The African Continental Free Trade Area (AfCFTA) এ স্বাক্ষরকারী দেশ- (সেপ্টেম্বর-২০২৫)
A
৫১টি
B
৫৫টি
C
৫৩টি
D
৫৪টি
উত্তরের বিবরণ
The African Continental Free Trade Area (AfCFTA) হলো এজেন্ডা ২০৬৩ আফ্রিকার উন্নয়ন কাঠামোর একটি প্রধান প্রকল্প, যা আফ্রিকার আন্তঃদেশীয় বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংহতি নিশ্চিত করতে নির্মিত।
-
২০১২ সালের জানুয়ারিতে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত রাষ্ট্র ও সরকার প্রধানদের ১৮তম সাধারণ অধিবেশনে AfCFTA অনুমোদিত হয়।
-
এই অধিবেশনে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
-
স্বাক্ষরকারী দেশ সংখ্যা: ৫৫টি (সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)
-
আন্তঃআফ্রিকান বাণিজ্য বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
-
AfCFTA-এর বাস্তবায়ন আফ্রিকার আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করবে।
-
মূল লক্ষ্য: আন্তঃআফ্রিকান বাণিজ্য ত্বরান্বিত করা।
-
উদ্দেশ্য: বিশ্ব বাজারে আফ্রিকার বাণিজ্য অবস্থান জোরদার করা।
-
লক্ষ্য: বিশ্ব বাণিজ্য আলোচনায় আফ্রিকার সাধারণ কণ্ঠস্বর ও নীতিগত অবস্থানকে শক্তিশালী করা।

0
Updated: 12 hours ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 1 month ago