বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
A
অর্থ
B
শিল্প
C
বাণিজ্য
D
প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তরের বিবরণ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)
-
পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)
-
অধীনস্থ প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রীর কার্যালয়
-
নিয়ন্ত্রক: প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা
-
গঠিত: ২০১৬ সালে
-
বর্তমান নির্বাহী চেয়ারম্যান: চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
প্রতিষ্ঠার ইতিহাস
-
১৯৮৯ সালে গঠিত বিনিয়োগ বোর্ড
-
১৯৯৩ সালে গঠিত প্রাইভেটাইজেশন বোর্ড → ২০০০ সালে প্রাইভেটাইজেশন কমিশন এ রূপান্তরিত
➡️ এই দুটি প্রতিষ্ঠান একীভূত করে ২০১৬ সালে BIDA প্রতিষ্ঠিত হয়।
কার্যাবলি
-
বেসরকারি বিনিয়োগ, বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা।
-
বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা প্রদান।
-
বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও সমাধান।
-
শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি ও সহায়তা প্রদান।
-
নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা।
-
স্থানীয় ও বিদেশি উভয় উৎস থেকে বিনিয়োগ উৎসাহিত করা।
-
কারখানা প্রতিষ্ঠা-উত্তর পরামর্শ ও সেবা প্রদান।
-
দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা।

0
Updated: 12 hours ago
কোন উপজাতিটির আবাসস্থল “বিরিশিরি” নেত্রকোনায়?
Created: 2 weeks ago
A
সাঁওতাল
B
গারো
C
খাসিয়া
D
মুরং
‘গারো’ উপজাতি
-
প্রধান নিবাস: বাংলাদেশের গারো উপজাতি মূলত ময়মনসিংহ জেলার পাহাড়ি এলাকায় বসবাস করে।
-
অন্যান্য জেলা: শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজারে কিছু গারো উপজাতি দেখা যায়।
-
প্রধান উপজেলাগুলি:
-
ময়মনসিংহ: হালুয়াঘাট, ধোবাউড়া
-
নেত্রকোনা: দুর্গাপুর, কলমাকান্দা
-
শেরপুর: নালিতাবাড়ী, ঝিনাইগাতী
-
টাঙ্গাইল: মধুপুর
-
-
বিশেষ কেন্দ্র: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায় গারোদের সংখ্যা বেশি এবং তারা সেখানে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
-
ধর্ম: ঐতিহ্যবাহী ধর্ম ‘সাংসারেক’, কিছু গারো খ্রিস্টান ধর্ম পালন করে।
-
প্রধান দেবতা: তাতারা রাবুগা
-
উৎসব: ওয়ানগালা
-
ভাষা: মান্দি
-
পরিবার ব্যবস্থা: মাতৃতান্ত্রিক
উৎস: ময়মনসিংহ জেলার সরকারি ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বঙ্গবন্ধুকে কখন “জুলিও কুরী” শান্তি পুরস্কার প্রদান করা হয়?
Created: 2 weeks ago
A
২০ মে, ১৯৭৩
B
২১ মে, ১৯৭২
C
২২ মে, ১৯৭২
D
২৩ মে, ১৯৭৩
বঙ্গবন্ধুকে "জুলিও কুরি" শান্তি পদক প্রদান
পুরস্কার প্রদানের তারিখ:
১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মাননা লাভ করেন।
পুরস্কার সম্পর্কে:
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়। এ পদকটি বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সালে চালু করে।
মনোনয়ন:
১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধুর নাম এ পদকের জন্য মনোনীত হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠান:
ঢাকায় ১৯৭৩ সালের ২৩ মে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে এ পদক তুলে দেন।
তথ্যসূত্র: কারাগারের রোজনামচা

0
Updated: 2 weeks ago
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ -
Created: 1 week ago
A
১৭.৮%
B
১৯.৩%
C
২৩.৫%
D
২৭.২%
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

0
Updated: 1 week ago