Why does Macbeth order the murder of Banquo?
A
To avenge Duncan
B
To prevent Banquo’s descendants from taking the throne
C
To show loyalty to Lady Macbeth
D
To satisfy the witches directly
উত্তরের বিবরণ
ম্যাকবেথ বানকোর হত্যা পরিকল্পনা করেন কারণ ভবিষ্যদ্বাণী বলেছে বানকোর বংশধররা রাজ্য দখল করবে।
তার উচ্চাভিলাষ এবং অনিশ্চয়তা তাকে হত্যার পথে ঠেলে।
এটি তার অহংকার এবং ভবিষ্যৎ নিয়ে ভয় প্রকাশ করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন ভয় এবং উচ্চাভিলাষ মানুষকে নৈতিক সীমা লঙ্ঘনে প্ররোচিত করে।
এই হত্যাকাণ্ড নাটকের ট্র্যাজিক ঘটনাবলীর মূল কারণ।

0
Updated: 13 hours ago
Why does Hamlet send Ophelia away during the “Get thee to a nunnery” scene?
Created: 1 month ago
A
He hates her
B
He wants to test her loyalty
C
He wants her to spy on Claudius
D
He wants to protect her from corruption
Hamlet Ophelia-কে নানাবাড়ি বা কনভেন্টে যেতে বলে, যাতে সে পুরুষদের প্রতারণা ও দুর্নীতি থেকে রক্ষা পায়। উপরে উপরে এটি রূঢ় শোনালেও, এতে Hamlet-এর সুরক্ষার মনোভাব ও তার তিক্ত অভিজ্ঞতার ছাপ রয়েছে।

0
Updated: 1 month ago
How does Emilia contribute to Iago’s downfall?
Created: 1 month ago
A
She hides the handkerchief
B
She helps Othello kill Desdemona
C
She exposes Iago’s plot
D
She kills Iago herself
এমিলিয়া নাটকের শেষের দিকে সত্য প্রকাশ করে। সে জানায় রুমালটি আসলে Iago-ই কৌশলে নিয়েছিল। এই সত্য প্রকাশের মাধ্যমে Iago-র প্রতারণা উন্মোচিত হয়। এমিলিয়ার সাহসী ভূমিকা নাটকের পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 1 month ago
Who is the central character of The Taming of the Shrew?
Created: 1 week ago
A
Cordelia
B
Katharina
C
Portia
D
Rosalind
he Taming of the Shrew – Central Character
১. Central Character
-
Katharina (Kate)
-
William Shakespeare-এর The Taming of the Shrew নাটকে Katharina হলেন কেন্দ্রীয় চরিত্র।
-
তাকে প্রায়শই “shrew” বলা হয়।
-
Katharina পরিচিত দৃঢ় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ ভাষা, এবং বিবাহের প্রতি প্রতিরোধের কারণে।
-
২. About the Play
-
Title: The Taming of the Shrew
-
Author: William Shakespeare
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date: Written between 1590–1594; first printed in First Folio (1623)
-
Plot Overview:
-
নাটকটি Katharina এবং Petruchio-এর মধ্যে volatile courtship-এর গল্প বলে।
-
Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে Katharina-এর রাগ নিয়ন্ত্রণ করবে এবং তাকে বশীভূত করবে।
-
নাটকটি বিবাহ, আধিপত্য, এবং সম্পর্কের জটিলতা নিয়ে হাস্যরসাত্মক প্রেক্ষাপট প্রদর্শন করে।
-
৩. Summary
-
Katharina একজন দৃঢ়চেতা নারী, সমাজের নারীদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে অস্বীকার করে।
-
Petruchio বিয়ে করে Katharina-এর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করে অসাধারণ এবং ধান্ধাবাজি পদ্ধতিতে।
-
নাটকটি একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে সম্পর্ক ও আধিপত্যের সংগ্রাম তুলে ধরে।
৪. Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio & Gremio
৫. Note on Other Characters
-
Cordelia → King Lear
-
Portia → The Merchant of Venice
-
Rosalind → As You Like It

0
Updated: 1 week ago