‘একতারা তুই দেশের কথা’-গানটির গীতিকার কে?
A
আপেল মাহমুদ
B
গোবিন্দ হালদার
C
গাজী মাজহারুল আনোয়ার
D
নজরুল ইসলাম বাবু
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধ ভিত্তিক গানসমূহ
-
একতারা তুই দেশের কথা
-
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
-
সুরকার: আনোয়ার পারভেজ
-
-
জয় বাংলা, বাংলার জয়
-
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
-
-
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি
-
গীতিকার: গোবিন্দ হালদার
-
-
এক সাগর রক্তের বিনিময়ে
-
গীতিকার: গোবিন্দ হালদার
-
-
জনতার সংগ্রাম চলবেই
-
গীতিকার: সিকান্দার আবু জাফর
-
-
মুক্তির মন্দির সোপান তলে কতো প্রাণ হলো বলিদান
-
গীতিকার: মোহিনী চৌধুরী
-
-
এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে
-
গীতিকার: আতাউর রহমান
-
-
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
-
গীতিকার: গোবিন্দ হালদার
-

0
Updated: 12 hours ago
'জুলাই শহীদ দিবস' পালিত হয় কবে?
Created: 2 weeks ago
A
১৬ জুলাই
B
১৮ জুলাই
C
৫ আগস্ট
D
৮ আগস্ট
‘জুলাই শহীদ দিবস’
-
উদযাপনের তারিখ: প্রতি বছর ১৬ জুলাই
-
ঘটনার প্রেক্ষাপট:
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে সরকার এই দিবস ঘোষণা করে। -
ঘোষণা তারিখ: ২ জুলাই, ২০২৫ (মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে)
-
দিবসের শ্রেণি: জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত
-
সম্পর্কিত দিবস: ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে চিহ্নিত।
-
উদ্দেশ্য: শহীদ আবু সাঈদের ত্যাগ ও গণঅভ্যুত্থানকে স্মরণ করা।

0
Updated: 2 weeks ago