চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
A
১৬৮টি
B
১৬৯টি
C
১৭০টি
D
১৭১টি
উত্তরের বিবরণ
বাংলাদেশে চা বাগান
-
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি
-
সবচেয়ে বেশি চা বাগান: মৌলভীবাজার জেলা (৯০টি)
-
চা নিলাম কেন্দ্র: ৩টি (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৮০০ শতকের প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু
-
১৮২৮: চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদে জমি বরাদ্দ
-
১৮৪০: চট্টগ্রাম শহরে কুন্ডদের বাগান নামে পরিচিত প্রথম চা বাগান প্রতিষ্ঠা
-
১৮৫৪: সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু
-
স্বাধীনতার পূর্ব পর্যন্ত বাংলাদেশে চা আবাদ হত দুটি জেলায়:
-
সিলেট জেলা – সুরমা ভ্যালি
-
চট্টগ্রাম জেলা – হালদা ভ্যালি
-

0
Updated: 12 hours ago
বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য কোনটি?
Created: 6 days ago
A
ইক্ষু
B
চা
C
পাট
D
তামাক
অর্থকরী ফসল
-
সংজ্ঞা: যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলা হয়।
-
বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য: পাট, চা ও তামাক।
-
অন্য অর্থকরী ফসলসমূহ: আখ বা ইক্ষু, তুলা, রাবার ইত্যাদি।
পাট
-
পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
-
পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে।
-
উৎপাদন পরিসংখ্যান (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুযায়ী):
-
মোট পাট উৎপাদন: ৯৫,৮১,৫৮০ বেল
-
সর্বাধিক উৎপাদন: ফরিদপুর জেলা
-
-
পাট চাষ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং এটি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস।

0
Updated: 6 days ago
দেশে এক ফসলি জমির পরিমাণ কত? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪)
Created: 2 weeks ago
A
৫০ লক্ষ ৪৯ হাজার একর
B
৪৫ লক্ষ ৯৩ হাজার একর
C
৪৭ হাজার একর
D
১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২২-২০২৩ অনুযায়ী --
-
মোট আবাদযোগ্য জমি - ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।
-
মোট আবাদী জমি - ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
-
আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ - ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
-
বনাঞ্চল - ৬৩ লক্ষ ৬৩ হাজার একর।
তার মধ্যে---
-
এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
-
দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
-
তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
-
চার ফসলি জমি - ৪৭ হাজার একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ (বিবিএস)

0
Updated: 2 weeks ago
'ক্লিওপেট্রা' কোন ফসলের উন্নত জাত?
Created: 6 days ago
A
আলু
B
পেঁয়াজ
C
বাঁধাকপি
D
কোনটিই নয়
আলু বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য এবং এটি প্রধান স্টার্চ উৎস হিসেবে বিবেচিত, যা ভাতের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। উৎপাদনের দিক থেকে ধান, গম ও ভুট্টার পর আলু চতুর্থ স্থানে অবস্থান করে। আলু চাষের জন্য বেলে দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী।
-
১৯৬০ সাল থেকে উন্নতমানের আলুর চাষ হয়ে আসছে।
-
উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা
-
উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত: সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি
-
উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত: গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত

0
Updated: 6 days ago