গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, ‘কোনো ব্যক্তি একাদিক্রমে বা না-হওক, দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না?
A
৫০(১) নং
B
৫০(২) নং
C
৫২(৪) নং
D
৫৩(৪) নং
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান – অনুচ্ছেদ ৫০ : রাষ্ট্রপতির মেয়াদ
৫০(১):
-
রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হতে ৫ বছর মেয়াদে পদে অধিষ্ঠিত থাকবেন।
-
তবে উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন।
৫০(২):
-
একটানা বা বিচ্ছিন্নভাবে মিলিয়ে সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি হওয়া যাবে।
৫০(৩):
-
রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারবেন।
৫০(৪):
-
রাষ্ট্রপতি কার্যভারকালে সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য নন।
-
কোন সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে কার্যভার গ্রহণের দিনে তাঁর সংসদ আসন শূন্য হবে।

0
Updated: 12 hours ago