Why does Cordelia return to England with an army?
A
To confront Edmund personally
B
To punish her sisters for stealing her inheritance
C
To rescue her father, Lear, and restore order
D
To claim the throne for herself
উত্তরের বিবরণ
কর্ডেলিয়া তার সেনাবাহিনী নিয়ে ফিরে আসে লিয়ারকে রক্ষা এবং রাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য। তিনি ন্যায় ও সততার প্রতীক।
তার আগমন নাটকের নৈতিক ও রাজনৈতিক থিমকে শক্তিশালী করে।
Cordelia-এর সাহস ও কর্তব্যবোধ লিয়ারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে।
এটি নাটকের ট্র্যাজিক সমাপ্তি এবং ন্যায়বোধের থিমকে ফুটিয়ে তোলে।
শেক্সপিয়ার দেখিয়েছেন সত্যিকারের ন্যায়বোধ সংঘাতের মাঝেও দৃঢ়তা আনে।

0
Updated: 13 hours ago
What is Iago’s real motive behind destroying Othello?
Created: 1 month ago
A
To avenge being passed over for promotion
B
To win Desdemona’s love
C
To serve Cassio
D
To gain money from Roderigo
Iago মূলত Cassio-কে পদোন্নতিতে এগিয়ে দেওয়ায় অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নিতে চায়। পাশাপাশি, তার ঈর্ষা, জাতিগত বিদ্বেষ ও অযৌক্তিক সন্দেহ ওথেলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের আগুন জ্বালায়। এই মিশ্র উদ্দেশ্যই পুরো ট্র্যাজেডির চালিকা শক্তি।

0
Updated: 1 month ago
Which daughter shows true loyalty to Lear?
Created: 1 month ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
None
করডেলিয়া তার বাবার প্রতি সত্যিকারের আনুগত্য দেখায়। প্রশংসা না করেও সে শেষে রাজাকে রক্ষা করতে আসে। তার মৃত্যু নাটকের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত।

0
Updated: 1 month ago
Who is the main villain in 'Othello'?
Created: 1 day ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 1 day ago