Why does Macbeth order the murder of Banquo?
A
To avenge Duncan
B
To prevent Banquo’s descendants from taking the throne
C
To show loyalty to Lady Macbeth
D
To satisfy the witches directly
উত্তরের বিবরণ
ম্যাকবেথ বানকোর হত্যা পরিকল্পনা করেন কারণ ভবিষ্যদ্বাণী বলেছে বানকোর বংশধররা রাজ্য দখল করবে।
তার উচ্চাভিলাষ এবং অনিশ্চয়তা তাকে হত্যার পথে ঠেলে।
এটি তার অহংকার এবং ভবিষ্যৎ নিয়ে ভয় প্রকাশ করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন ভয় এবং উচ্চাভিলাষ মানুষকে নৈতিক সীমা লঙ্ঘনে প্ররোচিত করে।
এই হত্যাকাণ্ড নাটকের ট্র্যাজিক ঘটনাবলীর মূল কারণ।
0
Updated: 1 month ago
Why does Alonso feel deep sorrow during the play?
Created: 2 months ago
A
He thinks Ferdinand is dead
B
He loses his kingdom
C
He is betrayed by Antonio
D
He fears Prospero’s magic
ঝড়ের পর Alonso বিশ্বাস করে যে তার ছেলে Ferdinand ডুবে মারা গেছে। এই দুঃখ তাকে অনুতপ্ত ও দুর্বল করে তোলে। পরে সে যখন Ferdinand-কে জীবিত দেখে, তখন তার আনন্দ ও কৃতজ্ঞতা Prospero-র ক্ষমার সঙ্গে মিলিত হয়ে নাটকের পুনর্মিলন সম্পূর্ণ করে।
1
Updated: 2 months ago
What does Lodovico represent in the play?
Created: 2 months ago
A
Love and compassion
B
Betrayal and greed
C
Venetian authority and justice
D
Military weakness
Lodovico ভেনিসের একজন সিনেটর, যে নাটকের শেষদিকে সত্য উদঘাটনের সাক্ষী হয়। সে ভেনিসের আইন ও ন্যায়ের প্রতীক। তার উপস্থিতি নাটকের রাজনৈতিক ও নৈতিক দিককে প্রকাশ করে, বিশেষ করে Iago-র অপরাধ ও ওথেলোর পতন বোঝাতে।
1
Updated: 2 months ago
Who speaks the line "Neither a borrower nor a lender be" in Hamlet?
Created: 1 month ago
A
Hamlet
B
Laertes
C
Polonius
D
Gertrude
এই বিখ্যাত উপদেশমূলক উক্তিটি William Shakespeare–এর নাটক Hamlet-এর প্রথম অঙ্কে (Act I, Scene III) Polonius তার পুত্র Laertes-কে বলেন, যখন সে ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। Polonius একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান দরবারী, যিনি জীবনের ব্যবহারিক দিক নিয়ে তার ছেলেকে সতর্ক করেন।
১. তিনি Laertes-কে বলেন যেন সে কখনো কারও কাছ থেকে ঋণ না নেয় এবং কাউকে ঋণও না দেয়, কারণ ঋণ সম্পর্ক বন্ধুত্বে ফাটল ধরায় ও বিশ্বাস নষ্ট করে।
২. “Neither a borrower nor a lender be”-এর মাধ্যমে Shakespeare মানবসম্পর্কে অর্থনৈতিক নির্ভরশীলতার ক্ষতিকর দিকটি তুলে ধরেছেন।
৩. এই উপদেশটি Polonius-এর চরিত্রের নৈতিকতাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে—তিনি চান তার পুত্র একজন বিচক্ষণ, আত্মনির্ভরশীল ও সৎ ব্যক্তি হোক।
অর্থাৎ, এই উক্তিটি শুধুমাত্র একটি সাধারণ পরামর্শ নয়; বরং এটি জীবনের প্রজ্ঞা ও বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন, যা Polonius-এর পিতৃসুলভ উদ্বেগকে প্রকাশ করে।
0
Updated: 1 month ago