বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় প্রধানত কোন ধর্মাবলম্বী?
A
হিন্দু
B
বৌদ্ধ
C
মুসলিম
D
খ্রিস্টান
উত্তরের বিবরণ
বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
-
বাংলাদেশের একটি অতি প্রাচীন নৃগোষ্ঠী।
-
কুকি-চিন ভাষাভাষী মঙ্গোলীয় গোষ্ঠীভুক্ত।
-
বাসস্থান: প্রধানত বান্দরবান (রুমা, থানচি, রোয়াংছড়ি, বান্দরবান সদর) ও রাঙামাটি (বিলাইছড়ি)।
-
ভাষা: নিজস্ব ভাষা আছে, যা তিব্বত-বর্মান ভাষা পরিবারের অন্তর্ভুক্ত।
-
গোত্র: শুনথলা (Sunthla) ও পাংহয় (Panghawi)।
-
সমাজব্যবস্থা: পুরুষতান্ত্রিক।
-
বসতি: পাহাড়ে মাটিতে খুঁটি পুঁতে উঁচু প্ল্যাটফর্মে ঘর নির্মাণ করে, যাকে মাচাং বলা হয়।
-
আইন-কানুন: Bom Customary Law গ্রন্থের ভিত্তিতে জীবন পরিচালনা করে।
-
সংস্কৃতি:
-
বাঁশনৃত্য জীবনের অপরিহার্য অংশ।
-
চেরাউ নৃত্য ও সঙ্গীত দুঃখ-শোকের দিনে পরিবেশিত হয়, আনন্দ বা উৎসবে নয়।
-
-
পেশা: প্রধানত জুমচাষ।
-
ধর্ম: প্রধানত খ্রিস্টান।
0
Updated: 1 month ago
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কে?
Created: 2 months ago
A
অলি আহাদ
B
কাশেম আলী
C
গাজীউল হক
D
তোফাজ্জল হোসেন
বাংলাদেশ বিষয়াবলি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী - গান
একুশে ফেব্রুয়ারী, ১৯৫২
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
একুশে ফেব্রুয়ারির ঘটনাবলি (১৯৫২)
-
তারিখ ও দিন: ২১ ফেব্রুয়ারি ১৯৫২, বৃহষ্পতিবার (৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ)।
-
জমায়েত: পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা জমায়েত হতে থাকে।
-
বিধিনিষেধ: সরকার ১৪৪ ধারা জারি করায় ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুজন দুজন করে বিশ্ববিদ্যালয়ে আসে।
-
ছাত্রসভা: বেলা ১১টায় সভা শুরু হয়। ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
-
সভাপতিত্ব: গাজীউল হক
-
বক্তৃতা: শামসুল হক, মোহাম্মদ তোয়াহা, কাজী গোলাম মাহবুব, খালেক নেওয়াজ, আবদুল মতিন
-
সভাপতি ১০ জনকে ১৪৪ ধারা ভঙ্গের নির্দেশ দেন।
-
-
প্রতিরোধ: পুলিশ মিছিলকারীদের উপর লাঠিচার্জ এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
-
অবস্থান: মেডিকেল হোস্টেলের প্রধান ফটকের কাছে ছাত্ররা জমায়েত হয়। এখানে জগন্নাথ হলের অডিটোরিয়াম ছিল, যেখানে পূর্ববাংলা আইন পরিষদের অধিবেশন চলছিল।
-
উদ্দেশ্য: ছাত্ররা চাইছিলেন অধিবেশনে যোগদানকারী সদস্যদের কাছে বাংলাকে রাষ্ট্রভাষা করার সুপারিশ পৌঁছে দিতে।
-
বিবাদ: ছাত্ররা শ্লোগান দিতে থাকলে পুলিশ তাদের তাড়া করে। প্রতিবাদে ছাত্ররা ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে।
-
শহিদ ও আহত:
-
ঘটনাস্থলেই শহীদ: আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমদ
-
আহত: প্রায় ১৭ জন, রাত ৮টায় আবুল বরকত শহীদ হন
-
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), দৈনিক ইত্তেফাক (২১ ফেব্রুয়ারি ২০২১)
0
Updated: 2 months ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা তে বাংলাদেশে মোট কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
৪৫টি
B
৪৮টি
C
৫০টি
D
৫২টি
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নিম্নরূপ:
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন প্রতি বর্গকিমি
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা: ৫০টি
-
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%
-
পুরুষের সাক্ষরতার হার: ৭৬.৭১%
-
মহিলার সাক্ষরতার হার: ৭২.৯৪%
-
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ – ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ – ৬৭.২৩%
-
-
জেলা ভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: পিরোজপুর – ৮৫.৫৩%
-
সর্বনিম্ন: জামালপুর – ৬১.৭০%
-
0
Updated: 1 month ago
সোহরাই কোন নৃগোষ্ঠীর প্রধান উৎসব?
Created: 1 month ago
A
রাখাইন
B
ওরাঁও
C
গারো
D
সাঁওতাল
সাঁওতাল জনগোষ্ঠী
-
সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
-
প্রধান বসবাসস্থান: রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলা।
-
মূল নিবাস: রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল।
-
ভাষা: অস্ট্রিক ভাষাভাষী, প্রোটো-অস্ট্রালয়েড বংশের অধিবাসী।
-
সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের আদি বাসিন্দা ও কৃষি সংস্কৃতির প্রবর্তক।
-
উপাস্য: সূর্য ও পর্বত দেবতা (মারাং বুরু), যাদের গ্রামদেবতা হিসেবে পূজা করা হয়।
-
বর্ষের শুরু: ফাল্গুন মাস।
-
উৎসব: প্রতিমাসে বা ঋতু অনুযায়ী বিভিন্ন উৎসব, যেমন সোহরাই উৎসব যা পৌষ সংক্রান্তির দিন উদযাপিত হয়।
-
সামাজিক কাঠামো: পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
-
সাহিত্য ও ধর্ম: ভাষা আছে কিন্তু লিখিত বর্ণমালা নেই; ধর্ম আছে কিন্তু আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।
0
Updated: 1 month ago