ভারত–চীন সীমান্তের কার্যকর সীমা
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত–পাকিস্তান সীমান্ত
-
ডুরান্ড লাইন: পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত
উৎস: ব্রিটানিকা, BBC ✅

0
Updated: 1 month ago