Why does Macduff ultimately defeat Macbeth?
A
Macduff is physically stronger
B
Macduff was born by cesarean and thus fulfils the witches’ prophecy
C
Macbeth surrenders voluntarily
D
Lady Macbeth commands Macduff
উত্তরের বিবরণ
ম্যাকবেথ শেষ পর্যন্ত মাকডাফের হাতে পরাজিত হন কারণ মাকডাফ সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, যা ডাইনিগুলির ভবিষ্যদ্বাণী পূরণ করে।
এটি শেক্সপিয়ারের ভবিষ্যদ্বাণী ও ট্র্যাজিক পরিণতিকে শক্তিশালী করে।
ম্যাকবেথের অহংকার এবং ভবিষ্যৎ নিয়ে অবিশ্বাস তার পতনের কারণ।
মাকডাফের উপস্থিতি ন্যায়বিচার এবং প্রতিশোধের প্রতীক।
নাটকের সমাপ্তি ট্র্যাজিক হলেও ন্যায়ের বিজয় দেখায়।

0
Updated: 13 hours ago
What role does Ariel play in the play?
Created: 1 month ago
A
Villain
B
Spirit-servant
C
Ship captain
D
Duke’s son
Ariel হলো এক অতিপ্রাকৃত আত্মা, যে Prospero-র বিশ্বস্ত সেবক। সে জাদুকরী শক্তি দিয়ে সমুদ্রে ঝড় তোলে। এরপর সে নাটকের চরিত্রদের বিভ্রান্ত করে এবং Prospero-র পরিকল্পনা সফল করতে সাহায্য করে। Ariel স্বাধীনতা চায় এবং নাটকের শেষে Prospero তাকে মুক্তি দেয়। Ariel নাটকের প্রতীকী স্বাধীনতার প্রতিচ্ছবি।

1
Updated: 1 month ago
How does Stephano plan to become ruler of the island?
Created: 1 month ago
A
By marrying Miranda
B
By killing Alonso
C
By killing Prospero with Caliban’s help
D
By magic
Stephano ও Trinculo Caliban-এর সঙ্গে মিলে Prospero-কে হত্যা করার পরিকল্পনা করে। Stephano ভাবে এতে সে দ্বীপের রাজা হতে পারবে। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। এই কাহিনি নাটকের হাস্যরসের পাশাপাশি লোভ ও বোকামির প্রতীক।

2
Updated: 1 month ago
What does King Lear demand from his daughters before he will divide his kingdom?
Created: 21 hours ago
A
A promise to care for him in his old age
B
A declaration of their love for him
C
A dowry from their future husbands
D
A vow to never go to war with each other
In the opening scene of King Lear (Act 1, Scene 1), Lear একটি "love test" আয়োজন করেন, যেখানে তিনি তার তিন কন্যাকে প্রশ্ন করেন, "Which of you shall we say doth love us most?"।
তিনি আশা করেন যে, যেই কন্যা সবচেয়ে flattering এবং উদারভরে ভালোবাসা প্রকাশ করবে, তাকে তিনি রাজ্যাংশের সবচেয়ে বড় অংশ দেবেন। এই দৃশ্যটি দেখায় যে, Lear নিজের ক্ষমতা এবং সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসাকে পরিমাপের উপায় হিসেবে ব্যবহার করছেন, যা পরে নাটকের ট্র্যাজিক সংঘর্ষের সূত্রপাত করে।

0
Updated: 21 hours ago