বর্তমানে LDC ভুক্ত দেশের সংখ্যা কত? (সেপ্টেম্বর-২০২৫)
A
৪৬ টি
B
৪৪ টি
C
৪৩ টি
D
৪৫ টি
উত্তরের বিবরণ
LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন দ্বারা ১৯৭১ সালে তৈরি করা বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের তালিকা।
-
বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
-
বর্তমানে LDC তালিকায় ৪৪টি দেশ রয়েছে।
-
এ পর্যন্ত মোট ৮টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সক্ষম হয়েছে।
-
বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
-
অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকায়, ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হবে।

0
Updated: 12 hours ago