As the sun _____, I decided to go out.
A
shines
B
has shone
C
shine
D
was shining
উত্তরের বিবরণ
যখন অতীতে একটি ঘটনা ঘটার সময় অন্য একটি কাজ চলমান ছিল, তখন চলমান কাজটি past continuous tense-এ প্রকাশ করা হয়। যদি প্রধান কাজটি past indefinite tense-এ হয় এবং তা as দ্বারা যুক্ত হয় কারণ বোঝাতে, তবে প্রথম অংশটি চলমান অবস্থার কারণে past continuous হয়।
এই ব্যাকরণিক কাঠামো অনুযায়ী, এখানে "was shining" ব্যবহৃত হওয়াই যথাযথ।
উদাহরণ বাক্য: As the sun was shining, I decided to go out.

0
Updated: 2 months ago
After food has been dried or canned ____ for later consumption.
Created: 4 weeks ago
A
it should be stored
B
That it should be stored
C
should be stored
D
which should be stored
After দিয়ে বাক্য শুরু হলে বোঝা যায় এটি একটি Subordinate clause।
-
এর পরের অংশটি অবশ্যই Independent clause হবে। তাই সেখানে Subject + Verb থাকতে হবে।
-
দুই অংশেই একই Subject + Verb structure ব্যবহার করতে হবে।
-
সাধারণ নিয়ম: After + clause (subject + verb), main clause (subject + verb)।
👉 তাই সঠিক উত্তর হবে: it should be stored।
পূর্ণাঙ্গ বাক্য
After food has been dried or canned, it should be stored for later consumption.
বাংলা অর্থ
খাবার শুকানো বা ক্যান করা হলে, তা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা উচিত।

0
Updated: 4 weeks ago
Reason is the highest faculty ______ on human by their creator.
Created: 1 month ago
A
entrusted
B
endowed
C
bestowed
D
conferred
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – bestowed
-
সম্পূর্ণ বাক্য: Reason is the highest faculty bestowed on human by their creator.
-
বাংলা অর্থ: যুক্তি বা বিচারশক্তি হলো মানুষের প্রতি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার বা ক্ষমতা।
🔹 Bestow on/upon
-
ইংরেজি অর্থ: কাউকে সম্মান বা উপহার হিসেবে কিছু দেওয়া।
-
বাংলা অর্থ: প্রদান করা; উপহার বা সম্মান হিসেবে কিছু দেওয়া।
অন্য বিকল্প শব্দগুলোর সহজ ব্যাখ্যা
ক) entrusted
-
কাউকে কোনো দায়িত্ব বা কাজ বিশ্বাস করে দেওয়া।
-
উদাহরণ: He entrusted the keys to his friend. (সে বন্ধুকে চাবিটা দিয়ে বিশ্বাস করল।)
খ) endowed
-
কোনো প্রতিষ্ঠানকে আয় বা সাহায্যের জন্য দান করা।
-
আর একটি অর্থ: কেউ জন্মসূত্রে কোনো গুণ বা ক্ষমতা নিয়ে জন্মেছে।
-
উদাহরণ: She is endowed with great intelligence. (সে জন্মগতভাবে খুব বুদ্ধিমতী।)
ঘ) conferred
-
সম্মানসূচক খেতাব, ডিগ্রি বা উপাধি প্রদান করা।
-
উদাহরণ: The university conferred a degree on him. (বিশ্ববিদ্যালয় তাকে একটি ডিগ্রি প্রদান করেছে।)
উৎস: কেমব্রিজ ডিকশনারি, বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
A soporific speech is likely to _______.
Created: 1 week ago
A
be incomprehensible
B
appeal primarily to emotions
C
put one to sleep
D
stimulate action
Soporific (adjective)
Meaning (ইংরেজি): Something that causes sleepiness or drowsiness.
বাংলা অর্থ: নিদ্রাজনক / নিদ্রার উদ্রেককারী।
উদাহরণ:
-
A soporific speech বলতে এমন বক্তৃতা বোঝায় যা শ্রোতাকে বিরক্ত বা ক্লান্ত করে ফেলে এবং ঘুম ঘুম ভাব এনে দেয়।
-
সহজভাবে বললে, soporific speech মানে এমন বক্তৃতা যা মানুষকে প্রায় ঘুম পাড়িয়ে দেয়।
ভুল অপশনগুলো ব্যাখ্যা
-
ক) be incomprehensible → অর্থ: বোঝা কঠিন বা অস্পষ্ট হওয়া।
-
খ) appeal primarily to emotions → অর্থ: মূলত আবেগকে আকর্ষণ করা।
-
ঘ) stimulate action → অর্থ: কাউকে কাজ করতে উদ্বুদ্ধ বা সক্রিয় করা।
কিন্তু এগুলোর কোনোটিই soporific শব্দের সাথে মেলে না। সঠিক উত্তর হলো—
Soporific Speech → ঘুম পাড়ানো বক্তৃতা।
উৎস: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 week ago