বর্তমান ২০২৫-২৬ অর্থবছরে বয়স্ক ভাতার পরিমাণ জনপ্রতি মাসে -
A
৬০০ টাকা
B
৬৫০ টাকা
C
৭০০ টাকা
D
৭৫০ টাকা
উত্তরের বিবরণ
বয়স্ক ভাতা (Old Age Allowance)
-
প্রবর্তন: ১৯৯৭-৯৮ অর্থবছর
-
উদ্দেশ্য: দেশের দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধান এবং পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
প্রাথমিক ধাপ
-
প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ মোট ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হতো।
-
পরে সকল পৌরসভা ও সিটি কর্পোরেশন এ কর্মসূচির আওতায় আসে।
বর্তমান অবস্থা (২০২৫-২৬ অর্থবছর)
-
উপকারভোগীর সংখ্যা: ৬১ লক্ষ জন
-
জনপ্রতি মাসিক ভাতা: ৬৫০ টাকা
-
বাজেট বরাদ্দ: ৪৭৯১.৩১ কোটি টাকা
লক্ষ্য ও উদ্দেশ্য
-
বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান।
-
পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
-
আর্থিক অনুদানের মাধ্যমে মনোবল জোরদার।
-
চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা।
২০২৫-২৬ অর্থবছরে ভাতাভোগীর মাসিক ভাতা (তুলনামূলক)
-
বয়স্ক ভাতা: ৬৫০ টাকা
-
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা: ৬৫০ টাকা
-
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: ৯০০ টাকা
-
অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা: ৬৫০ টাকা
-
মা ও শিশু সহায়তা কর্মসূচি: ৮৫০ টাকা
0
Updated: 1 month ago
এখন অব্দি বাংলাদেশে মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
২
B
৩
C
৪
D
৫
গণভোট (Referendum)
-
সংজ্ঞা ও অর্থ:
-
আক্ষরিক অর্থে গণভোট মানে হলো ‘জনগণের কাছে উপস্থাপন করা’ (refer to the people)।
-
আইনসভা দ্বারা প্রণীত আইনকে ভোটের মাধ্যমে অনুমোদন বা প্রত্যাখ্যান করার জন্য জনসাধারণের কাছে উপস্থাপন করাকে গণভোট বলে।
-
অর্থাৎ, কোনো আইন চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে জনসাধারণের মতামত নেওয়ার একটি প্রক্রিয়া।
-
-
বাংলাদেশে গণভোটের ইতিহাস:
-
মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে:
১. ১৯৭৭
২. ১৯৮৫
৩. ১৯৯১ -
এর মধ্যে ২ বার প্রশাসনিক গণভোট এবং ১ বার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে।
-
সর্বশেষ গণভোট: ১৯৯১
-
-
আইনগত প্রেক্ষাপট:
-
১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীতে (সংবিধানের ১৪২ অনুচ্ছেদ) গণভোটের বিধান সংযোজন করা হয়েছিল।
-
পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়, যা সংবিধানের ৮, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদের সঙ্গে অসংগতিপূর্ণ বিবেচিত হয়েছিল।
-
২০১১ সালে পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারার মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিলকরণকে বাতিল ঘোষণা করা হয়।
-
ফলে, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান পুনরুদ্ধার হয়।
-
0
Updated: 1 month ago
কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কণিষ্কের রাজধানী ছিল কোনটি?
পুরুষপুর
Created: 1 month ago
A
পুরুষপুর
B
মথুরা
C
তক্ষশিলা
D
উজ্জয়িনী
কুষাণ যুগ (৩০ খ্রিস্টপূর্ব – ৩য় শতক)
কুষাণদের পরিচয়
-
কুষাণরা ছিল ইউ-চি জাতির একটি শাখা।
-
ইউ-চির পাঁচটি শাখা ঐক্যবদ্ধ করে কুজলা কদফিসেস কুষাণ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
-
তিনি কাবুল, সোমায়ার, কাশ্মির দখল করেন।
কদফিসেস বংশ
-
কুজলা কদফিসেসের পুত্র বিম কদফিসেস → তাঁর সাম্রাজ্য তুর্কিস্থান থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়।
সম্রাট কণিষ্ক (৭৮ খ্রিস্টাব্দ – ১০১ খ্রিস্টাব্দ)
-
কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট।
-
৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং একটি অব্দ চালু করেন → পরবর্তীতে এটি শকাব্দ নামে পরিচিত হয়।
-
রাজধানী: পুরুষপুর (বর্তমান পেশোয়ার)।
-
সাম্রাজ্য বিস্তার:
-
পশ্চিমে পেশোয়ার থেকে পূর্বে পশ্চিমবঙ্গ,
-
উত্তরে কাশ্মির থেকে দক্ষিণে মধ্যপ্রদেশ পর্যন্ত।
-
ভারতের বাইরে আফগানিস্তান ও সোভিয়েত তুর্কিস্থানের অংশ।
-
-
প্রশাসন → বিশাল সাম্রাজ্যকে কয়েক ভাগে বিভক্ত করে কর্মকর্তাদের দ্বারা শাসন।
-
ধর্ম: তাঁর আমলে বৌদ্ধধর্ম → হীনযান ও মহাযান এই দুই ভাগে বিভক্ত হয়।
-
মৃত্যু: ২৩ বছর রাজত্বের পর ১০১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ।
0
Updated: 1 month ago
বঙ্গবন্ধুকে কখন “জুলিও কুরী” শান্তি পুরস্কার প্রদান করা হয়?
Created: 2 months ago
A
২০ মে, ১৯৭৩
B
২১ মে, ১৯৭২
C
২২ মে, ১৯৭২
D
২৩ মে, ১৯৭৩
বঙ্গবন্ধুকে "জুলিও কুরি" শান্তি পদক প্রদান
পুরস্কার প্রদানের তারিখ:
১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মাননা লাভ করেন।
পুরস্কার সম্পর্কে:
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়। এ পদকটি বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সালে চালু করে।
মনোনয়ন:
১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধুর নাম এ পদকের জন্য মনোনীত হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠান:
ঢাকায় ১৯৭৩ সালের ২৩ মে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে এ পদক তুলে দেন।
তথ্যসূত্র: কারাগারের রোজনামচা
0
Updated: 2 months ago