What is the significance of the storm on the heath in King Lear?
A
It shows Cordelia’s military strategy
B
It demonstrates Gloucester’s punishment
C
It symbolises Lear’s inner turmoil and madness
D
It is just a literal storm with no metaphorical meaning
উত্তরের বিবরণ
নাটকে Heath-এ ঝড় লিয়ারের মানসিক বিশৃঙ্খলা এবং পাগলামির প্রতীক। তিনি তার কন্যাদের বিশ্বাসঘাতকতা বুঝতে পারার পর মানসিকভাবে চাপে পড়েন।
ঝড়ের দৃশ্য নাটকের আবহ এবং চরিত্রের মানসিক অবস্থা একত্রিত করে।
এটি লিয়ারের হতাশা ও যন্ত্রণা প্রকাশ করে।
শেক্সপিয়ার প্রকৃতি এবং মানব মনের সম্পর্ক দেখিয়েছেন।
ঝড় নাটকের ট্র্যাজিক টোন এবং সংঘাত বাড়ায়।
0
Updated: 1 month ago
Why does Othello kill Desdemona?
Created: 2 months ago
A
He is convinced of her betrayal
B
He wants revenge on her father
C
He loves Emilia
D
He seeks political power
ওথেলো ডেসডিমোনাকে গভীরভাবে ভালোবাসলেও Iago-র ষড়যন্ত্রে প্রতারিত হয়। সে বিশ্বাস করে ডেসডিমোনা কাসিওর সাথে অবিশ্বস্ত আচরণ করেছে। এই ভ্রান্ত ধারণার কারণেই ওথেলো তাকে হত্যা করে। প্রকৃতপক্ষে তার সিদ্ধান্ত ছিল অবিবেচক ও আবেগপ্রবণ, যা নাটকের ট্র্যাজেডি সৃষ্টি করে।
1
Updated: 2 months ago
"What's done cannot be undone." — This quote is from -
Created: 2 months ago
A
Macbeth
B
Hamlet
C
Othello
D
King Lear
Macbeth
-
Shakespeare-এর সবচেয়ে ছোট Tragedy।
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)।
-
বিষয়: King Duncan-কে হত্যা, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা ও করুণ পরিণতি।
-
শুরুতে Three Witches ভবিষ্যদ্বাণী করে Macbeth রাজা হবে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করে।
-
ক্ষমতা ধরে রাখতে আরও হত্যাকাণ্ড ঘটায়।
-
Lady Macbeth পাগল হয়ে মারা যায়।
-
শেষে Macduff-এর হাতে Macbeth নিহত হয় এবং শান্তি ফিরে আসে।
Famous Quotations
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Look like the innocent flower, But be the serpent under it."
William Shakespeare
-
জন্ম: Stratford-upon-Avon।
-
পরিচয়: English poet, dramatist, actor।
-
খেতাব: English National Poet, Bard of Avon।
-
সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
চাও কি আমি Macbeth অংশটা আরও timeline আকারে (Step by Step events) সাজিয়ে দিই যেন মনে রাখা সহজ হয়?
0
Updated: 2 months ago
What title does Macbeth hold before becoming king?
Created: 3 months ago
A
Thane of Glamis
B
Duke of York
C
Thane of Fife
D
Prince of Denmark
ম্যাকবেথ নাটকের শুরুতেই আমরা জানতে পারি, ম্যাকবেথ Thane of Glamis। এটি ছিল তার পৈত্রিক উপাধি। পরবর্তীতে, রাজা ডানকান তাকে বিশ্বাস ও সাহসিকতার পুরস্কার হিসেবে Thane of Cawdor পদে উন্নীত করেন। এরপর ভবিষ্যৎবক্তা তিন ডাইনি তাকে ভবিষ্যতে রাজা হবে বলেও ভবিষ্যদ্বাণী করে।
অন্যান্য অপশন ব্যাখ্যা:
-
b) Duke of York – ইংরেজ রাজপরিবারের একটি পদবী, শেকসপিয়রের Macbeth নাটকের সঙ্গে সম্পর্কিত নয়।
-
c) Thane of Fife – এটি ছিল ম্যাকডাফের উপাধি, ম্যাকবেথের নয়।
-
d) Prince of Denmark – এটি হ্যামলেট নাটকের কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet-এর উপাধি।
সুতরাং, ম্যাকবেথ রাজা হওয়ার আগে Thane of Glamis ছিলেন।
0
Updated: 3 months ago