বর্তমান ২০২৫-২৬ অর্থবছরে বয়স্ক ভাতার পরিমাণ জনপ্রতি মাসে -
A
৬০০ টাকা
B
৬৫০ টাকা
C
৭০০ টাকা
D
৭৫০ টাকা
উত্তরের বিবরণ
বয়স্ক ভাতা (Old Age Allowance)
-
প্রবর্তন: ১৯৯৭-৯৮ অর্থবছর
-
উদ্দেশ্য: দেশের দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধান এবং পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
প্রাথমিক ধাপ
-
প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ মোট ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হতো।
-
পরে সকল পৌরসভা ও সিটি কর্পোরেশন এ কর্মসূচির আওতায় আসে।
বর্তমান অবস্থা (২০২৫-২৬ অর্থবছর)
-
উপকারভোগীর সংখ্যা: ৬১ লক্ষ জন
-
জনপ্রতি মাসিক ভাতা: ৬৫০ টাকা
-
বাজেট বরাদ্দ: ৪৭৯১.৩১ কোটি টাকা
লক্ষ্য ও উদ্দেশ্য
-
বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান।
-
পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
-
আর্থিক অনুদানের মাধ্যমে মনোবল জোরদার।
-
চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা।
২০২৫-২৬ অর্থবছরে ভাতাভোগীর মাসিক ভাতা (তুলনামূলক)
-
বয়স্ক ভাতা: ৬৫০ টাকা
-
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা: ৬৫০ টাকা
-
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: ৯০০ টাকা
-
অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা: ৬৫০ টাকা
-
মা ও শিশু সহায়তা কর্মসূচি: ৮৫০ টাকা

0
Updated: 12 hours ago
এখন অব্দি বাংলাদেশে মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 12 hours ago
A
২
B
৩
C
৪
D
৫
গণভোট (Referendum)
-
সংজ্ঞা ও অর্থ:
-
আক্ষরিক অর্থে গণভোট মানে হলো ‘জনগণের কাছে উপস্থাপন করা’ (refer to the people)।
-
আইনসভা দ্বারা প্রণীত আইনকে ভোটের মাধ্যমে অনুমোদন বা প্রত্যাখ্যান করার জন্য জনসাধারণের কাছে উপস্থাপন করাকে গণভোট বলে।
-
অর্থাৎ, কোনো আইন চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে জনসাধারণের মতামত নেওয়ার একটি প্রক্রিয়া।
-
-
বাংলাদেশে গণভোটের ইতিহাস:
-
মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে:
১. ১৯৭৭
২. ১৯৮৫
৩. ১৯৯১ -
এর মধ্যে ২ বার প্রশাসনিক গণভোট এবং ১ বার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে।
-
সর্বশেষ গণভোট: ১৯৯১
-
-
আইনগত প্রেক্ষাপট:
-
১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীতে (সংবিধানের ১৪২ অনুচ্ছেদ) গণভোটের বিধান সংযোজন করা হয়েছিল।
-
পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়, যা সংবিধানের ৮, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদের সঙ্গে অসংগতিপূর্ণ বিবেচিত হয়েছিল।
-
২০১১ সালে পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারার মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিলকরণকে বাতিল ঘোষণা করা হয়।
-
ফলে, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান পুনরুদ্ধার হয়।
-

0
Updated: 12 hours ago
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
Created: 12 hours ago
A
অর্থ
B
শিল্প
C
বাণিজ্য
D
প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)
-
পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)
-
অধীনস্থ প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রীর কার্যালয়
-
নিয়ন্ত্রক: প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা
-
গঠিত: ২০১৬ সালে
-
বর্তমান নির্বাহী চেয়ারম্যান: চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
প্রতিষ্ঠার ইতিহাস
-
১৯৮৯ সালে গঠিত বিনিয়োগ বোর্ড
-
১৯৯৩ সালে গঠিত প্রাইভেটাইজেশন বোর্ড → ২০০০ সালে প্রাইভেটাইজেশন কমিশন এ রূপান্তরিত
➡️ এই দুটি প্রতিষ্ঠান একীভূত করে ২০১৬ সালে BIDA প্রতিষ্ঠিত হয়।
কার্যাবলি
-
বেসরকারি বিনিয়োগ, বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা।
-
বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা প্রদান।
-
বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও সমাধান।
-
শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি ও সহায়তা প্রদান।
-
নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা।
-
স্থানীয় ও বিদেশি উভয় উৎস থেকে বিনিয়োগ উৎসাহিত করা।
-
কারখানা প্রতিষ্ঠা-উত্তর পরামর্শ ও সেবা প্রদান।
-
দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা।

0
Updated: 12 hours ago
'জরুরি অবস্থা' জারির বিধান সংবিধানের কোন সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে?
Created: 1 week ago
A
১ম সংশোধনী
B
২য় সংশোধনী
C
৪র্থ সংশোধনী
D
৫ম সংশোধনী
দ্বিতীয় সংশোধনী:
- দ্বিতীয় সংশোধনীটি উত্থাপিত হয় ১৯৭৩ সালের ১৮ সেপ্টম্বর।
- সংশোধনীটি গৃহীত হয় ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর।
- সংশোধনীটি অনুমোদিত হয় ২২ সেপ্টম্বর ১৯৭৩ সালে।
- 'জরুরি অবস্থা' জারির বিধান সংবিধানের ২য় সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে।
- সংবিধানের দ্বিতীয় সংশোধন আইন দ্বারা অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে 'জরুরি অবস্থা' ঘোষণার বিধান চালু করা হয়।
- এছাড়াও, নিবর্তনমূলক আটক ও জরুরী অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ সংক্রান্ত বিধানসমূহ সংযোজন করা হয়।
উল্লেখ:
- ১ম সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল ‘গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপ আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ' এর বিচার ও শাস্তি অনুমোদন।
- ৪র্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের বদলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয়।
- ৫ম সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয়।

0
Updated: 1 week ago