The expression 'Lingua franca' means ____.
A
The common language
B
The first language
C
International language
D
The French language
উত্তরের বিবরণ
Lingua Franca
ইংরেজি অর্থ
১. একটি সাধারণ ভাষা যা মূলত ইতালিয়ান ভাষার সঙ্গে ফরাসি, স্প্যানিশ, গ্রীক এবং আরবি মিশ্রিত হয়ে ভূমধ্যসাগরীয় বন্দরের ভাষা হিসেবে ব্যবহৃত হত।
২. বিভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগাযোগ বা বাণিজ্যের জন্য ব্যবহৃত যেকোনো ভাষা।
বাংলায় অর্থ:
বহুভাষী অঞ্চলগুলোতে যেই ভাষাটি যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে।
উদাহরণ বাক্য:
১. অনেক এয়ারলাইন পাইলটের মধ্যে ইংরেজি lingua franca হিসেবে ব্যবহৃত হয়।
২. TikTok-এ গল্প বলার ধরন যেন এখন একটি lingua franca হয়ে উঠেছে।
উৎস:
১. Merriam-Webster Dictionary
২. বাংলা একাডেমির Accessible Dictionary
0
Updated: 3 months ago
What is the synonym of the word 'Anguish'?
Created: 1 month ago
A
Agony
B
Celebration
C
Candour
D
Decimate
Anguish একটি Noun বা বিশেষ্য। এটি শারীরিক বা মানসিক চরম যন্ত্রণা, কষ্ট বা দুঃখ বোঝাতে ব্যবহৃত হয়।
-
বাংলা অর্থ: নিদারুণ শারীরিক বা মানসিক ক্লেশ।
-
সমার্থক শব্দ: Distress (যন্ত্রণা), Agony (অন্তর্বেদনা), Pain (ব্যথা), Suffering (যন্ত্রণা), Torture (নিপীড়ন)।
-
বিপরীতার্থক শব্দ: Happiness (সুখ), Bliss (পরম সুখ), Cheer (আনন্দ), Joy (উল্লাস), Celebration (উদযাপন)।
-
অন্য রূপ: Anguished (Adjective)।
-
উদাহরণ বাক্য:
১. He groaned in anguish.
২. It anguishes me to see my children not being taught well in school.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Candour (Noun):
-
ইংরেজি অর্থ: খোলাখুলি এবং সততার সঙ্গে মনের কথা বলা।
-
বাংলা অর্থ: সরলতা; অকপটতা।
-
-
Decimate (Verb, usually passive):
-
ইংরেজি অর্থ: কোনো একটি এলাকায় প্রাণী, উদ্ভিদ বা মানুষের বিশাল সংখ্যাকে হত্যা বা ধ্বংস করা।
-
বাংলা অর্থ: ধ্বংস করা; বহু লোকক্ষয় করা।
-
0
Updated: 1 month ago
Which of the following is closest in meaning to “Imbue”?
Created: 1 month ago
A
Weaken
B
Neglect
C
Instill
D
Erase
• The closest in meaning to 'Imbue' is - Instill.
• Imbue (verb)
English Meaning: to inspire or permeate with a feeling, quality, or idea.
Bangla Meaning: প্রভাবিত করা; প্রবাহিত করা; সঞ্চার করা।
অপশন আলোচনা:
- Weaken - দুর্বল করা; শক্তি কমানো।
- Neglect - অবহেলা করা; উপেক্ষা করা।
- Instill - ঢালা; প্রবাহিত করা; প্রয়োগ করা।
- Erase - মুছে ফেলা; ধ্বংস করা।
0
Updated: 1 month ago
At large means -
Created: 1 month ago
A
In the end
B
Freely
C
Comfortable
D
Immediately
At large (Phrase):
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely.
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে।
Complete Sentence:
-
Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
উৎস:
0
Updated: 1 month ago