How do the witches influence Macbeth’s actions?
A
They threaten him with death
B
They give him a magical weapon
C
They plant ambitious thoughts and prophecy his rise
D
They encourage him to flee Scotland
উত্তরের বিবরণ
ডাইনিগুলি ম্যাকবেথের মনে উচ্চাভিলাষের ধারণা স্থাপন করে। তারা তার ভবিষ্যৎ বলায় তাকে ক্ষমতা অর্জনের জন্য প্ররোচিত করে। তারা সরাসরি কোনো কাজ করায় না, বরং মানসিক প্রভাব ফেলে। এই প্রভাবের কারণে ম্যাকবেথ নৈতিকতার সীমা ভেঙে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন মানব মন এবং বাইরের প্ররোচনা কিভাবে কার্যকলাপে প্রভাব ফেলে। এটি নাটকের মূল সংঘাত এবং ট্র্যাজিক উপাদানের সূচনা করে।

0
Updated: 12 hours ago
How does Hamlet escape from the ship to England?
Created: 1 month ago
A
He bribes the captain
B
He swims to shore
C
Pirates attack and free him
D
He is rescued by Horatio
ইংল্যান্ডে যাওয়ার পথে জলদস্যুরা Hamlet-এর জাহাজ আক্রমণ করে। আশ্চর্যজনকভাবে তারা Hamlet-কে ক্ষতি না করে ডেনমার্কে ফিরিয়ে দেয়। এই ঘটনাই Hamlet-কে Claudius-এর ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে প্রতিশোধের সুযোগ দেয়।

0
Updated: 1 month ago
Fill in the blank. '____' is Shakespeare's last play.
Created: 3 weeks ago
A
As You Like It
B
Macbeth
C
Tempest
D
Othello
The Tempest by William Shakespeare
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের শেষ রচনা বা Swan Song।
-
নাটকটি একটি Romantic Comedy, যা ৫টি অঙ্কে বিভক্ত।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে First Folio-তে।
-
“Tempest” শব্দের অর্থ হলো ভয়ঙ্কর ঝড় (Violent Storm)।
২. কাহিনি সংক্ষেপ
এই নাটকের কেন্দ্রীয় চরিত্র Prospero, যিনি একজন যাদুকর এবং মিলানের বৈধ ডিউক।
-
তার ছোট ভাই Antonio ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায়।
-
Prospero তার কন্যা Miranda-কে নিয়ে এক দূরবর্তী দ্বীপে বসবাস শুরু করেন।
-
এখানে তিনি জাদুবিদ্যা শিখে নিয়ন্ত্রণে আনেন দুটি অতিপ্রাকৃত সত্তা—
-
Ariel (আত্মারূপী সহকারী, শুভ শক্তির প্রতীক)
-
Caliban (বিকৃত স্বভাবের, বিদ্রোহী প্রকৃতির, অশুভ শক্তির প্রতীক)।
-
নাটকের শুরুতে দেখা যায়, Prospero তার যাদুবিদ্যা ব্যবহার করে এক ভয়ঙ্কর ঝড় (tempest) সৃষ্টি করেন, যাতে তার শত্রুরা—বিশেষ করে Antonio—দ্বীপে এসে পড়ে। এখান থেকেই নাটকের ঘটনাপ্রবাহ এগিয়ে যায়।
-
Ariel প্রসপেরোর বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করে এবং তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
-
অপরদিকে, Caliban প্রসপেরোকে ঘৃণা করে কারণ তাকে দাসত্বে বাধ্য করা হয়েছে। সে প্রসপেরোকে হত্যার ষড়যন্ত্র করে।
৩. প্রধান চরিত্রসমূহ
-
Prospero – Milan এর ডিউক, জাদুকর
-
Miranda – Prospero’র কন্যা, নায়িকা
-
Ariel – আত্মারূপী সত্তা, শুভ শক্তির প্রতীক
-
Caliban – বিদ্রোহী অতিপ্রাকৃত চরিত্র, অশুভ শক্তির প্রতীক
-
Antonio – Prospero’র বিশ্বাসঘাতক ভাই, খলনায়ক
-
Ferdinand – নায়ক, Miranda’র প্রেমিক
-
Gonzalo – সৎ উপদেষ্টা
৪. কিছু উল্লেখযোগ্য উক্তি (Quotations)
-
“Hell is empty and all the devils are here.”
-
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
-
“This thing of darkness, I acknowledge mine.”
-
“Thought is free.”
-
“O, brave new world, that has such people in’t!”
-
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
-
“Misery acquaints a man with strange bedfellows.”
Sources: Britannica.com, SparkNotes, CliffsNotes

0
Updated: 3 weeks ago
What motivates Antonio throughout the play?
Created: 1 month ago
A
Desire for power
B
Love for Ferdinand
C
Obedience to Prospero
D
Fear of spirits
Antonio লোভী ও বিশ্বাসঘাতক স্বভাবের। সে প্রথমে Prospero-র সিংহাসন দখল করে এবং পরে আবার Alonso-কে হত্যা করে Sebastian-কে রাজা বানানোর ষড়যন্ত্র করে। তার চরিত্র নাটকে ক্ষমতার লোভ ও মানব দুর্বলতার প্রতীক।

1
Updated: 1 month ago