Why does Macbeth revisit the witches?
A
To ask about Banquo’s fate
B
To challenge them to a duel
C
To gain more prophecy and security
D
To warn them about Duncan
উত্তরের বিবরণ
ম্যাকবেথ আবার ডাইনিগুলির কাছে যায় ভবিষ্যৎ জানার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
তিনি ভবিষ্যতের অজানা ঘটনায় নিজেকে সুরক্ষিত করতে চায়।
এটি তার অহংকার এবং উচ্চাভিলাষকে আরও দৃঢ় করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন ভয় এবং অজ্ঞাত ভবিষ্যৎ মানুষকে অনৈতিক পথের দিকে ঠেলে দেয়।
এই পুনরাবর্তন তার পতনের সূচনা করে।
0
Updated: 1 month ago
What happens to Lear at the end of the play?
Created: 3 months ago
A
He becomes king again
B
He dies heartbroken
C
He marries
D
He kills his daughters
শেক্সপিয়ারের ট্র্যাজেডি "King Lear" নাটকে, শেষ দৃশ্যে King Lear মৃত্যুবরণ করেন।
Lear তার প্রিয় কন্যা Cordelia-কে হারানোর শোক সহ্য করতে না পেরে হৃদয়বিদারকভাবে মারা যান। তিনি ভেবেছিলেন Cordelia এখনও বেঁচে আছে, কিন্তু নিশ্চিত হওয়ার পর যে সে মৃত, তিনি গভীর দুঃখে প্রাণ হারান।
এটি নাটকের ট্র্যাজিক ক্লাইম্যাক্স, যেখানে একজন পিতা তার কন্যার জন্য ভালোবাসা ও অনুশোচনার ভারে ভেঙে পড়ে।
এ কারণে "He dies heartbroken" – এই বিকল্পটি সঠিক।
2
Updated: 3 months ago
Who kills Polonius?
Created: 2 months ago
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।
0
Updated: 2 months ago
How does Lady Macbeth die?
Created: 2 months ago
A
She is killed in battle
B
She is poisoned
C
She commits suicide
D
Macbeth kills her
Lady Macbeth অপরাধবোধে মানসিকভাবে ভেঙে পড়ে। ঘুমের ঘোরে সে হত্যার কথা প্রকাশ করে। অবশেষে সে আত্মহত্যা করে। এটি তার উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতি এবং অপরাধবোধের প্রতীক।
1
Updated: 2 months ago