’Wealth of Nations'- গ্রন্থটি কে রচনা করেন?
A
অমর্ত্য সেন
B
এডাম স্মিথ
C
রবার্ট আউমান
D
পল স্যামুয়েল সন
উত্তরের বিবরণ
এডাম স্মিথ ছিলেন গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তিনি ক্ল্যাসিকাল অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি ও অর্থনৈতিক উদারতার প্রবর্তক হিসেবে খ্যাত। এছাড়া, তিনি প্রথমবার ‘অদৃশ্য হস্ত’ কথাটি ব্যবহার করেন। তাঁর সবচেয়ে প্রখ্যাত গ্রন্থ ‘An Enquiry into the Nature and Causes of the Wealth of Nations’ তিনি ১৭৭৬ সালে রচনা করেন।
-
এডাম স্মিথ গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
-
তিনি ক্ল্যাসিকাল অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি ও অর্থনৈতিক উদারতার প্রবর্তক।
-
অদৃশ্য হস্ত কথাটি সর্বপ্রথম তিনি ব্যবহার করেন।
-
১৭৭৬ সালে রচনা করেন তাঁর বিখ্যাত গ্রন্থ ‘An Enquiry into the Nature and Causes of the Wealth of Nations’।

0
Updated: 12 hours ago