A
shines
B
has shone
C
shine
D
was shining
উত্তরের বিবরণ
যখন অতীতে একটি ঘটনা ঘটার সময় অন্য একটি কাজ চলমান ছিল, তখন চলমান কাজটি past continuous tense-এ প্রকাশ করা হয়। যদি প্রধান কাজটি past indefinite tense-এ হয় এবং তা as দ্বারা যুক্ত হয় কারণ বোঝাতে, তবে প্রথম অংশটি চলমান অবস্থার কারণে past continuous হয়।
এই ব্যাকরণিক কাঠামো অনুযায়ী, এখানে "was shining" ব্যবহৃত হওয়াই যথাযথ।
উদাহরণ বাক্য: As the sun was shining, I decided to go out.

0
Updated: 2 weeks ago
The path _____ paved, so we were able to walk through the path.
Created: 2 weeks ago
A
was
B
had been
C
has been
D
being
• Complete sentence: The path had been paved, so we were able to walk through the path.
- Bangla meaning: পথটি বাঁধানো ছিল, তাই আমরা সহজেই পথে হাঁটতে পেরেছি।
• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
- অর্থাৎ, পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved).
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।

0
Updated: 2 weeks ago
We (not have) a holiday since the beginning of the year. - Which of the following verb forms best completes the above sentence?
Created: 2 months ago
A
did not have
B
have not had
C
are not having
D
had not had
সম্পূর্ণ বাক্য: We have not had a holiday since the beginning of the year.
বিষয়বস্তু:
যখন বাক্যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে, তখন বুঝা যায় এটি Present Perfect Continuous Tense হওয়া উচিত।
তবে have, be, see, watch, understand এর মতো মূল ক্রিয়া (main verbs) থাকলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়।
গঠন:
Subject + have/has + past participle + ... + for/since + time
উদাহরণ:
-
He has not had much free time since the beginning of the month.
-
We have not had much workload for a few days.

0
Updated: 2 months ago
He as well as his parents _____________ spending vacation abroad.
Created: 4 days ago
A
are
B
is
C
will
D
can
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - is
বাক্য: He as well as his parents is spending vacation abroad.
ব্যাখ্যা:
“As well as” দিয়ে দুইটি বিষয় যুক্ত হলেও verb শুধুমাত্র “as well as” এর আগে থাকা subject অনুযায়ী হয়।
এই বাক্যে “He” হলো মূল subject, যা একবচন (singular)। তাই verb-ও একবচন হতে হবে।
অর্থাৎ, verb হবে “He” অনুযায়ী, তাই এখানে “is” ব্যবহার করা হবে।
বাক্য গঠন:
He (একবচন) + as well as + his parents (বহুবচন) + singular verb (is)।
অর্থাৎ, verb “He” এর মতো singular হবে।
অন্য অপশনগুলো কেন সঠিক নয়
-
are — এটি বহুবচন verb, কিন্তু “He” singular হওয়ায় এটি ব্যবহার হবে না।
-
will — এটি modal verb, কিন্তু এখানে Present Continuous (is spending) দরকার।
-
can — এটিও modal verb, এখানে সময়ের সাথে মেলেনা।

0
Updated: 4 days ago