বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
A
১নং সেক্টর
B
২নং সেক্টর
C
৫নং সেক্টর
D
১১নং সেক্টর
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
-
বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিপ্রাপ্ত সাতজন বীরের একজন।
-
সেক্টর: ১ নম্বর সেক্টর।
মুক্তিযুদ্ধকালীন ভূমিকা
-
স্বাধীনতাযুদ্ধের আগে ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) কর্মরত ছিলেন।
-
মুক্তিযুদ্ধ চলাকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন।
-
১৯৭১ সালের মার্চ মাসে ইপিআরের ১১ নম্বর উইং-এ চট্টগ্রামে কর্মরত ছিলেন।
-
৮ এপ্রিল ১৯৭১ রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন।
-
সহযোদ্ধাদের কৌশলগতভাবে পিছু হটার নির্দেশ দিয়ে একাই শত্রুর মোকাবেলা করেন।
-
শহীদ হওয়ার পর সহযোদ্ধারা তাঁর দেহ চিংড়িখাল সংলগ্ন এক টিলায় সমাহিত করেন।
সম্মাননা
-
মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পান।
-
১৯৭৩ সালে বাংলাদেশ রাইফেলস তাঁকে মরণোত্তর অনারারি ল্যান্স নায়েক পদে পদোন্নতি দেয়।
অন্যান্য বীরশ্রেষ্ঠ (সেক্টর অনুযায়ী)
-
সিপাহী মোস্তফা কামাল – ২ নম্বর সেক্টর।
-
সিপাহী হামিদুর রহমান – ৪ নম্বর সেক্টর।
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর – ৭ নম্বর সেক্টর।
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ – ৮ নম্বর সেক্টর।
-
ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন – ১০ নম্বর সেক্টর।

0
Updated: 12 hours ago
অপারেশন জ্যাকপট কী ধরনের অভিযান ছিল?
Created: 1 month ago
A
স্থল
B
বিমান
C
নৌ
D
কোনটি নয়
-
অপারেশন জ্যাকপট
-
অপারেশন জ্যাকপট ছিল একটি নৌ-কমান্ডো পরিচালিত নৌ-অভিযান, যেখানে জলপথে পাকিস্তানি বাহিনীকে আঘাত করা হয়।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশি নৌ-কমান্ডোরা বিভিন্ন অভিযানের মাধ্যমে অল্প সময়ে যুদ্ধের গতি সম্পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হয়।
-
প্রথম অভিযান: ১৯৭১ সালের ১৫ আগস্ট নৌ-কমান্ডো বাহিনী একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে।
-
এ অভিযানে পাকিস্তানি বাহিনীর ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়া হয়।
-
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাঞ্চলকে যে ১১টি সেক্টরে ভাগ করা হয়, তার মধ্যে ১০নং সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো।
-
মূলত এই সেক্টরটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথ অন্তর্ভুক্ত করত।
-
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
নিউইয়র্ক
B
ওয়াশিংটন
C
টোকিও
D
দিল্লি
-
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’
-
১ আগস্ট ১৯৭১ তারিখে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এ অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামের একটি চ্যারিটি বা বেনিফিট কনসার্ট।
-
এটি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে বিদেশি বন্ধুদের সহায়তা প্রদানের এক অসাধারণ উদ্যোগ হিসেবে পরিচিত।
-
ঐতিহাসিক এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেন, ম্যানহাটন, নিউইয়র্কে।
-
কনসার্টের অন্যতম দুই উদ্যোক্তা ছিলেন:
-
ইংল্যান্ডের সাড়া জাগানো ব্যান্ড দ্য বিটলস-খ্যাত পশ্চিমা সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন,
-
এবং ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর।
-
-
সূত্র: দৈনিক যুগান্তর, প্রথম আলো

0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রু মুক্ত জেলা কোনটি?
Created: 1 month ago
A
রাঙ্গামাটি
B
কুমিল্লা
C
যশোর
D
ঢাকা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রু মুক্ত জেলা ছিল যশোর।
মুক্তিযুদ্ধ:
-
অবিভক্ত ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা যশোর অনেক কিছুর জন্য বিখ্যাত।
-
৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে ২ জনই বৃহত্তর যশোর জেলার কৃতি সন্তান।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চূড়ান্তভাবে শেষ হবার কয়েকদিন আগেই স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে যশোরকে দেশের প্রথম শত্রু মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হয়।
-
সেই গৌরবময় তারিখটি ছিল ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর।
-
তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যশোরই প্রথম শত্রু মুক্ত জেলা।
সূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago