A
to play
B
playing
C
play
D
of playing
উত্তরের বিবরণ
সাধারণত, যখন দুটি verb একসাথে ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় verb-টি সাধারণত verb + ing রূপে ব্যবহৃত হয়।
-
তাছাড়া, কোনো preposition এর পরেও verb + ing যুক্ত শব্দ বা gerund বসে থাকে।
• তাই এই কারণে সঠিক উত্তর হবে: playing
সম্পূর্ণ বাক্য: He gave up playing football when he got married.
• “Give up” এর পর সাধারণত verb + ing যুক্ত রূপ ব্যবহৃত হয়। কিছু উদাহরণ:
-
I gave up going to the theatre when I moved out of London.
-
He gave up playing football when he got married.
-
Why don’t you give up smoking?
-
I gave up playing cricket when I got a job.

0
Updated: 2 weeks ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 1 week ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
My uncle arrived while I _____ the dinner.
Created: 1 week ago
A
would cook
B
had cooked
C
cook
D
was cooking
• সঠিক উত্তর: was cooking
সম্পূর্ণ বাক্য: My uncle arrived while I was cooking the dinner.
• While ব্যবহার করে দুটি ঘটনা যুক্ত হলে –
– যদি while–এর আগে ঘটে যাওয়া ঘটনাটি past indefinite tense–এ থাকে, তাহলে পরবর্তী অংশে past continuous tense ব্যবহৃত হয়।
– আবার, while–এর সঙ্গে যুক্ত অংশটি যদি past continuous tense হয়, তবে অপর অংশটি সাধারণত past indefinite tense–এ হয়।

0
Updated: 1 week ago
Your conduct admits ________ no excuse.
Created: 5 days ago
A
to
B
for
C
of
D
at
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: Your conduct admits of no excuse.
• Admit of (phrasal verb)
English Meaning: to allow something or make it possible.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।
Example:
1. Your conduct admits of no excuse.
2. A question that admits of two possible answers.
• Admit to (phrasal verb)
English Meaning: admitted to; admitting to; admits to.
Bangla Meaning: স্বীকার করা; স্বীকারোক্তি করা।
Example:
1. He reluctantly admitted to knowing her.
2. He admitted to his guilt.
Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 5 days ago