কত সালে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?
A
১৯৮০ সালে
B
১৯৮১ সালে
C
১৯৮২ সালে
D
১৯৮৩ সালে
উত্তরের বিবরণ
জাতীয় সংসদ ভবন
-
অবস্থান: ঢাকার শেরে-বাংলা নগর
-
স্থপতি: লুই ক্যান (প্রখ্যাত মার্কিন স্থপতি)
-
পরিকল্পনা: গৃহীত ১৯৫৯ সালে
-
নকশা অনুমোদন: ১৯৬২ সালে
-
নির্মাণ শুরু: ১৯৬৪ সালে
-
ভৌগোলিক বিবরণ:
-
১০৮ একর জমির উপর অবস্থিত
-
বিশাল খোলা চত্বর
-
সম্পূর্ণ কংক্রিটের ঢালাইয়ে বৃত্তাকার নয়তলা
-
সমাপ্তি ও উদ্বোধন:
-
১৯৮২ সালের প্রথম দিকে নির্মাণ কাজ সম্পন্ন
-
২৮ জানুয়ারি, ১৯৮২ প্রেসিডেন্ট জাস্টিস আব্দুস সাত্তার উদ্বোধন
-
১৫ ফেব্রুয়ারি, ১৯৮২ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
উল্লেখ্য:
-
এর আগে জাতীয় সংসদের অধিবেশন পুরনো সংসদ ভবনে অনুষ্ঠিত হতো, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়।
0
Updated: 1 month ago
দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ 'UN Water Convention'- এ যুক্ত হয়েছে?
Created: 1 month ago
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
UN Water Convention এবং বাংলাদেশ
-
যোগদান: ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে UN Water Convention-এ যোগ দিয়েছে।
-
বিশেষত্ব: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হলো।
-
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৯২ সালে প্রণীত জাতিসংঘ পানি কনভেনশন (Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes) আন্তর্জাতিকভাবে সীমান্তবর্তী নদী ও হ্রদের ব্যবস্থাপনা, পানি ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় কাঠামো প্রদান করে।
-
২০০০ সালে এটি কার্যকর হয়।
-
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
২০১২ সাল থেকে বাংলাদেশ সক্রিয়ভাবে এই কনভেনশনের সঙ্গে যুক্ত।
-
২০২৪ সালে স্লোভেনিয়ায় অনুষ্ঠিত দশম বৈঠকে অংশগ্রহণ করেছে।
-
-
মূল উদ্দেশ্য:
-
সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা।
-
পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
-
0
Updated: 1 month ago
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
Created: 1 month ago
A
নওয়াব আবদুল লতিফ
B
স্যার সৈয়দ আহমেদ
C
নওয়াব স্যার সলিমুল্লাহ
D
খাজা নাজিমুদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয় ও নওয়াব স্যার সলিমুল্লাহ
নওয়াব স্যার সলিমুল্লাহর অবদান:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে নওয়াব স্যার সলিমুল্লাহ বিশেষ ভূমিকা রাখেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকার রমনা এলাকায় নিজের জমি দান করেছিলেন।
বঙ্গভঙ্গের প্রেক্ষাপট:
১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর ঢাকায় ‘সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন’ এবং ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক শিক্ষা সমিতির’ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি আরও জোরদার করে।
সরকারের প্রতি দাবি:
নওয়াব সলিমুল্লাহ ১৯০৫ সাল থেকেই সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে চাপ দিয়ে আসছিলেন।
লর্ড হার্ডিঞ্জের সফর:
১৯১২ সালের ২৯ জানুয়ারি লর্ড হার্ডিঞ্জ ঢাকায় তিন দিনের জন্য আসেন। ৩১ জানুয়ারি নওয়াব সলিমুল্লাহর নেতৃত্বে ১৯ সদস্যের একটি মুসলিম প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে এবং পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থে একটি মানপত্র পেশ করে।
সরকারি ঘোষণা:
এর পরপরই ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ভারত সরকার একটি ঘোষণা জারি করে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।
শিক্ষা কার্যক্রম শুরু:
অবশেষে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হয়।
তথ্যসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বাংলাদেশে কত বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ করা যাবে না?
Created: 1 month ago
A
১৮ বছর
B
১৬ বছর
C
১৭ বছর
D
১৪ বছর
শিশুশ্রম প্রতিরোধে বাংলাদেশের আইন শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে নিম্নলিখিত বিধান নির্ধারণ করেছে।
-
সংবিধান শিশু ও কিশোরসহ সকল নাগরিকের মৌলিক অধিকার স্বীকৃতি দিয়েছে
-
শ্রম আইন ২০০৬ অনুযায়ী:
-
শিশুর ন্যূনতম বয়স: ১৪ বছর
-
কিশোরের বয়স: ১৪ থেকে ১৮ বছর
-
১৪ বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগ করা যাবে না
-
-
কিশোর শ্রমিকের স্বাভাবিক কাজের সময়সীমা: দৈনিক ৫ ঘণ্টা
-
রাত্রিকালীন কাজ: সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা পর্যন্ত কোনো কিশোর শ্রমিককে কাজ করানো যাবে না
-
কিশোর শ্রমিককে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজ করানো যাবে না
-
১২ বছরের শিশু-কিশোরদের কেবল হালকা কাজ করানো যাবে, যা কোনো ক্ষতি করবে না এবং তাদের শিক্ষা গ্রহণের অধিকারকে বিঘ্নিত করবে না
0
Updated: 1 month ago