What role does Banquo play in Macbeth’s downfall?
A
He conspires with Duncan
B
He is a moral contrast and a potential threat
C
He flees Scotland
D
He advises Macbeth to kill Duncan
উত্তরের বিবরণ
ব্যানকো ম্যাকবেথের নৈতিক দৃষ্টান্ত হিসেবে কাজ করে। তার সততা এবং বিশ্বাসযোগ্যতা ম্যাকবেথের উচ্চাভিলাষের সঙ্গে বিরোধ সৃষ্টি করে।
ডাইনিগুলোর ভবিষ্যদ্বাণীর কারণে ম্যাকবেথ বানকোকে হুমকি মনে করে।
এটি তাকে অনৈতিক কর্মকাণ্ডের পথে ঠেলে দেয়।
শেক্সপিয়ার দেখিয়েছেন মৌলিক নৈতিকতা এবং উচ্চাভিলাষের সংঘাত নাটকের ট্র্যাজিক কাহিনীতে গুরুত্বপূর্ণ।
বানকোর উপস্থিতি ম্যাকবেথের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে তীব্র করে।

0
Updated: 13 hours ago
How does Cordelia die?
Created: 1 month ago
A
She is executed on Edmund’s orders.
B
She is stabbed by Goneril.
C
She drowns in a storm.
D
She commits suicide.
ফ্রান্সের বাহিনী পরাজিত হলে Edmund গোপনে Cordelia-কে কারাগারে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেয়। তার মৃত্যু নাটকের সবচেয়ে করুণ মুহূর্ত, যা Lear এর হৃদয় ভেঙে দেয়।

1
Updated: 1 month ago
Othello gave Desdemona _____ as a token of love.
Created: 1 week ago
A
a ring
B
a handkerchief
C
an anklet
D
a lavaliere
Othello and the Handkerchief – Shakespeare
১. Handkerchief as a Token of Love
-
Othello তাঁর স্ত্রী Desdemona-কে একটি Handkerchief (রুমাল) উপহার দেন।
-
এই রুমাল ছিল ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক।
-
পরে, Iago এই রুমাল ব্যবহার করে Othello-এর মনে সন্দেহ ও ঈর্ষা জাগায়, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির কারণ হয়।
২. Othello (Play)
-
লেখক: William Shakespeare
-
ধরন: Five-act Tragedy
-
লেখা: 1603-1604
-
মূল চরিত্র: Othello (ভেনিসের সেনাপতি), Desdemona (Othello-এর স্ত্রী), Iago (Villain)
-
কাহিনি: Othello তাঁর স্ত্রী Desdemona-কে সন্দেহ করে এবং Iago-এর প্ররোচনায় শেষ পর্যন্ত হত্যা করে।
-
নাটকে Othello Othello Syndrome (excessive jealousy) দ্বারা প্রভাবিত হয়।
৩. Main Characters
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
৪. William Shakespeare (1564-1616)
-
English poet, dramatist, actor
-
জন্ম: Stratford-upon-Avon
-
পরিচিতি: Bard of Avon, English National Poet
-
সাহিত্যকর্ম: 37 plays, 154 sonnets, long narrative poems
-
Tragedies:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
-
Coriolanus
-
Antony and Cleopatra
-
Timon of Athens (Unfinished)
-

0
Updated: 1 week ago
‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
Created: 1 month ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

0
Updated: 1 month ago