Why does Macbeth initially hesitate to murder King Duncan?
A
He fears the consequences and moral guilt
B
He doubts the witches’ prophecy
C
He wants to wait for Malcolm
D
He plans to go into exile
উত্তরের বিবরণ
ম্যাকবেথ প্রথমে ডানকান হত্যা করতে দ্বিধা অনুভব করেন কারণ তিনি জানেন এটি নৈতিকভাবে ভুল এবং তার প্রভাব মারাত্মক হতে পারে।
হত্যাকাণ্ডের পর প্রজাদের প্রতি বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। ম্যাকবেথের চরিত্রে নৈতিক দ্বন্দ্ব এবং মানবিক ভয় স্পষ্টভাবে প্রকাশ পায়। শেক্সপিয়ার দেখিয়েছেন ক্ষমতার লোভ এবং নৈতিকতার সংঘাত কিভাবে চরিত্রকে প্রভাবিত করে।

0
Updated: 13 hours ago
Why does Hamlet kill Polonius?
Created: 1 month ago
A
As revenge for Ophelia
B
In self-defense
C
To protect Gertrude
D
Mistaken identity
Hamlet Gertrude-এর ঘরে কথা বলার সময় পর্দার আড়ালে আওয়াজ শোনে এবং ভাবে Claudius লুকিয়ে আছে। সে তৎক্ষণাৎ আঘাত করে, কিন্তু পরে দেখে নিহত ব্যক্তি Polonius। এই ভুলে কাহিনি আরও জটিল হয় এবং Laertes প্রতিশোধের পথে যায়।

1
Updated: 1 month ago
In his final speech, Othello asks the Venetian officials to "Speak of me as I am" and as one who...
Created: 21 hours ago
A
"...hated wisely, but too well."
B
"...loved not wisely but too well."
C
"...was a victim of a cruel fate."
D
"...sought honor above all else."
Othello-এর শেষ বক্তৃতার এই বিখ্যাত লাইনটি তার মৃত্যুর মুহূর্তে নিজের আত্মবোধ প্রকাশ করে। তিনি নিজেকে বোঝাতে চান যে, যেভাবে তিনি Desdemona কে ভালোবেসেছেন, তা সচেতন বা যুক্তিসঙ্গত ভালোবাসা নয়, বরং অত্যধিক ভালোবাসা,
যা তাকে jealousy বা ঈর্ষার কারণে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এই লাইনটি তার আত্মসমালোচনা এবং ক্ষমা চাওয়ার চেষ্টার প্রতিফলন, যেখানে তিনি দর্শক বা পাঠকের কাছে স্পষ্ট করতে চান যে, তিনি malice বা খারাপ উদ্দেশ্য ছাড়া এই কাজ করেছেন।
-
Othello নিজের প্রেমের প্রকৃতি “loved not wisely but too well” হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ তার ভালোবাসা ছিল অতিমাত্রায় এবং প্রায় ধ্বংসাত্মক।
-
তিনি নিজেকে easily jealous নয়, কিন্তু যখন ঈর্ষা কাজ শুরু করে, তখন তা সর্বনাশা হয়ে ওঠে।
-
এই বক্তৃতা তার মানবিক দুর্বলতা এবং অতিরিক্ত আবেগের প্রভাবকে তুলে ধরে।
-
Othello চাইছেন তার জীবন ও প্রেমের সত্যিকারের চিত্র দর্শক বা পাঠকের কাছে ফুটিয়ে তোলা হোক, কোনও ভুল বা খারাপ উদ্দেশ্য ছাড়া।
এভাবে লাইনটি Othello-এর tragedy এবং আত্মজ্ঞান উভয়ই ফুটিয়ে তোলে।

0
Updated: 21 hours ago
What is the name of Prospero's spirit servant?
Created: 2 weeks ago
A
Caliban
B
Ariel
C
Ferdinand
D
Gonzalo
Prospero-র নাটকে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে যাদের ভিন্ন ভিন্ন পরিচয় ও ভূমিকা রয়েছে। তাদের মধ্যে কেউ spirit, কেউবা human character। নিচে আলাদা করে তুলে ধরা হলো—
-
Ariel হলো এক airy spirit, যাকে Prospero একটি গাছের ভেতর থেকে বন্দিত্ব মুক্ত করে। এই মুক্তির বিনিময়ে Ariel জাদুকরীভাবে Prospero-র আদেশ মানতে বাধ্য থাকে পুরো নাটক জুড়ে।
-
Caliban হচ্ছে Prospero-র আরেকজন দাস। তবে সে কোনো spirit নয়; বরং ডাইনী Sycorax-এর ছেলে, যাকে প্রায়শই ভূপৃষ্ঠের এক monstrous creature হিসেবে বর্ণনা করা হয়।
-
Ferdinand হলো Prince of Naples, যে Miranda-র প্রেমে পড়ে। সে একজন মানুষ, কোনো spirit নয়।
-
Gonzalo একজন সৎ প্রবীণ উপদেষ্টা, যিনি Prospero-কে Milan থেকে পালাতে সাহায্য করেছিলেন। তিনিও মানুষ, spirit নন।

0
Updated: 14 hours ago