A
not
B
any
C
none
D
no
উত্তরের বিবরণ
সাধারণত No বসে noun এর পূর্বে
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।
• Structure:
- Subject + have/has/had + no + noun.
- সাধারনত affirmative sentence এ no বসে।
- অপরদিকে not ব্যবহার হয় negative sentence এ।
• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
Complete Sentence: I have no interest in the matter.

0
Updated: 2 weeks ago
He ____ consciousness as a result of his head hitting the car's dashboard.
Created: 6 days ago
A
failed
B
broke
C
lost
D
passed
Lose consciousness: [collocation]
Meaning: জ্ঞান হারানো বা চেতনা হারানো — যখন কেউ হঠাৎ করে আর জেগে থাকে না বা আশপাশের কিছু বুঝতে পারে না।
বাংলা অর্থ: চেতনা হারানো।
উদাহরণ:
-
প্যারামেডিকরা চেষ্টা করছিল যাতে সে চেতনা না হারায়।
-
সে হোঁচট খেয়ে পাথরে মাথা লাগায় এবং জ্ঞান হারায়।
• Collocation মানে: কিছু শব্দ একসাথে বা পাশাপাশি ব্যবহার হয়, যেগুলো মিলেই একটি স্বাভাবিক বা প্রচলিত অভিব্যক্তি তৈরি করে।
অন্যান্য অপশন:
ক) failed – ব্যর্থ হয়েছে।
খ) broke – অর্থহীন বা একেবারে টাকা-পয়সাহীন।
ঘ) passed –
১. অতিক্রম করা বা পার হওয়া।
২. কাউকে বা কিছু পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া।
৩. মাঝখান দিয়ে, উপর দিয়ে যাওয়া।
৪. সময় পার হয়ে যাওয়া।
শূন্যস্থানে সঠিক শব্দ: এখানে “lost” ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়।
সম্পূর্ণ বাক্য: He lost consciousness as a result of his head hitting the car's dashboard.
বাংলা: তার মাথা গাড়ির ড্যাশবোর্ডে আঘাত লাগার কারণে সে চেতনা হারায়।
সংক্ষিপ্তভাবে: "lose consciousness" মানে চেতনা হারানো। এই শব্দদুটো একসাথে ব্যবহার হয়, যাকে collocation বলে। "lost" বসিয়ে বাক্যটিকে অর্থপূর্ণ করা হয়।

0
Updated: 6 days ago
"To be or not to be, that is the ____."
Created: 5 days ago
A
meaning
B
question
C
answer
D
issue
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - question.
- Complete sentence: 'To be, or not to be, that is the question.'
-This line is written by William Shakespeare, in his famous tragedy 'Hamlet'.
• Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia (Heroine),
- Hamlet,
- Claudius, (Uncle of Hamlet)
- Gertrude (Mother of Hamlet)
- Horatio (Loyal and Best friend of Hamlet)
- Polonius (Ophelia's Father)
- Laertes (Ophelia's Uncle) etc.
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
Source: Britannica.

0
Updated: 5 days ago
The path _____ paved, so we were able to walk through the path.
Created: 2 weeks ago
A
was
B
had been
C
has been
D
being
• Complete sentence: The path had been paved, so we were able to walk through the path.
- Bangla meaning: পথটি বাঁধানো ছিল, তাই আমরা সহজেই পথে হাঁটতে পেরেছি।
• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
- অর্থাৎ, পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved).
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।

0
Updated: 2 weeks ago