১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে দেশের অন্তত কয়টি উপজেলা/থানা কমিটি থাকতে হবে?
A
৫০টি
B
৬০টি
C
৮০টি
D
১০০টি
উত্তরের বিবরণ
রাজনৈতিক দলের নিবন্ধন (বাংলাদেশ)
-
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান:
-
রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচন কমিশনের অধীন।
-
-
পটভূমি:
-
স্বাধীনতা পরবর্তী সময়ে শতাধিক রাজনৈতিক দলের আবির্ভাব।
-
নিবন্ধন প্রথা চালু: ২০০৮ সালে।
-
১৯৭২ সালের Representation of People Order (RPO)–এ সংশোধন আনা হয় ১/১১ সরকারের সময়, যার ফলে Representation of People (Amendment) Ordinance, 2008 তৈরি হয়।
-
এই আইনে ১৯৭২ সালের RPO–এর অতিরিক্ত অধ্যায় সংযোজন করা হয়েছে (ধারা ৯০এ থেকে ৯০আই)।
-
-
নিবন্ধনের প্রয়োজনীয়তা (ধারা ৯০এ):
-
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলসমূহকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে।
-
-
নিবন্ধনের শর্তাবলী (ধারা ৯০বি(১)এ):
১. স্বাধীনতার পর থেকে দরখাস্ত দাখিলের তারিখ পর্যন্ত যে কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন জয়; অথবা
২. যে কোনো নির্বাচনে দরখাস্তকারী দল কর্তৃক অংশগ্রহণকৃত আসনসমূহে মোট ভোটের ৫% পেতে হবে; অথবা
৩. একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস ও কমিটি থাকা:-
কেন্দ্রীয় কমিটি ও অফিস
-
কমপক্ষে ২১টি জেলা কমিটি ও অফিস
-
কমপক্ষে ১০০টি উপজেলা/থানা কমিটি, যার প্রতিটিতে কমপক্ষে ২০০ ভোটার সদস্য থাকতে হবে।
-

0
Updated: 12 hours ago
দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ 'UN Water Convention'- এ যুক্ত হয়েছে?
Created: 6 days ago
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
UN Water Convention এবং বাংলাদেশ
-
যোগদান: ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে UN Water Convention-এ যোগ দিয়েছে।
-
বিশেষত্ব: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হলো।
-
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৯২ সালে প্রণীত জাতিসংঘ পানি কনভেনশন (Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes) আন্তর্জাতিকভাবে সীমান্তবর্তী নদী ও হ্রদের ব্যবস্থাপনা, পানি ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় কাঠামো প্রদান করে।
-
২০০০ সালে এটি কার্যকর হয়।
-
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
২০১২ সাল থেকে বাংলাদেশ সক্রিয়ভাবে এই কনভেনশনের সঙ্গে যুক্ত।
-
২০২৪ সালে স্লোভেনিয়ায় অনুষ্ঠিত দশম বৈঠকে অংশগ্রহণ করেছে।
-
-
মূল উদ্দেশ্য:
-
সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা।
-
পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
-

0
Updated: 6 days ago
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ -
Created: 1 week ago
A
১৭.৮%
B
১৯.৩%
C
২৩.৫%
D
২৭.২%
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

0
Updated: 1 week ago
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
ঈশ্বরদী, পাবনা
B
চাটমোহর, পাবনা
C
ভাঙ্গুড়া, পাবনা
D
সাঁথিয়া, পাবনা
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট:
- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
- পাকিস্তান আমলে ১৯৫১ সালে প্রথম ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে এ কেন্দ্রটিকে শিল্প মন্ত্রণালয়ের অধীন তৎকালীন বাংলাদেশ চিনিকল সংস্থার নিকট হস্তান্তর করা হয়।
- এ সংস্থাটি ১৯৭৪ সালে ‘‘ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট’’ নামে একটি প্রকল্প প্রণয়ন করে।
- মূলত এ ইন্সটিটিউট হতে দু’ধরনের কাজ সম্পাদিত হয়,
(ক) ইক্ষুর উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা কৌশল উদ্ভাবন।
(খ) উদ্ভাবিত উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা-কৌশলসমূহ ইু চাষীদের মধ্যে বিস্তার ঘটানো।

0
Updated: 1 week ago