_____ is not the only thing that tourists want to see.
A
A scenery
B
Sceneries
C
The sceneries
D
Scenery
উত্তরের বিবরণ
Scenery (স্নেরি) — বিশেষ্য
ইংরেজিতে অর্থ: প্রাকৃতিক পরিবেশের সাধারণ চেহারা, বিশেষত যখন তা মনোরম ও সুন্দর হয়।
বাংলায় অর্থ: কোনো অঞ্চলের স্বাভাবিক পরিবেশ বা দৃশ্যাবলী, যা নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর।
→ Scenery একটি অপরিমেয় (uncountable) বিশেষ্য, তাই এর শেষে সাধারণত কোনো বহুবচন সূচক s বা es যুক্ত হয় না, এটি সর্বদা একবচন আকারে ব্যবহৃত হয়।
→ অপরিমেয় বিশেষ্যগুলো সাধারণত সর্বদা একবচন হিসেবে গণ্য হয় এবং plural আকারে ব্যবহার হয় না।
→ এই ধরনের শব্দের আগে সাধারণত article (a, an) বা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় না।
উদাহরণ বাক্য:
Scenery is not the sole element that determines tourists’ preferences for holiday destinations.
তথ্যসূত্র:
১. Cambridge Dictionary
২. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
He ____ consciousness as a result of his head hitting the car's dashboard.
Created: 1 month ago
A
failed
B
broke
C
lost
D
passed
Lose consciousness: [collocation]
Meaning: জ্ঞান হারানো বা চেতনা হারানো — যখন কেউ হঠাৎ করে আর জেগে থাকে না বা আশপাশের কিছু বুঝতে পারে না।
বাংলা অর্থ: চেতনা হারানো।
উদাহরণ:
-
প্যারামেডিকরা চেষ্টা করছিল যাতে সে চেতনা না হারায়।
-
সে হোঁচট খেয়ে পাথরে মাথা লাগায় এবং জ্ঞান হারায়।
• Collocation মানে: কিছু শব্দ একসাথে বা পাশাপাশি ব্যবহার হয়, যেগুলো মিলেই একটি স্বাভাবিক বা প্রচলিত অভিব্যক্তি তৈরি করে।
অন্যান্য অপশন:
ক) failed – ব্যর্থ হয়েছে।
খ) broke – অর্থহীন বা একেবারে টাকা-পয়সাহীন।
ঘ) passed –
১. অতিক্রম করা বা পার হওয়া।
২. কাউকে বা কিছু পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া।
৩. মাঝখান দিয়ে, উপর দিয়ে যাওয়া।
৪. সময় পার হয়ে যাওয়া।
শূন্যস্থানে সঠিক শব্দ: এখানে “lost” ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়।
সম্পূর্ণ বাক্য: He lost consciousness as a result of his head hitting the car's dashboard.
বাংলা: তার মাথা গাড়ির ড্যাশবোর্ডে আঘাত লাগার কারণে সে চেতনা হারায়।
সংক্ষিপ্তভাবে: "lose consciousness" মানে চেতনা হারানো। এই শব্দদুটো একসাথে ব্যবহার হয়, যাকে collocation বলে। "lost" বসিয়ে বাক্যটিকে অর্থপূর্ণ করা হয়।

0
Updated: 1 month ago
'light' is to 'dark' as 'cold' is to-
Created: 1 month ago
A
hot
B
heat
C
cool
D
winter
• Light:
Meaning: আলোকবিশিষ্ট; উজ্জ্বল
• Dark:
Meaning: অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
• Cold:
Meaning: ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ।
Options,
ক) Hot:
Meaning: গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ।
খ) Heat:
Meaning: তাপ; উত্তাপ; দাহ; উচ্চতাপ; গরম।
গ) Cool:
Meaning: ঈষৎ ঠাণ্ডা।
ঘ) Winter:
Meaning: শীতকাল।
অপশন বেচনা করে দেখা যায়, 'light' is to 'dark' as 'cold' is to - hot.
The relationship is one of opposites, just as "light" is the opposite of "dark," "cold" is the opposite of "hot."

0
Updated: 1 month ago
I opened the door as soon as I ___ the bell.
Created: 2 months ago
A
have heard
B
was hearing
C
am heard
D
heard
• “As soon as” ব্যবহারে উভয়পাশের tense একই রকম হয়।
যদি “as soon as”-এর আগে Past Indefinite tense ব্যবহৃত হয়, তাহলে এর পরেও Past Indefinite tense-ই বসে।
উল্লেখিত বাক্যে “as soon as”-এর আগে ব্যবহৃত হয়েছে “opened” — যা Past Indefinite। সে অনুযায়ী, “as soon as”-এর পরেও Past Indefinite ব্যবহৃত হবে।
তাই নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে: heard
সম্পূর্ণ বাক্য: I opened the door as soon as I heard the bell.

0
Updated: 2 months ago