জি-২০ কী?
A
একটি বাণিজ্য সংস্থা
B
একটি মানবাধিকার সংস্থা
C
অর্থনৈতিক আন্ত:সরকারি ফোরাম
D
একটি সামরিক জোট
উত্তরের বিবরণ
জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম, যা ১৯৯৯ সালে গঠিত হয়। এটি কোন স্থায়ী সচিবালয় নেই এবং সদস্য দেশগুলোর সম্মিলিত আলোচনার মাধ্যমে পরিচালিত হয়।
-
বর্তমান সদস্য সংখ্যা: ২১টি
-
সর্বশেষ সদস্য: আফ্রিকান ইউনিয়ন (সেপ্টেম্বর ২০২৫)
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি G-20-এর সদস্য নয়?
Created: 2 months ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
স্পেন
C
ইন্দোনেশিয়া
D
ইউরোপীয় ইউনিয়ন
জি-২০ (G-20 – Group of Twenty):-
-
আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
-
প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে, বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে।
-
লক্ষ্য: শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয়, এবং বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
-
বৈশ্বিক গুরুত্ব:
-
বিশ্বের মোট দেশজ উৎপাদনের (GDP) ৮৫% জি-২০ দেশগুলোর দখলে।
-
আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৭৫% এর সঙ্গে যুক্ত।
-
🔹 সদস্যপদ:
-
মোট সদস্য: ২১টি (১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন + আফ্রিকান ইউনিয়ন)।
-
১৯টি দেশ:
-
যুক্তরাষ্ট্র
-
যুক্তরাজ্য
-
রাশিয়া
-
কানাডা
-
অস্ট্রেলিয়া
-
ব্রাজিল
-
চীন
-
আর্জেন্টিনা
-
ফ্রান্স
-
জার্মানি
-
ভারত
-
ইন্দোনেশিয়া
-
ইতালি
-
জাপান
-
দক্ষিণ কোরিয়া
-
মেক্সিকো
-
সৌদি আরব
-
দক্ষিণ আফ্রিকা
-
তুরস্ক
-
-
জোট: ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU)।
-
স্পেন: স্থায়ী আমন্ত্রিত অতিথি।
🔹 পরবর্তী সম্মেলন:
-
২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২২–২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায়।
উৎস:
i) Department of Foreign Affairs and Trade
ii) BBC
0
Updated: 2 months ago
২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
সিংগাপুর
B
জাকার্তা
C
ম্যানিলা
D
বালী
G-20 হলো একটি আন্তর্জাতিক ফোরাম, যা বিশ্বের বিভিন্ন মহাদেশের উন্নত এবং উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনীতি নিয়ে আলোচনা করার জন্য গঠিত। এটি Group of Twenty নামে পরিচিত এবং সংক্ষেপে G-20 বলা হয়।
• সংক্ষেপিত নাম: Group of Twenty → G-20
• প্রতিষ্ঠাকাল: ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯
• প্রতিষ্ঠার স্থান: বার্লিন, জার্মানি
• সদস্য সংখ্যা: ২০টি (১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)
G-20 সম্মেলন:
• ১৫-১৬ নভেম্বর, ২০২২ সালে ইন্দোনেশিয়ার বালিতে G-20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের ১৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
• ৯-১০ সেপ্টেম্বর, ২০২৩ সালে ভারতের নতুন দিল্লীতে G-20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
• এই সম্মেলনে বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।
0
Updated: 1 month ago