Why does Gloucester get betrayed by his illegitimate son, Edmund?
A
He envies his brother Edgar
B
He wants to punish Gloucester
C
He fears Edgar will inherit everything
D
He envies his father’s attention
উত্তরের বিবরণ
এডমন্ড তার ভাই এডগারের প্রতি ঈর্ষা অনুভব করে। সে চায় সম্পদ ও মর্যাদা নিজের হাতে আসুক। সে পিতাকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে।
এটি ভাই-ভাইয়ের দ্বন্দ্ব এবং পারিবারিক বিশ্বাসঘাতকতা তুলে ধরে।
গ্লোস্টারের অবহেলা তাকে সহজভাবে প্রতারণার শিকার বানায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন কিভাবে ঈর্ষা ও লোভ ট্র্যাজেডির মূল উৎস হতে পারে।
এডমুন্ডের প্রতারণা নাটকের সংঘাতকে তীব্র করে।
3
Updated: 1 month ago
Othello gave Desdemona _____ as a token of love.
Created: 1 month ago
A
a ring
B
a handkerchief
C
an anklet
D
a lavaliere
Othello and the Handkerchief – Shakespeare
১. Handkerchief as a Token of Love
-
Othello তাঁর স্ত্রী Desdemona-কে একটি Handkerchief (রুমাল) উপহার দেন।
-
এই রুমাল ছিল ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক।
-
পরে, Iago এই রুমাল ব্যবহার করে Othello-এর মনে সন্দেহ ও ঈর্ষা জাগায়, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির কারণ হয়।
২. Othello (Play)
-
লেখক: William Shakespeare
-
ধরন: Five-act Tragedy
-
লেখা: 1603-1604
-
মূল চরিত্র: Othello (ভেনিসের সেনাপতি), Desdemona (Othello-এর স্ত্রী), Iago (Villain)
-
কাহিনি: Othello তাঁর স্ত্রী Desdemona-কে সন্দেহ করে এবং Iago-এর প্ররোচনায় শেষ পর্যন্ত হত্যা করে।
-
নাটকে Othello Othello Syndrome (excessive jealousy) দ্বারা প্রভাবিত হয়।
৩. Main Characters
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
৪. William Shakespeare (1564-1616)
-
English poet, dramatist, actor
-
জন্ম: Stratford-upon-Avon
-
পরিচিতি: Bard of Avon, English National Poet
-
সাহিত্যকর্ম: 37 plays, 154 sonnets, long narrative poems
-
Tragedies:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
-
Coriolanus
-
Antony and Cleopatra
-
Timon of Athens (Unfinished)
-
0
Updated: 1 month ago
Which play contains the famous line “All the world’s a stage”?
Created: 2 months ago
A
Romeo and Juliet
B
King Lear
C
Othello
D
As you Like It
“All the world’s a stage” লাইনটি William Shakespeare-এর নাটক As You Like It-এ পাওয়া যায়।
এই লাইনটি জ্যাকের বিখ্যাত “Seven Ages of Man” বক্তৃতার অংশ, যেখানে মানুষের জীবনকে নাটকের চরিত্রের মতো ব্যাখ্যা করা হয়েছে। শেক্সপিয়ার জীবনের প্রতিটি ধাপকে একটি মঞ্চের রূপ দিয়েছেন, যেখানে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন “ভূমিকা” পালন করে। জীবন পরিবর্তনশীল এবং প্রতিটি ধাপের গুরুত্ব আলাদা—এই ভাবধারাই এখানে ফুটে উঠেছে। যদিও As You Like It একটি কমেডি, তবু জীবন এবং মানুষের চরিত্রের গভীর অর্থ সহজভাবে প্রকাশ পেয়েছে।
বিস্তারিত আলোচনা:
As You Like It:
-
রচিত: William Shakespeare
-
ধরণ: Comedy Play
-
সংখ্যা: 5 acts
-
লেখা: ১৫৯৮–১৬০০
-
প্রথম প্রকাশ: ১৬২৩ সালে First Folio তে
-
উৎসাহ: Thomas Lodge-এর Rosalynde (1590) প্রোজ রোম্যান্স থেকে অনুপ্রাণিত
প্রধান সেটিং:
-
কাল্পনিক বন: The Forest of Arden
-
কাহিনী:
-
Orlando এবং Rosalind-এর প্রেম
-
ক্ষমতার দ্বন্দ্বের কারণে Duke Frederick, Duke Senior, এবং Oliver-এর সঙ্গে সম্পর্কের জটিলতা
-
Celia ও Oliver-এর প্রেমের পরিণতি
-
বনভূমিতে প্রেমিক যুগলের মিলন
-
কিছু বিখ্যাত উক্তি:
-
Sweet are the uses of adversity.
-
The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.
-
All the world's a stage, And all the men and women merely players.
William Shakespeare (1564–1616):
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
পেশা: Poet, Dramatist, Actor
-
উপাধি: “Bard of Avon” বা “Swan of Avon”
-
রচনা: ৩৭ play, ১৫৪ sonnets, ৩ long narrative poems
-
প্রতিষ্ঠা: ১৫৯৯ সালে Globe Theatre, লন্ডন
Notable Works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream
-
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis
Source: Britannica, SparkNotes, Live MCQ Lecture
0
Updated: 2 months ago
Who said, "Cowards die many times before their deaths"?
Created: 3 months ago
A
William Langland
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
Sir Thomas Malory
"Cowards die many times before their deaths" is said by - William Shakespeare.
• "Cowards die many times before their deaths" এই উক্তিটি নেয়া হয়েছে William Shakespeare -এর tragedy - 'Julius Ceasar' থেকে।
- পুরো উক্তিটি হচ্ছে - "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- নাটকের Protagonist - Julius Ceasar -এর করা এই উক্তিটি একটি metaphor -এর উদাহরণ।
• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।
• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).
• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.
• William Shakespeare (1564-1616)
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
Source: Britannica.
2
Updated: 3 months ago