রাজশাহীর সর্বপ্রাচীন ইমারত 'বড়কুঠি' কাদের র্কীতি?
A
ফরাসী বণিক
B
ইংরেজ বণিক
C
পর্তুগীজ বণিক
D
ওলন্দাজ বণিক
উত্তরের বিবরণ
বড়কুঠি (রাজশাহী)
-
রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত।
-
অবস্থান: রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে।
-
নির্মাণকাল: সুনির্দিষ্ট নয়, তবে ধারণা করা হয় ১৮শ শতাব্দীর প্রথমার্ধে (১৭২৫ সালের আগে)।
-
নির্মাতা: ওলন্দাজ (ডাচ) রেশম ব্যবসায়ীরা।
-
গঠন: ইট নির্মিত ও সমতল ছাদবিশিষ্ট স্থাপনা।
-
প্রথম ব্যবহার: ডাচদের বাণিজ্য কেন্দ্র হিসেবে।
পরবর্তী ইতিহাস
-
ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা ভারতে তাদের ব্যবসা গুটিয়ে নেয়।
-
১৮১৪ সালে ইংরেজদের সঙ্গে চুক্তি করে বড়কুঠিসহ ভারতের সব ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করে।
-
১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখানে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
-
পরবর্তীতে ভবনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন হয়।

0
Updated: 12 hours ago
কোনটি সাংবিধানিক পদ নয়?
Created: 2 weeks ago
A
চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
B
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
C
প্রধান নির্বাচন কমিশনার
D
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
সাংবিধানিক পদ ও সংজ্ঞা
-
সংজ্ঞা:
-
সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন।
-
সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, সেগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।
-
সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদ, মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ, অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে।
-
বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিল সাংবিধানিক পদের তালিকা প্রকাশ করে।
-
সাংবিধানিক পদসমূহ
-
রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রতি-মন্ত্রী ও উপমন্ত্রী
-
স্পীকার
-
ডেপুটি স্পীকার
-
সংসদ সদস্য
-
প্রধান বিচারপতি
-
প্রধান নির্বাচন কমিশনার
-
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
সরকারী কর্ম কমিশনের সদস্য
উল্লেখ্য:
-
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন সাংবিধানিক পদ নয়।
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
‘জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই-২০২৫)’ অনুযায়ী, সবচেয়ে বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে কোন বিভাগে?
Created: 2 weeks ago
A
রংপুর
B
বরিশাল
C
সিলেট
D
খুলনা
জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (MPI) – বাংলাদেশ, ২০২৫
-
প্রকাশের তারিখ: ৩১ জুলাই ২০২৫
-
প্রকাশকারী: পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (GDI)
-
বৈশিষ্ট্য:
-
দেশে প্রথমবারের মতো প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচক।
-
ব্যক্তির আয়-রোজগারের উপর নয়, বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়।
-
-
মোট সূচক: ১১টি
-
বিদ্যুতের প্রাপ্যতা
-
স্যানিটেশন
-
পানির প্রাপ্যতা
-
আবাসনের মান
-
রান্নার জ্বালানির প্রাপ্যতা
-
সম্পদের প্রাপ্যতা
-
ইন্টারনেট সংযোগ
-
বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার
-
শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি
-
পুষ্টি
-
প্রজনন স্বাস্থ্যসেবা
-
-
তথ্যসূত্র:
-
২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ (HIES)
-
২০১৯ সালের বহু সূচকবিশিষ্ট গুচ্ছ জরিপ (MICS)
-
-
প্রধান ফলাফল:
-
দেশের ২৪.৫% মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে (~৩ কোটি ৯৮ লাখ মানুষ)।
-
গ্রামীণ এলাকা: ২৬.৯৬%
-
শহরাঞ্চল: ১৩.৪৮%
-
অঞ্চলভিত্তিক:
-
সর্বোচ্চ: সিলেট বিভাগ (৩৭.৭০%)
-
সর্বনিম্ন: খুলনা বিভাগ
-
-
জেলা ভিত্তিক:
-
সর্বোচ্চ: বান্দরবান (৬৫.৩৬%)
-
সর্বনিম্ন: ঝিনাইদহ (৮.৬৬%)
-
-
উৎস: প্রথম আলো [link]

0
Updated: 2 weeks ago
'নবযুগ তেভাগা খামার'-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 12 hours ago
A
ফজলে হাসান আবেদ
B
ড. মুহাম্মদ ইউনূস
C
আখতার হামিদ খান
D
শায়েখ সিরাজ
নবযুগ তেভাগা খামার
-
প্রতিষ্ঠাতা: ড. মুহাম্মদ ইউনূস
-
প্রতিষ্ঠার সাল: ১৯৭৪
-
অবস্থান: চট্টগ্রামের জোবরা গ্রাম
-
ধরন: মাঠ গবেষণা (Field Research)
মূল উদ্দেশ্য:
-
সমাজের দরিদ্র মানুষের জন্য ঋণ সরবরাহের সম্ভাবনা যাচাই।
-
তেভাগা পদ্ধতির মাধ্যমে কৃষকদের খামার প্রতিষ্ঠার কার্যক্রম শুরু।
প্রকল্পের কার্যক্রম:
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘রুরাল ইকনোমিকস প্রোগ্রামের’ অধীনে প্রাথমিকভাবে দরিদ্র কৃষকদের মধ্যে ব্যাংক ঋণের সম্ভাবনা যাচাই করা।
-
গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে সমিতি গঠন, যেখানে সবাই সঞ্চয় করতো।
-
এই কৃষকদের খামার থেকে পরবর্তীতে গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয় (১৯৭৬)।
গ্রামীণ ব্যাংকের প্রভাব:
-
১৯৮৩ সালের ২রা অক্টোবর ক্ষুদ্রঋণের ধারনায় পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা।
-
ভূমিহীন ও দরিদ্র নারীদের পাঁচজনের ক্ষুদ্র দল গঠন করে ঋণ প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি।

0
Updated: 12 hours ago