How do the witches influence Macbeth’s actions?
A
They threaten him with death
B
They give him a magical weapon
C
They plant ambitious thoughts and prophecy his rise
D
They encourage him to flee Scotland
উত্তরের বিবরণ
ডাইনিগুলি ম্যাকবেথের মনে উচ্চাভিলাষের ধারণা স্থাপন করে। তারা তার ভবিষ্যৎ বলায় তাকে ক্ষমতা অর্জনের জন্য প্ররোচিত করে। তারা সরাসরি কোনো কাজ করায় না, বরং মানসিক প্রভাব ফেলে। এই প্রভাবের কারণে ম্যাকবেথ নৈতিকতার সীমা ভেঙে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন মানব মন এবং বাইরের প্ররোচনা কিভাবে কার্যকলাপে প্রভাব ফেলে। এটি নাটকের মূল সংঘাত এবং ট্র্যাজিক উপাদানের সূচনা করে।
0
Updated: 1 month ago
Why does Prospero create the masque with spirits for Ferdinand and Miranda?
Created: 2 months ago
A
To warn them of danger
B
To show his power
C
To punish Ferdinand
D
To bless their marriage
Prospero আত্মাদের দিয়ে একটি “মাস্ক” আয়োজন করে, যেখানে দেবী Juno, Ceres, এবং Iris উপস্থিত হয়। এটি Ferdinand ও Miranda-র বিবাহকে আশীর্বাদ করার প্রতীকী অনুষ্ঠান। এই দৃশ্য নাটকে ভালোবাসা, উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।
1
Updated: 2 months ago
What does Ophelia do before she dies?
Created: 3 months ago
A
Marries Hamlet
B
Becomes queen
C
Goes mad
D
Kills Claudius
Ophelia হলেন উইলিয়াম শেকসপিয়রের “Hamlet” নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তার বাবা Polonius কে যখন Hamlet ভুলক্রমে হত্যা করে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পাগল (mad) হয়ে যায়।
সে গানে গানে নিজের দুঃখ প্রকাশ করে, অদ্ভুত আচরণ করতে থাকে এবং ফুল বিলি করতে থাকে। এই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই সে পরে জলে ডুবে মারা যায় — যেটা নাটকে দুর্ঘটনা না আত্মহত্যা, তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে তার মৃত্যুর আগে সে পাগল হয়ে যায়, এটাই নিশ্চিত।
সারাংশ: Ophelia goes mad before her death, due to the trauma of her father’s death and Hamlet’s behavior.
2
Updated: 3 months ago
Who says in “Hamlet”, “There are more things in Heaven and Earth, Horatio”?
Created: 2 months ago
A
Hamlet
B
Claudius
C
Ghost
D
Polonius
হ্যামলেট হোরেশিওকে বলে যে মানুষের জ্ঞান সীমিত। পৃথিবী ও আকাশে এমন অনেক কিছু আছে যা দর্শন বা বিজ্ঞানের বাইরে। এটি অতিপ্রাকৃত ঘটনার প্রতি নাটকের বিশ্বাসকে প্রকাশ করে। ভূতের উপস্থিতি এর অন্যতম উদাহরণ।
0
Updated: 2 months ago