চা-এর আদি নিবাস কোথায়?
A
চীন
B
রাশিয়া
C
ব্রিটেন
D
ভারত
উত্তরের বিবরণ
চায়ের ইতিহাস শুরু হয় চীন এবং দূরপ্রাচ্যে। সপ্তদশ শতাব্দীতে রানী ইংল্যান্ডের মাধ্যমে চা পরিচিত হয় এবং দেখা যায় যে বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা ব্যবসা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আঠারো শতকে চায়ের অসাধারণ জনপ্রিয়তা বিস্তৃত চোরাচালান ও ভেজালের দিকে পরিচালিত করেছিল। এছাড়া, ১৭৭৩ সালের বোস্টন টি পার্টি আমেরিকান বিপ্লবের সূত্রপাত ঘটায়।
-
চায়ের অদ্ভুত সূচনা: চীন ও দূরপ্রাচ্যে
-
সপ্তদশ শতাব্দীতে চা ইংল্যান্ডে পরিচিত
-
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
-
আঠারো শতকে চায়ের জনপ্রিয়তার ফলে চোরাচালান ও ভেজাল বৃদ্ধি
-
১৭৭৩ সালের বোস্টন টি পার্টি আমেরিকান বিপ্লবের সূত্রপাত
0
Updated: 1 month ago
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
Created: 23 hours ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ভারত
চীনে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রথম চালু হয় ত্রয়োদশ শতাব্দীতে, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো। এই ব্যবস্থায় রাজার ব্যক্তিগত সুপারিশ বা রাজনৈতিক প্রভাবের কোনো স্থান ছিল না। পরবর্তীতে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ব্রিটিশরা চীনের এই মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের দেশে আধুনিক সিভিল সার্ভিস সিস্টেম গড়ে তোলে।
0
Updated: 23 hours ago
বর্তমানে রপ্তানিতে শীর্ষ দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
জার্মানি
D
যুক্তরাজ্য
বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশসমূহ (২০২৪, UNCTAD রিপোর্ট অনুযায়ী)
-
চীন: ৩.৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
যুক্তরাষ্ট্র: ২.০৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
জার্মানি: ১.৬৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
নেদারল্যান্ডস: ৭৩৫.৫২ বিলিয়ন মার্কিন ডলার
-
জাপান: ৭০৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলার
-
দক্ষিণ কোরিয়া: ৬৮৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার
-
ইতালি: ৬৭৪.৮৭ বিলিয়ন মার্কিন ডলার
-
ফ্রান্স: ৬২৬.২ বিলিয়ন মার্কিন ডলার
-
মেক্সিকো: ৬১৭ বিলিয়ন মার্কিন ডলার
-
সিঙ্গাপুর: ৫০৪.৮ বিলিয়ন মার্কিন ডলার
-
দ্রষ্টব্য: রপ্তানিতে শীর্ষ দেশ চীন।
0
Updated: 1 month ago
চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কোন স্থানে?
Created: 1 month ago
A
লুপ নার
B
মরুরোয়া দ্বীপ
C
পুঙ্গগেয়রি
D
কিরিতিমাতি দ্বীপ
পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইতিহাসে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষা মূলত সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে করা হয়।
-
যুক্তরাষ্ট্র: ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা; স্থান – নিউ মেক্সিকো।
-
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন): ১৯৪৯ সালে; স্থান – সেমিপালাটিনস্ক।
-
যুক্তরাজ্য: ১৯৫২ সালে; স্থান – অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মন্টে বেলো দ্বীপপুঞ্জ।
-
ফ্রান্স: ১৯৬০ সালে; স্থান – আলজেরিয়ার সাহারা মরুভূমি।
-
চীন: ১৯৬৪ সালে; স্থান – লুপ নার।
-
ভারত: ১৯৭৪ সালে প্রথমবার পোখরান এলাকায় পরীক্ষা এবং ১৯৯৮ সালে আবারও পরীক্ষা চালায়।
-
পাকিস্তান: ১৯৯৮ সালে; স্থান – চাগাই।
-
উত্তর কোরিয়া: ২০০৬ সালে; স্থান – পুঙ্গগেয়রি।
উৎস:
0
Updated: 1 month ago