বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার বিলুপ্তির মাধ্যমে কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
A
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
B
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
C
উত্তরা ব্যাংক পিএলসি
D
জনতা ব্যাংক পিএলসি
উত্তরের বিবরণ
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)
-
রাষ্ট্রীয় মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক।
-
প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ২০০৯ (বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে)।
-
রেজিস্ট্রেশন: কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস-এ নিবন্ধিত (১৬ নভেম্বর ২০০৯)।
-
ব্যাংকিং লাইসেন্স: বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত (১৯ নভেম্বর ২০০৯)।
-
কার্যক্রম শুরু: ৩ জানুয়ারি ২০১০।
-
সম্পদ-দায় হস্তান্তর: Vendors Agreement (৩১ ডিসেম্বর ২০০৯) অনুযায়ী বিএসআরএস ও বাংলাদেশ শিল্প ব্যাংকের সকল সম্পদ-দায় বিডিবিএল-এর কাছে হস্তান্তরিত হয়।
প্রধান কার্যাবলী
-
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), অবকাঠামো, ইউটিলিটি, পরিবহন, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পে ঋণ প্রদান।
-
আমানত সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি সুদৃঢ়করণ ও জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ।
-
দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করে প্রতিষ্ঠানকে লাভজনক রূপান্তর।

0
Updated: 12 hours ago
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
Created: 2 weeks ago
A
হস্তশিল্প
B
চামড়াজাত পণ্য
C
নীট পোশাক
D
কৃষিজাত পণ্য
বাংলাদেশের প্রধান রপ্তানি খাত (২০২৪-২০২৫ অর্থবছর, জুলাই-জুন)
রপ্তানি খাত | রপ্তানি আয় (মিলিয়ন মার্কিন ডলার) | মোট রপ্তানিতে অবদান (%) |
---|---|---|
নীট পোশাক | 21,159.08 | 43.82 |
ওভেন পোশাক | 18,187.89 | 37.67 |
হোম টেক্সটাইল | 871.57 | 1.81 |
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা | 1,145.07 | 2.37 |
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো

0
Updated: 2 weeks ago
নিম্নের কোন পণ্যকে ২০২৫ সালের ‘বর্ষসেরা পণ্য’ হিসেবে ঘোষণা করা হয়?
Created: 5 days ago
A
আইসিটি পণ্য
B
আসবাবপত্র
C
পাটজাত পণ্য
D
হস্তজাত শিল্প
বর্ষসেরা পণ্য-২০২৫-এর ঘোষণা প্রতিবছর রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। ২০২৫ সালে ফার্নিচার বা আসবাবপত্রকে বছরের সেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
-
ঘোষণার তারিখ ও অনুষ্ঠান: ১ জানুয়ারি, ২০২৫, ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।
-
উদ্দেশ্য ও প্রাধান্য: রপ্তানিতে অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে ফার্নিচার খাতকে সর্বোচ্চ বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

0
Updated: 5 days ago