GNP-এর পূর্ণরূপ কী?
A
Gross National Profit.
B
General National Product.
C
Gross National Product.
D
General National Profit.
উত্তরের বিবরণ
মোট জাতীয় উৎপাদন (GNP) হলো একটি দেশের জনগণ একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, উৎপাদিত বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবার সমষ্টি।
-
GNP-এর পূর্ণরূপ: Gross National Product
-
একটি দেশের নাগরিকরা দেশের ভেতরে এবং বাইরে অবস্থান করেও উৎপাদন কার্যক্রমে অংশ নিতে পারে।
-
বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয়ও GNP-তে অন্তর্ভুক্ত হয়।
-
দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও সেবা বিদেশে বিক্রয়কে রপ্তানি বলা হয়।
-
বিদেশে উৎপাদিত পণ্য ও সেবা দেশের ভেতরে বিক্রয়কে আমদানি বলা হয়।
-
রপ্তানি ও আমদানের ব্যবধানকে নীট রপ্তানি আয় বলা হয়।
-
সারসংক্ষেপ: দেশের সব নাগরিকদের মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয় এবং নীট রপ্তানি আয়ের সমষ্টিই মোট জাতীয় উৎপাদন (GNP) হিসেবে গণ্য করা হয়।

0
Updated: 12 hours ago