Why does Gloucester get betrayed by his illegitimate son, Edmund?
A
He envies his brother Edgar
B
He wants to punish Gloucester
C
He fears Edgar will inherit everything
D
He envies his father’s attention
উত্তরের বিবরণ
এডমন্ড তার ভাই এডগারের প্রতি ঈর্ষা অনুভব করে। সে চায় সম্পদ ও মর্যাদা নিজের হাতে আসুক। সে পিতাকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে।
এটি ভাই-ভাইয়ের দ্বন্দ্ব এবং পারিবারিক বিশ্বাসঘাতকতা তুলে ধরে।
গ্লোস্টারের অবহেলা তাকে সহজভাবে প্রতারণার শিকার বানায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন কিভাবে ঈর্ষা ও লোভ ট্র্যাজেডির মূল উৎস হতে পারে।
এডমুন্ডের প্রতারণা নাটকের সংঘাতকে তীব্র করে।

0
Updated: 13 hours ago
"Cymbeline" was written by-
Created: 1 month ago
A
John Wycliffe
B
Geoffrey Chaucer
C
William Shakespeare
D
William Langland
• "Cymbeline" was written by - William Shakespeare.
• Cymbeline
- এটি William Shakespeare রচিত একটি নাটক।
- It is a comedy in five acts.
- Cymbeline হলো Shakespeare -এর কম পরিচিত কিন্তু জটিল নাটকগুলোর একটি।
- এটি প্রেম, ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি, দেশপ্রেম এবং ক্ষমার গল্প নিয়ে গঠিত।
- নাটকের কেন্দ্রে রয়েছে ব্রিটেনের রাজা সাইমবেলাইন ও তার মেয়ে ইমোজেনের জীবন।
- According to Britannica and modern critics it is considered as a comedy or sometimes even a romance.
- এটি ১৬০৮-১০ সালের মধ্যে লেখা এবং ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Set in the pre-Christian Roman world, Cymbeline draws its main theme, that of a wager by a husband on his wife’s fidelity, from a story in Giovanni Boccaccio’s Decameron.
• Summary:
• নাটকে ব্রিটেনের রাজা Cymbeline এর কন্যা Imogen নিম্নবংশীয় Posthumus Leonatus এর সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। রাজা এই বিয়ে মেনে না নিয়ে Posthumusকে নির্বাসনে পাঠান।
• নির্বাসনে থাকা Posthumus, Imogen এর চরিত্র নিয়ে Iachimo এর সঙ্গে বাজি ধরে, যে Imogen কে প্রলুব্ধ করতে ব্যর্থ হয়। মিথ্যা প্রমাণ দিয়ে Iachimo, Posthumusকে বিভ্রান্ত করে। Posthumus রেগে Imogenকে হত্যা করতে নির্দেশ দেয়, কিন্তু Imogen পুরুষ বেশ ধারণ করে পালিয়ে যায়। রাজা Cymbeline er দ্বিতীয় স্ত্রী চায় তার ছেলে Cloten কে Imogen এর স্বামী বানাতে, কিন্তু cloten, Imogen কে খুঁজতে বের হয় এবং নিহত হয়।
• শেষে সত্য উদঘাটিত হয়। Posthumus জানতে পারে যে Imogen তাকে প্রতারণা করেনি। Iachimo তার ভুল স্বীকার করে। রোমান ও ব্রিটিশ সৈন্যদের মধ্যে যুদ্ধ শেষে সবার মধ্যে মিল-মিশ হয়। নাটকের শেষে রাজনীতি ও পারিবারিক বিভ্রান্তি মিটে যায়।
• William Shakespeare (1564-1616)
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Who persuades Macbeth to murder King Duncan?
Created: 1 month ago
A
Banquo
B
Lady Macbeth
C
The Witches
D
Macduff
Lady Macbeth তার স্বামীকে প্ররোচিত করে ডানকানকে হত্যার জন্য। সে তার পুরুষত্বকে প্রশ্ন করে এবং সাহস জোগায়। Macbeth প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও স্ত্রীর কথায় হত্যা করে। এতে ট্র্যাজেডির চক্র শুরু হয়।

0
Updated: 1 month ago
'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
Created: 1 month ago
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 1 month ago