সম্প্রতি বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
সামিউল ইসলাম রাফি
B
জুনায়েদ আহমেদ
C
নাজমুল হক হিমেল
D
মো. মনিরুজ্জামান বাদল
উত্তরের বিবরণ
ইংলিশ চ্যানেল
-
অবস্থান ও ভূগোল:
-
ইংলিশ চ্যানেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
-
এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনকে পৃথক করে।
-
চ্যানেলটি উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে।
-
দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার, প্রস্থ ৩৪ থেকে ২৪০ কিলোমিটার অবস্থানভেদে।
-
-
বাংলাদেশি সাঁতারুদের অর্জন:
-
সম্প্রতি দুই বাংলাদেশি সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।
-
এটি ঘটেছে দীর্ঘ ৩৭ বছর পর।
-
তারা ২৯ জুলাই ২০২৫-এ ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরে চ্যানেলটি অতিক্রম করেন।
-
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি: ব্রজেন দাস (৬ বার, ১৯৫৮-১৯৬১)
-
১৯৬৫ সালে: আব্দুল মালেক
-
স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম: মোশাররফ হোসেন, ১৯৮৮
-
0
Updated: 1 month ago
খরা সহিষ্ণু ধানের জাত কোনটি?
Created: 1 month ago
A
ব্রি ধান ৫১
B
ব্রি ধান ৫২
C
ব্রি ধান ৫৫
D
ব্রি ধান ৭৯
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাত:
- জিংক সমৃদ্ধ ধানের জাত হলো: ব্রি ধান ৬২ , ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪।
- খরা সহিষ্ণু ধানের জাত সমূহ হলো: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৮৩।
- এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত: বিআর ৫।
- লো জিআই বা নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স গুণ সম্পন্ন ধানের জাত: বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯।
- জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯।
0
Updated: 1 month ago
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, দেশে উচ্চ দারিদ্র্যের হার -
Created: 1 month ago
A
১৫.২%
B
১৮.৭%
C
২১.৮%
D
২৫.৪%
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ (Household Income and Expenditure Survey, HIES 2022)
-
প্রকাশক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
-
প্রকাশের তারিখ: ২৭ ডিসেম্বর, ২০২৩
মূল পরিসংখ্যান:
-
জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণ: ২,৩৯৩ কিলোক্যালরি
-
খানাপ্রতি মাসিক গড় আয়: ৩২,৪২২ টাকা
-
শহুরে আয়: ৪৫,৭৫৭ টাকা
-
গ্রামীণ আয়: ২৬,১৬৩ টাকা
-
-
সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব): ৭৪%
-
পুরুষ: ৭৫.৮%
-
নারী: ৭২.৬%
-
উচ্চ দারিদ্র্যতার হার:
-
দেশের মোট: ১৮.৭%
-
শহরে: ১৪.৭%
-
গ্রামে: ২০.৫%
নিম্ন দারিদ্র্যতার হার:
-
দেশের মোট: ৫.৬%
-
শহরে: ৩.৮%
-
গ্রামে: ৬.৫%
0
Updated: 1 month ago
শিশুমৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছেন?
Created: 2 months ago
A
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
B
Planet 50-50
C
এমডিজি অ্যাওয়ার্ড-২০১০
D
জাতিসংঘ শান্তি পুরস্কার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ২০১০ সালে MDG Award 2010 লাভ করেন। এছাড়াও, তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০১৫ সালে জাতিসংঘের Champion of the Earth এবং নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদানের জন্য ২০১৬ সালে Planet 50-50 Champion Award অর্জন করেছেন।
উৎস: pmo.gov.bd/(প্রধানমন্ত্রীর কার্যালয়)
0
Updated: 2 months ago