বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে সমগ্র পূর্ব বাংলায় প্রথম ধর্মঘট কবে পালিত হয়?
A
১১ মার্চ, ১৯৪৭
B
১৭ মার্চ, ১৯৪৭
C
১১ মার্চ, ১৯৪৮
D
১৭ মার্চ, ১৯৪৮
উত্তরের বিবরণ
প্রথম রাষ্ট্রভাষা দিবস (১১ মার্চ ১৯৪৮)
-
ভাষা আন্দোলনের ইতিহাসে প্রথম রাষ্ট্রভাষা দিবস হিসেবে ১৯৪৮ সালের ১১ মার্চ এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত।
-
বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে সমগ্র পূর্ব বাংলায় প্রথম ধর্মঘট অনুষ্ঠিত হয়।
-
পরবর্তী বছরগুলোতে (১৯৪৯, ১৯৫০, ১৯৫১) ১১ মার্চ পূর্ব পাকিস্তানে ‘রাষ্ট্রভাষা দিবস’ হিসেবে পালিত হয়।
ঘটনাবলী:
-
২৩ ফেব্রুয়ারি ১৯৪৮: গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলায় বক্তব্য প্রদানের ও সরকারি কাজে ব্যবহার সংক্রান্ত সংশোধনী প্রস্তাব দাখিল করেন।
-
২৫ ফেব্রুয়ারি: তমিজুদ্দিন খানের নেতৃত্বে মুসলিম লীগের সকল সদস্য প্রস্তাবের বিরোধিতা করেন।
-
২ মার্চ ১৯৪৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে ছাত্র ও বুদ্ধিজীবীদের সমাবেশে গঠিত হয় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’। আহ্বায়ক: শামসুল আলম।
-
পরিষদ থেকে সংগঠনগুলোর দুজন করে প্রতিনিধি রাখার প্রস্তাব গৃহীত হয়।
-
১১ মার্চ ১৯৪৮: পূর্ব বাংলার প্রায় সব জেলা শহরে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘট ও হরতাল পালিত হয়।
-
প্রধান দাবি: বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি।
-
প্রতিবাদ: গণপরিষদের ভাষা-তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া, মুদ্রা ও ডাকটিকেটে বাংলা ব্যবহার না করা, নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষায় বাংলাকে বাদ দিয়ে উর্দু রাখা।
-
-
আন্দোলনের ফলস্বরূপ, খাজা নাজিমুদ্দীন মুহাম্মদ আলী জিন্নাহ’র আসন্ন ঢাকা সফরের আগে সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে ৮টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন।
0
Updated: 1 month ago
সম্প্রতি বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
সামিউল ইসলাম রাফি
B
জুনায়েদ আহমেদ
C
নাজমুল হক হিমেল
D
মো. মনিরুজ্জামান বাদল
ইংলিশ চ্যানেল
-
অবস্থান ও ভূগোল:
-
ইংলিশ চ্যানেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
-
এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনকে পৃথক করে।
-
চ্যানেলটি উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে।
-
দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার, প্রস্থ ৩৪ থেকে ২৪০ কিলোমিটার অবস্থানভেদে।
-
-
বাংলাদেশি সাঁতারুদের অর্জন:
-
সম্প্রতি দুই বাংলাদেশি সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।
-
এটি ঘটেছে দীর্ঘ ৩৭ বছর পর।
-
তারা ২৯ জুলাই ২০২৫-এ ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরে চ্যানেলটি অতিক্রম করেন।
-
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি: ব্রজেন দাস (৬ বার, ১৯৫৮-১৯৬১)
-
১৯৬৫ সালে: আব্দুল মালেক
-
স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম: মোশাররফ হোসেন, ১৯৮৮
-
0
Updated: 1 month ago
বাংলাদেশ থেকে কত সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়?
Created: 1 month ago
A
১৯৫০ সালে
B
১৯৫৪ সালে
C
১৯৫৮ সালে
D
১৯৬০ সালে
বাংলাদেশে জমিদারি প্রথা ও রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন, ১৯৫০
-
জমিদারি প্রথার বিলুপ্তি: বাংলাদেশে জমিদারি প্রথা ১৯৫০ সালে উচ্ছেদ করা হয়।
-
আইন প্রণয়ন: এটি ১৯৫০ সালের পূর্ববঙ্গ রাজ্য অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের মাধ্যমে কার্যকর হয়। আইনের মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত করা হয় এবং কৃষকদের জমির মালিকানা নিশ্চিত করা হয়।
The State Acquisition and Tenancy Act, 1950 (রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০):
-
আইন প্রণয়ন: ১৯৫০ সালে; আইন সংখ্যা: ২৮, ১৯৫১ সন
-
বিষয়বস্তু: পূর্ববাংলায় জমিতে খাজনা সংগ্রাহক ও অন্যান্য স্বার্থধারীদের অধিগ্রহণ, প্রজাদের সঙ্গে সম্পর্ক, এবং সম্পর্কিত অন্যান্য আইনগত বিষয়সমূহ সংজ্ঞায়িত করা।
-
প্রেক্ষাপট: এই আইনের আগে কৃষিসংক্রান্ত আইন ছিল ১৭৯৩ সালের বঙ্গীয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবিধান ও ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন।
-
প্রণয়নের ধাপ:
-
১৯৪৮ সালের ৩১ মার্চ পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব বিল প্রকাশ
-
বিল পাঠানো হয় আইন পরিষদের বিশেষ কমিটিতে
-
১৬ মে ১৯৫১ সালে অনুমোদনমূলক সম্মতি প্রাপ্ত
-
আইনের কার্যক্রম ও বৈশিষ্ট্য:
-
সরকার দেশের একমাত্র জমিদারে পরিণত হয়
-
জমিতে সকল খাজনা-আদায়ি স্বার্থ অধিগ্রহণ করে
-
৩ নং ধারা বলবৎ হওয়ায় জমির মালিকরা সরকারের প্রত্যক্ষ প্রজা হিসেবে গণ্য হন
-
সরকার হাটবাজার, ফেরি ও মাছ উৎপাদনমূলক জলভাগের মালিক ও ব্যবস্থাপক হয়
-
আইনটি ১৫২টি ধারায় বিভক্ত, যা পাঁচটি অংশ ও উনিশটি অধ্যায়ে বিন্যস্ত
0
Updated: 1 month ago
নিরাপদ চলাচলের জন্য শিশু-কিশোরদের কোন বিষয়ে সচেতন করা উচিত?
Created: 1 month ago
A
যানবাহনের ধরন সম্পর্কে
B
ট্রাফিক বাতি, ও জেব্রাক্রসিং সম্পর্কে
C
রাস্তার পাশে খেলাধুলা সম্পর্কে
D
গাড়ির গতি বৃদ্ধির কৌশল সম্পর্কে
নিরাপদ চলাচলের জন্য করণীয়:
-
ফুটপাত ব্যবহার করে চলাচল করা
-
রাস্তা পারাপারের সময় দৌড়ে না যাওয়া
-
চলন্ত গাড়িতে ওঠা-নামা না করা
-
গাড়ি চলাকালে চালকের সঙ্গে কথা না বলা
-
রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং, ওভারব্রিজ, আন্ডারপাস ব্যবহার করা
-
শিশু-কিশোরদের জন্য মহাসড়ক, সংযোগ সড়ক ও আধাপাকা সড়ক সম্পর্কে পরিচিত করা
-
চলাচলের নিয়মাবলি যেমন জেব্রা ক্রসিং, পারাপার সেতু, ট্রাফিক পুলিশ, ফুটপাত, ট্রাফিক বাতি ও চিহ্নাবলি এবং বিপজ্জনক স্থানসমূহ সম্পর্কে শিক্ষিত করা
0
Updated: 1 month ago