২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
A
সৌদি আরব
B
যুক্তরাষ্ট্র
C
কুয়েত
D
সংযুক্ত আরব আমিরাত
উত্তরের বিবরণ
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি
-
মোট প্রাপ্তি: প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলার থেকে ৬.৪২ বিলিয়ন ডলার (২৬.৮%) বেশি।
-
সর্বাধিক উৎস দেশ: যুক্তরাষ্ট্র।
-
শীর্ষ ৫ রেমিট্যান্স প্রেরক দেশ (২০২৪-২৫):
১. যুক্তরাষ্ট্র
২. সৌদি আরব
৩. সংযুক্ত আরব আমিরাত
৪. যুক্তরাজ্য
৫. মালয়েশিয়া

0
Updated: 12 hours ago
স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-
Created: 2 weeks ago
A
সতীন সরকার
B
সৈয়দ আলী আহসান
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রহমান
• স্বাধীনতা পদক:
- ‘স্বাধীনতা পদক’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
- ১৯৭৭ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।
- স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পাঁচ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
প্রশ্নে উল্লেখিত চার জন ব্যক্তিই বিভিন্ন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রশ্নের অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
এখানে,
- কবি শামসুর রহমান ১৯৯১ সালে সাহিত্যে,
- যতীন সরকার শিক্ষায় ২০১০ সালে,
- সৈয়দ আলী আহসান সাহিত্যে- ১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
এবং
- সৈয়দ শামসুল হক ২০০০ খ্রিষ্টাব্দে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য,
অপশনে ‘সতীন’ –এর স্থলে ‘যতীন’ এবং ‘রহমান’ –এর স্থলে ‘রাহমান’ হবে।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago
Bangladesh Institute of Development Studies (BIDS)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 2 days ago
A
আগারগাঁও
B
মিরপুর
C
ফার্মগেট
D
সেগুনবাগিচা
BIDS (Bangladesh Institute of Development Studies)
-
পূর্ণরূপ: Bangladesh Institute of Development Studies বা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান।
-
প্রকৃতি: এটি একটি স্বায়ত্তশাসিত পাবলিক মাল্টি-ডিসিপ্লিনারি সংস্থা, যা বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের মুখোমুখি উন্নয়ন সমস্যার ওপর নীতি-ভিত্তিক গবেষণা পরিচালনা করে।
-
প্রতিষ্ঠা: জুন, ১৯৪৭ (প্রথমে পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা PIDE নামে)।
-
প্রধান কার্যালয়: আগারগাঁও, ঢাকা।
-
ইতিহাস:
-
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের পর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন অর্থনীতি ইনস্টিটিউট (BIDE)।
-
১৯৭৪ সালে সংসদীয় সনদ প্রাপ্তির পর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন ইনস্টিটিউট (BIDS), যা উন্নয়ন গবেষণার বহুমুখী কেন্দ্র হিসেবে প্রতিফলিত।
-
-
লক্ষ্য:
-
নির্ভরযোগ্য গবেষণা পরিচালনা করা।
-
নীতি সংলাপ প্রচার এবং নীতিগত বিকল্প প্রচার করা।
-
তথ্যভিত্তিক নীতি নির্ধারণের জন্য জোট তৈরি করে উন্নয়ন সমাধানে শেখার সুবিধা প্রদান।
-
গবেষণা পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান।
-
উন্নয়নমূলক হস্তক্ষেপের মূল্যায়ন করা।
-
বর্তমান অর্থনৈতিক ও সামাজিক সমস্যার উপর বিশ্লেষণাত্মক ও নীতিনির্ধারিত গবেষণা পরিচালনা করা।
-
আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ এবং গবেষণার ফলাফল ও জ্ঞান নীতিনির্ধারণে প্রচার করা।
-

0
Updated: 2 days ago
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?
Created: 1 week ago
A
নির্বাচন জেতা
B
সরকার গঠন
C
রাজনৈতিক দল পরিচালনা
D
সরকারি নীতি প্রভাবিত করা
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী:
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হল সরকারি নীতিকে প্রভাবিত করা।
- চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন এক জনসমষ্টি যারা সমজাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা চালায়।
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য সংখ্যা রাজনৈতিক দলের তুলনায় সাধারণত কম হয় এবং অভিন্ন স্বার্থের পরিপ্রেক্ষিতে গোষ্ঠীর সদস্যরা ঐক্যবদ্ধ থাকে।
- সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল।
- চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে প্রভাবিত করাই হল চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য:
• দলীয় সংগঠনবিহীন,
• দলীয় কর্মসূচিবিহীন,
• নির্বাচনে প্রার্থী না দেওয়া,
• সরকারি নীতিকে প্রভাবিত করা,
• সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নয়,
• সমজাতীয় মনোভাব,
• বেসরকারি সংগঠন।

0
Updated: 1 week ago