What is the role of Lady Macbeth’s sleepwalking scene?
A
To show her loyalty to Macbeth
B
To reveal her guilt and mental breakdown
C
To encourage Macbeth to act
D
To instruct the servants
উত্তরের বিবরণ
লেডি ম্যাকবেথের ঘুমহাটা দৃশ্য তার অপরাধবোধ এবং মানসিক পতনের প্রকাশ।
সে হত্যাকাণ্ডের স্মৃতি নিয়ে দমে থাকে।
তার প্রভাবশালী ও দৃঢ় চরিত্র ভঙ্গুর হয়ে পড়ে।
শেক্সপিয়ার দেখিয়েছেন অপরাধের ফলাফল এবং মানসিক যন্ত্রণা নাটকের ট্র্যাজিক থিমকে দৃঢ় করে। এই দৃশ্য দর্শকদের জন্য নৈতিক ও মানসিক উপদেশ বহন করে।

0
Updated: 13 hours ago
Why does King Lear decide to divide his kingdom among his daughters?
Created: 13 hours ago
A
To reward the daughter who expresses her love most convincingly
B
To avoid political conflicts
C
To give all daughters equal rights
D
To follow the nobles’ advice
লিয়ার তার রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন যিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবেন তার উপর ভিত্তি করে। তিনি ভেবেছিলেন, এইভাবে প্রেম ও আনুগত্যকে পুরস্কৃত করা যায়।
এটি আবেগপ্রবণ এবং যুক্তিহীন সিদ্ধান্ত। রিগান ও গনরিল মিথ্যা ভালোবাসা দেখিয়ে ক্ষমতা দখল করে। Cordelia সত্যিকারের ভালোবাসা দেখালেও সরলতার কারণে শাস্তি ভোগ করেন।
এই সিদ্ধান্ত নাটকের মূল সংঘাত এবং ট্র্যাজেডির সূচনা করে। শেক্সপিয়ার দেখিয়েছেন মানব দুর্বলতা ও অহংকার রাজনীতিতে কতটা বিপজ্জনক হতে পারে।

0
Updated: 13 hours ago
What is the main reason Lear goes mad?
Created: 1 month ago
A
Age-related mental weakness
B
The betrayal and cruelty of his elder daughters
C
A curse placed by the Fool
D
The storm’s harshness
Goneril ও Regan ক্ষমতা ও মর্যাদা কেড়ে নিয়ে Lear কে অপমান করে। এই বিশ্বাসঘাতকতা ও নির্মম আচরণ তার মানসিক ভাঙন ঘটায়, যা ঝড়ের দৃশ্যে তার অন্তর্দ্বন্দ্বের প্রতীক।

2
Updated: 1 month ago
What is the meaning of Hamlet’s famous line “To be, or not to be”?
Created: 1 month ago
A
Deciding whether to love
B
Planning revenge
C
Choosing between life and death
D
Doubting friendship
“To be, or not to be” হ্যামলেটের বিখ্যাত স্বগতোক্তি, যেখানে সে জীবনের অর্থ ও মৃত্যুর আকর্ষণ নিয়ে ভাবছে। সে যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা এবং মৃত্যু দ্বারা মুক্তির সম্ভাবনা—দুইয়ের মধ্যে দ্বন্দ্বে পড়ে যায়। এটি নাটকের অস্তিত্ববাদী থিমকে তুলে ধরে।

0
Updated: 1 month ago