গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে’?
A
১১৮ নং
B
১১৯ নং
C
১২৪ নং
D
১২৬ নং
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান: নির্বাচন কমিশন
-
বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা।
-
দায়িত্বসমূহ:
-
জাতীয় ও স্থানীয় সরকার পর্যায়ের সকল নির্বাচন অনুষ্ঠান করা।
-
নির্বাচনের তফসিল ঘোষণা।
-
নির্বাচনী এলাকা নির্ধারণ।
-
ভোটার তালিকা প্রস্তুত করা।
-
ভোটগ্রহণ তত্ত্বাবধান।
-
নির্বাচনের ফলাফল ঘোষণা।
-
নির্বাচনী অভিযোগ-মোকদ্দমা মীমাংসার জন্য নির্বাচনী ট্রাইবুনাল গঠন।
-
-
নির্বাচন সম্পর্কিত বিধান সংবিধানের সপ্তম ভাগে উল্লেখ রয়েছে।
সংবিধানের প্রাসঙ্গিক অনুচ্ছেদসমূহ
-
অনুচ্ছেদ ১১৮: নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা।
-
অনুচ্ছেদ ১১৯: নির্বাচন কমিশনের দায়িত্ব ও ক্ষমতা।
-
অনুচ্ছেদ ১২৪: নির্বাচন সম্পর্কিত বিষয়ে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ১২৬: নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য।

0
Updated: 12 hours ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে?
Created: 3 days ago
A
২১নং অনুচ্ছেদ
B
২৩(ক) নং অনুচ্ছেদ
C
২৫নং অনুচ্ছেদ
D
১৮(ক) নং অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধান দেশের প্রাতিষ্ঠানিক ও সামাজিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিভিন্ন সম্প্রদায়ের অধিকার, পরিবেশ সংরক্ষণ ও আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ২৩ক: রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে।
-
অনুচ্ছেদ ১৮ক: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।

0
Updated: 3 days ago
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে 'বার্ষিক আর্থিক বিবৃতি'-এর কথা উল্লেখ করা হয়েছে?
Created: 1 week ago
A
৮১
B
৮৫
C
৮৭
D
৮৮
সংবিধানে বাজেটকে “বার্ষিক আর্থিক বিবৃতি” নামে উল্লেখ করা হয়েছে এবং এ সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৮৭-তে বর্ণিত। এই অনুচ্ছেদে সরকারের বার্ষিক আয় ও ব্যয়ের বিবরণ সংসদে উপস্থাপনের নিয়ম ও কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
তথ্যগুলো হলো:
-
অনুচ্ছেদ ৮৭ (১): প্রত্যেক অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়ের বিবরণী সংসদে উপস্থাপন করতে হবে। এই বিবরণীকে “বার্ষিক আর্থিক বিবৃতি” বলা হয়।
-
অনুচ্ছেদ ৮৭ (২): এই বিবৃতিতে দুটি বিষয় আলাদাভাবে প্রদর্শিত হবে—
-
(ক) সংবিধান অনুযায়ী সংযুক্ত তহবিলের দায় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ।
-
(খ) সংযুক্ত তহবিল থেকে ব্যয়যোগ্য অন্যান্য প্রস্তাবিত খাত নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ।
-
-
রাজস্ব খাতের ব্যয় অন্যান্য ব্যয় থেকে পৃথকভাবে প্রদর্শন করার নির্দেশনা রয়েছে।

0
Updated: 1 week ago
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
মৌলিক অধিকার
B
বিচার বিভাগ
C
নির্বাহী বিভাগ
D
নির্বাচন
সংবিধানের ভাগ
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago